ETV Bharat / bharat

Pakistan Violates Ceasefire : জঙ্গি অনুপ্রবেশের ব্যর্থ প্রচেষ্টা, ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

author img

By

Published : Jan 2, 2022, 5:07 PM IST

কুপওয়ারায় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সীমান্ত রক্ষীবাহিনী (Infiltration bid along LoC) ৷ শনিবার জঙ্গি অনুপ্রবেশ করাতে কুপওয়ারার কেরেন সেক্টরে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান (Pakistan Violates Ceasefire) ৷ তবে, বাহিনীর তৎপরতায় তা ব্যর্থ হয় ৷

Pakistan Violates Ceasefire
Pakistan Violates Ceasefire

কুপওয়ারা (জম্মু ও কাশ্মীর) : পাকিস্তানের বিরুদ্ধে ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ (pakistan violates ceasefire) ৷ কুপওয়ারা জেলার কেরেন সেক্টর দিয়ে ভারতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করেছিল পাকিস্তানের বর্ডার অ্যাকশন ফোর্স বা ব্যাট ৷ তবে, নিরাপত্তা বাহিনীর চেষ্টায় সেই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে (Infiltration bid along LoC) ৷ শনিবার এই ঘটনা ঘটেছে বলে সেনা সূত্রে খবর ৷

অভিযোগ, শনিবার লাইন অফ কন্ট্রোলে মোতায়েন বাহিনীর গুলিতে এক পাকিস্তানি জঙ্গি মারা যায় ৷ যার পরিচয় মহম্মদ সাব্বির মালিক ৷ ওই জঙ্গির কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক ও আরও অন্যান্য হাতিয়ার পাওয়া গিয়েছে ৷ প্রসঙ্গত, ওই জঙ্গি অনুপ্রবেশের মদত দিতে পাকিস্তানের তরফে গোলাগুলি চালানো হচ্ছিল বলে অভিযোগ ৷ তবে, ভারতীয় সেনার কড়া নজরদারির জেরে পাকিস্তানি সেনাদের সেই চেষ্টা ব্যর্থ হয় ৷

আরও পড়ুন : Srinagar gunfight : বর্ষশেষে শ্রীনগরে গুলির লড়াই, নিকেশ 3 অজ্ঞাতপরিচয় জঙ্গি

জানা গিয়েছে, শনিবার বিকেল তিনটে নাগাদ পাক অধিকৃত কাশ্মীরের দিক থেকে পাঠানি স্যুট ও জ্যাকেট পরা একজনে সীমান্তের দিকে এগিয়ে আসতে দেখা যায় ৷ নিরাপত্তাবাহিনী তাকে প্রায় একঘণ্টা ধরে নজরে রাখে ৷ এর পর সীমান্তের কাছে আসতেই তাকে গুলি করে মারে সেনাবাহিনী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.