ভোপাল (মধ্যপ্রদেশ), 12 ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাণনাশে উস্কানি দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী রাজা পাতেরিয়ার বিরুদ্ধে (Congress Leader Threatens Modi)৷ তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রদেশের রাজনীতি ৷ কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ সরকার ৷
সোমবার পান্না জেলার পাওয়াই শহরে একটি সমাবেশে রাজা পাতেরিয়ার ভাষণ দেওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানেই তাঁর মন্তব্যে প্রধানমন্ত্রী মোদির প্রাণনাশের জন্য কংগ্রেস কর্মীদের উস্কানি দেওয়া হয়েছে বলে অভিযোগ ।
কী বলেছেন কংগ্রেস নেতা ?
ওই ভিডিয়োতে রাজা পাতেরিয়াকে বলতে দেখা যায়, "প্রধানমন্ত্রী মোদি জাতি, ধর্ম এবং ভাষার ভিত্তিতে মানুষকে বিভক্ত করবেন ৷ দলিত, উপজাতি এবং সংখ্যালঘুদের জীবন হুমকির মুখে ৷ তাই সংবিধান বাঁচাতে চাইলে মোদিকে হত্যা করতে প্রস্তুত হোন ।"
-
यह है @INCIndia का असली चेहरा पूर्व मंत्री व कांग्रेस नेता श्री राजा पटेरिया मोदी जी की हत्या का बयान देकर समाज को विभाजित कर भड़काऊ भाषण दे रहे है @BJP4India @BJP4MP @vdsharmabjp @HitanandSharma @LokendraParasar pic.twitter.com/XfJ0EApASx
— Rajpal Singh Sisodiya (@rpssisodiya) December 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">यह है @INCIndia का असली चेहरा पूर्व मंत्री व कांग्रेस नेता श्री राजा पटेरिया मोदी जी की हत्या का बयान देकर समाज को विभाजित कर भड़काऊ भाषण दे रहे है @BJP4India @BJP4MP @vdsharmabjp @HitanandSharma @LokendraParasar pic.twitter.com/XfJ0EApASx
— Rajpal Singh Sisodiya (@rpssisodiya) December 12, 2022यह है @INCIndia का असली चेहरा पूर्व मंत्री व कांग्रेस नेता श्री राजा पटेरिया मोदी जी की हत्या का बयान देकर समाज को विभाजित कर भड़काऊ भाषण दे रहे है @BJP4India @BJP4MP @vdsharmabjp @HitanandSharma @LokendraParasar pic.twitter.com/XfJ0EApASx
— Rajpal Singh Sisodiya (@rpssisodiya) December 12, 2022
আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রায় নারীশক্তির জয়জয়কার, মেয়ের সঙ্গে পথে প্রিয়াঙ্কা
বিতর্কিত এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র রাজা পাতেরিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন । তবে কংগ্রেস নেতা তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছেন, তাঁর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে ৷ তিনি এমন কিছু বলেননি ।
প্রাক্তন মন্ত্রী রাজা পাতেরিয়ার বিতর্কিত মন্তব্য আপত্তিকর বলে মত মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্যের জন্য আমি পুলিশ সুপারকে রাজা পাতেরিয়ার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিচ্ছি । বর্তমান কংগ্রেস আর গান্ধিজির কংগ্রেস নয়, এটা ইতালীয় কংগ্রেস ।"
রাজা পাতেরিয়ার বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি । বিজেপির রাজ্য সভাপতি বিডিও শর্মা বলেছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার জন্য জনগণকে এ ভাবে উস্কানি দেওয়া অত্যন্ত নিন্দনীয় । রাহুল গান্ধির ভারত জোড়ো সফরে এমন ষড়যন্ত্র তৈরি হয়েছে কি না সে নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি । পুরো বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন শর্মা ৷