ETV Bharat / bharat

Rajasthan: মহিলা শিক্ষাকর্মীদের নিয়ে বিতর্কিত মন্তব্য, ‘মূর্খ-মন্ত্রী’ তকমা পেলেন রাজস্থানের শিক্ষামন্ত্রী

author img

By

Published : Oct 14, 2021, 11:09 AM IST

শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে এমনিতেই বিপাকে রাজস্থানের শিক্ষামন্ত্রী ৷ তার মধ্যেই শিক্ষাকর্মীদের নিয়ে তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ৷ কংগ্রেস যদিও এ নিয়ে নীরবতা পালন করছে ৷

more women staff in school, more fights, rajasthan minister draws flak
মহিলাদের নিয়ে মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

জয়পুর, 14 অক্টোবর: আন্তর্জাতিক কন্যাসন্তান দিবসেই নারীবিদ্বেষী তকমা সেঁটে গেল গায়ে । আলটপকা মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজস্থানের শিক্ষামন্ত্রী তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিংহ দোস্তারা (Govind Singh Dotasra) । যে সমস্ত স্কুলে মহিলা কর্মীর সংখ্যা বেশি, সেখানে ঝগড়া-ঝামেলা লেগে থাকে বলে মন্তব্য করেন তিনি ৷ তাতেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন গোবিন্দ ৷ সমালোচকদের মতে, শিক্ষামন্ত্রী নয়, তাঁকে ‘মূর্খ-মন্ত্রী’ বলে ডাকা উচিত ৷

সোমবার আন্তর্জাতিক কন্যাসন্তান দিবস উপলক্ষে জয়পুরে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘শিক্ষাবিভাগের প্রধান হিসেবে বলতে পারি, যে সমস্ত স্কুলে মহিলা কর্মীর সংখ্যা বেশি, সেখানে সারাক্ষণ ঝগড়া-ঝামেলা লেগেই থাকে ৷ কখনও ছুটি নিয়ে ঝগড়া, কখনও আবার ছোটখাটো নানা বিষয়ে ৷ এমন ঝামেলা হয় যে, অধ্যক্ষা এবং শিক্ষিকাদের স্যারিডন পর্যন্ত নিতে হয় ৷ এগুলো কাটিয়ে উঠতে পারলেই পুরুষদের চেয়ে মহিলারা অনেক এগিয়ে যাবেন ৷’’

আরও পড়ুন: Manmohan Singh : অসুস্থ হয়ে হাসপাতালে মনমোহন সিং

গোবিন্দের এই মন্তব্য নিয়েই বিতর্ক তৈরি হয়েছে ৷ তিনি নারীবিদ্বেষী মন্তব্য করেছেন বলে অভিযোগ বিজেপি-র জাতীয় সচিব অলকা গুর্জরের ৷ তিনি বলেন, ‘‘নারীবিদ্বেষী মন্তব্য করেছেন উনি ৷ এতেই বোঝা যায়, ওঁর চিন্তাভাবনা কতটা কলুষিত ৷ আজকের দিনে সব ক্ষেত্রে মহিলারা পুরুষদের সমান পারদর্শী ৷ পুরুষদের থেকে অনেক বেশি পরিশ্রম হয় তাঁদের ৷ পেশার সঙ্গে গার্হস্থ্য এবং সামাজিক দায়িত্বও পালন করতে হয়৷ ’’

রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন সুমনা শর্মাও গোবিন্দকে একহাত নিয়েছেন ৷ তাঁর কথায়, ‘‘উনি শিক্ষামন্ত্রী নন, মূর্খ-মন্ত্রী ৷ মন্ত্রীর চেয়ারে বসে এমন মন্তব্য করেন কোন আক্কেলে ৷ অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত ওঁর ৷’’

আরও পড়ুন: Lakhimpur Kheri Case : কেন্দ্রের সঙ্গে কথা বলার আশ্বাস রাষ্ট্রপতির, রাইসিনা থেকে বেরিয়ে জানাল কংগ্রেস

রাজ্য কংগ্রেস নেতৃত্বের তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা না হলেও, গোবিন্দ নিজের বিপদই বাড়ালেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ কারণ রাজ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষা রিট (রাজস্থান এলিজিবিলিটি একজাম ফর টিচার্স)-এর প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে এমনিতেই বেকায়দায় তিনি ৷ তার মধ্যে মহিলা শিক্ষাকর্মীদের নিয়ে এই ধরনের মন্তব্যে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.