ETV Bharat / bharat

NCB seized drugs : ফের শিরোনামে এনসিবি, এবার 1127 কেজি মাদক উদ্ধার ওয়াংখেড়েদের

author img

By

Published : Nov 15, 2021, 7:57 PM IST

মহারাষ্ট্রের নানদেড় জেলা থেকে মাদক উদ্ধার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ৷ সোমবার এই তথ্য জানিয়েছেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে ৷

mumbai ncb seized drungs consignment at nanded in maharashtra
NCB seized drugs : মুম্বইয়ে 1127 কেজি মাদক উদ্ধার এনসিবির, জানালেন ওয়াংখেড়ে

মুম্বই (মহারাষ্ট্র), 15 নভেম্বর : আবারও মাদক উদ্ধার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ৷ মহারাষ্ট্রের নানদেড় জেলা থেকে মাদক উদ্ধার হয়েছে ৷ যার পরিমাণ প্রায় 1127 কেজি ৷ সোমবার এই তথ্য জানিয়েছেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে ৷

তিনি জানিয়েছেন, ওই মাদক অন্ধ্রপ্রদেশ থেকে মহারাষ্ট্রে নিয়ে আসা হয়েছিল ৷ নিয়ে যাওয়া হয়েছিল জলগাঁও জেলায় নিয়ে যাওয়া হচ্ছিল ৷ কিন্তু নানদেড়ে ধরে ফেলা হয় ৷ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের আদালতে পেশ করা হবে ৷

আরও পড়ুন : Drug Seized : 600 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত গুজরাতে

প্রসঙ্গত, গত অক্টোবরে মাদক চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে খবরের শিরোনামে চলে আসে এনসিবি ৷ কারণ, একটি ক্রুজ থেকে মাদক রাখা ও পাচারের অভিযোগে যাঁদের গ্রেফতার করা হয়, তাঁদের মধ্যে ছিলেন বলিউডের অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান ৷

এই নিয়ে ব্যাপক হইচই পড়ে যায় সর্বত্র ৷ এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েও খবরের শিরোনামে চলে আসেন ৷ কারণ, তিনিই ওই অভিযানের নেতৃত্বে ছিলেন ৷ পরে তাঁর বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলা হয় ৷ তিনি দুর্নীতিগ্রস্ত বলেও অভিযোগ তোলা হয়েছে ৷

আরও পড়ুন : Gadchiroli maoists Killed: গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে হত 26 মাওবাদী, আহত 3 জওয়ান

অক্টোবরের শেষের দিকে এই মামলায় জামিন মঞ্জুর হয় আরিয়ানের ৷ ফলে গোটা অক্টোবর মাসই বারবার খবরের শিরোনামে এসেছে এনসিবি ৷ সোমবার মাদক উদ্ধারের পর আবার শিরোনামে উঠে এল মাদক পাচার রুখতে গঠিত এই তদন্তকারী সংস্থা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.