ETV Bharat / bharat

প্রাণ প্রতিষ্ঠায় মুসলিম কারিগরদের তৈরি বিশেষ নূপুর পরবেন মাতা জানকী ও রামলালা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 2:11 PM IST

Special Payal for Mata Janaki and Shree Ram from Agra: রামলালার প্রাণ প্রতিষ্ঠায় মাতা জানকীর পায়ে শোভা পাবে ময়ূর কল্কার বিশেষ নূপুর জোড়া ৷ যা তৈরি করছেন আগ্রার মুসলিম কারিগররা ৷ কী বিশেষত্ব রয়েছে এই নূপুরে ?

Etv Bharat
সীতা মায়ের জন্য আগ্রার মুসলিম কারিগররা বিশেষ নূপুর তৈরি করছেন

সীতা মায়ের জন্য আগ্রার মুসলিম কারিগররা বিশেষ নূপুর তৈরি করছেন

আগ্রা, 7 জানুয়ারি: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন আর মাত্র কিছুদিনের অপেক্ষা ৷ এশিয়ার বৃহত্তম সোনার বাজারে মাতা জানকীর (সীতা) জন্য তৈরি হচ্ছে রূপোর নূপুর ৷ ময়ূরের কল্কায় তৈরি এই নূপুর 22 জানুয়ারি রামমন্দিরে অবস্থিত মাতা জানকীর চরণে দেখা যাবে ৷ বিশেষত্ব হল এই নূপুর তৈরি করছেন মুসলিম কারিগররা ৷ সম্পূর্ণ হয়ে গেলে তাঁরা এই নূপুর অযোধ্যায় নিয়ে যাবেন ।

22 জানুয়ারি অযোধ্যায় মন্দির উদ্বোধনের পর রামলালার অভিষেক হওয়ার কথা ৷ সেই কারণে ভগবান রামের মামারবাড়ি ছত্তিশগড় থেকে 3 হাজার কুইন্টাল চাল আসছে ৷ নেপালের জনকপুরে তাঁর শ্বশুরবাড়ি থেকে আসছে জামাকাপড়, ফল, বাদাম ও উপহার ৷ ইটা থেকে 2100 কেজির ঘণ্টা ৷ এছাড়াও গুজরাতের ভাদোদরা থেকে পৌঁছবে 108 ফুট লম্বা ধূপকাঠি ৷ একই সময়ে, এশিয়ার বৃহত্তম স্বর্ণ বাজার আগ্রার কারিগররা তাদের প্রিয় শ্রী রাম এবং মাতা জানকীকে এই রূপোর নূপুর উপহার দেবেন । প্রাণ প্রতিষ্ঠার দিন এখানকার স্বর্ণ ব্যবসায়ীরা অযোধ্যা যাবেন ।

এই প্রসঙ্গে আগ্রা স্বর্ণ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি নীতেশ আগরওয়াল বলেন যে, "500 বছর পরে আমাদের প্রিয় রামলালা তাঁর বিশাল মন্দিরে বসবেন । এমন পরিস্থিতিতে সুলহকুল শহর আগ্রা থেকে মাতা জানকী এবং ভগবান শ্রী রামের জন্য রূপোর নূপুর তৈরি করা হচ্ছে । এখানকার মুসলিম কারিগররা এগুলো তৈরি করছেন । এর ওজন 551 গ্রাম ৷ এতে থাকবে মা সীতার প্রিয় ময়ূরের মূর্তি । মুসলিম কারিগররা 6 ইঞ্চি এই রূপোর নূপুরের গোড়ালির কাছে একটি বড় ময়ূরের মূর্তি খোদাই করেছেন । ময়ূরের পালকে তৈরি হয়েছে চক্র । এতে একটি মোটর আছে । দুটি চাকাই ওই মোটর দিয়ে ঘুরবে । এতে নুপূরের সৌন্দর্য আরও বাড়বে । এর দাম 40 হাজার টাকা । আগ্রা স্বর্ণব্যবসায়ী অ্যাসোসিয়েশন এটি ভগবান শ্রী রামের কাছে উপহার হিসাবে হস্তান্তর করবে ।"

এই নূপুর তৈরি করা মনু প্রজাপতি জানান, তিনি 22 বছর ধরে নূপুর তৈরি করছেন । মাতা জানকীর জন্য নূপুর বানানোর সৌভাগ্য পেয়েছেন । এতটাই আনন্দিত তিনি যে, তাঁর মনে হচ্ছে 22 বছর আগে এই লক্ষ্যেই কাজ শুরু করেছিলেন তিনি । এতে ময়ূরের প্রতিকৃতি খোদাই করেছেন কারিগর ফাজিল আলি ।

গঙ্গা-যমুনা সংস্কৃতির একটি দুর্দান্ত উদাহরণ হল আগ্রা । সেই কথা মাথায় রেখেই মাতা জানকীর জন্য তৈরি করা হয়েছে রূপোর নূপুর ৷ এরপর ভগবান শ্রী রামের জন্যও নূপুর বানানো হবে ৷ আগ্রার সবচেয়ে ভালো নূপুর রামলালা এবং মাতা জানকীর পায়ের সৌন্দর্য বাড়িয়ে দেবে বলে বিশ্বাস তাঁদের ।

আরও পড়ুন :

1 ঘরে আসুন রামলালা, মন্দির প্রতিষ্ঠার দিনে সন্তান জন্মের ইচ্ছেপ্রকাশ যোগীরাজ্যের গর্ভবতীদের

2 রামলালার দর্শনের অপেক্ষায় বাবরি মসজিদ ধ্বংসের প্রথম ছবি তোলা চিত্রগ্রাহক

3 রামলালার পুজোয় সর্বধর্ম সমন্বয়ের বার্তা, অযোধ্যা থেকে রামজ্যোতি আনবেন সংখ্যালঘু মহিলা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.