ETV Bharat / bharat

নাবালককে একবছর ধরে ধর্ষণ কাকিমার, পকসো ধারায় দায়ের অভিযোগ

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 9:18 PM IST

Aunty Raped UP Boy: কাকিমার লালসার শিকার 16 বছরের নাবালক ৷ মুম্বইয়ের তারদেও এলাকার ঘটনা ৷ পকসো আইনে রুজু হয়েছে মামলা ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি

মুম্বই, 2 ডিসেম্বর: বছর ষোলোর কিশোরকে ধর্ষণ 40 বছর বয়সি মহিলার ৷ সম্পর্কে একবছর ধরে যৌন নির্যাতনের শিকার ওই নাবালক ৷ উত্তর প্রদেশ থেকে ওই নাবালক কিশোর মুম্বই এসেছিল এক আত্মীয়ের বাড়িতে ৷ সেখানেই থাকত নাবালক ৷ স্বামীর অনুপস্থিতিতে কাকিমা দীর্ঘদিন ধরে নাবালকের উপরে শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ পরিবারের ৷ এরপর কাকিমার বিরুদ্ধে তারদেও থানায় এফআইআর দায়ের করা হয়েছে ৷

জানা গিয়েছে, উত্তরপ্রদেশে থেকে মুম্বইয়ের তারদেও এলাকায় কাকু-কাকিমার বাড়িতে আসে ৷ নাবালক আসলে মুম্বই শহর দেখতে চেয়েছিল ৷ তাই নির্যাতিত বালকের বাবা-মা তাকে পাঠিয়ে দেন কাকু-কাকিমার বাড়িতে ৷ সেখানেই থাকত নাবালক ৷ অভিযোগ, নাবালক আসার বেশ কিছুদিন পর থেকেই কাকার অনুপস্থিতিতে কাকিমা ধর্ষণ করত তাকে ৷ অভিযোগ, নাবালককে নাকি মারধরও করত কাকিমা ৷ শুধু তাই নয়, মেরে ফেলার হুমকিও দিয়েছিল অভিযুক্ত কাকিমা ৷ পরিবারের দাবি, প্রথম দিকে নাবালক মুখ বুজে সহ্য করতে সবকিছু ৷ ভয়ে কাকুকে কিছু বলতে পারেনি ৷

ক্রমশ শারীরিক নির্যাতন বাড়তে থাকলে অত্যাচারিত নাবালক শেষমেশ তার মাকে জানায় ৷ এই ঘটনা জানার পর চমকে ওঠেন পরিবারের লোকেরা ৷ তড়িঘড়ি তাঁরা ছেলের কাছে মুম্বইয়ে চলে আসেন ৷ তারপরেই কাকিমার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ পাশাপাশি, যেহেতু নির্যাতিত নাবালক, তাই পকসো আইনেও মামলা রুজু করা হয়েছে ৷ সিনিয়র পুলিশ অফিসার বিবেক শিন্ডের তত্ত্বাবধানে শুরু হয়েছে তদন্ত ৷ তারদেও থানার অ্যাসিসট্যান্ট পুলিশ অফিসার শঙ্কর প্যাটেল বলেন, "দুদিন আগে ঘটনার কথা প্রকাশ্যে আসে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ আমরা এই বিষয়ে তদন্ত শেষ হলেই তারপর কিছু বলতে পারব ৷"

আরও পড়ুন:

1. মিড-ডে মিল খেয়ে অসুস্থ অন্তত 60 ছাত্রছাত্রী, প্রতিবাদে অভিভাবকরা

2. টানেল থেকে শ্রমিক উদ্ধার সফল, এবার প্রশ্ন সুড়ঙ্গে আটকে থাকা যন্ত্র ঘিরে!

3. সংঘর্ষবিরতি শেষ হতেই ইজরায়েলের হামলায় রক্তাক্ত গাজা, মৃত্যু শতাধিক!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.