ETV Bharat / bharat

Mysore Leopard Attack: মাইসরে চিতাবাঘের হামলায় যুবতীর মৃত্যু, গুলি করার নির্দেশ

author img

By

Published : Dec 2, 2022, 12:01 PM IST

Leopard Killed Young Woman in Mysore Forest Department Declared Compensation to Family
Leopard Killed Young Woman in Mysore Forest Department Declared Compensation to Family

চিতাবাঘের হামলায় যুবতীর মৃত্যু মাইসরের নারসিপুর তালুকে (Leopard Killed Young Girl in Mysore) ৷ ঘটনায় চিতাবাঘটিকে গুলি করে মারার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাইসর বন দফতরের সার্কেল অফিসার ৷ জানা গিয়েছে, কয়েকদিন আগে ওই এলাকায় আরেক ব্যক্তি চিতাবাঘের হামলায় মারা গিয়েছেন (Mysore Leopard Attacked) ৷

মাইসর, 2 ডিসেম্বর: মাইসরের নারসিপুর তালুকে চিতাবাঘের হামলায় যুবতীর মৃত্যু (Leopard Killed Young Girl in Mysore) ৷ ওই ঘটনার জেরে ওই চিতাবাঘটিকে গুলি করে মারার নির্দেশ দেওয়া হয়েছে ৷ এমনটাই জানিয়েছেন মাইসর বন দফতরের সার্কেল অফিসার মালতি প্রিয়া ৷ পাশাপাশি, মৃত যুবতী মেঘনার পরিবারকে সাড়ে 7 লক্ষ টাকা আর্থিক সাহায্য করার কথাও ঘোষণা করেছে প্রশাসন (Forest Department Declared Compensation to Family) ৷ জানা গিয়েছে, নভেম্বর মাসের শেষের দিকে এক ব্যক্তিও ওই চিতাবাঘের শিকার হয়েছেন ৷ যে ঘটনায় নিরাপত্তার দাবিতে ধরনা-বিক্ষোভে বসেছিলেন নারসিপুর তালুকের কেব্বেহুন্দি গ্রামের বাসিন্দারা ৷ আর তাঁদের সমর্থনে ধরনায় সামিল হন স্থানীয় বিধায়কও ৷

মেঘনা তাঁর বাড়ির পিছনে গিয়েছিলেন ৷ সেই সময় চিতাবাঘ তাঁর উপরে হামলা চালায় ৷ ঘটনায় গুরুতর জখম অবস্থায় মেঘনাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু, সেখানেই তিনি মারা যান ৷ তবে, এটাই প্রথম চিতাবাঘের হামলা নয় ৷ এর আগেও নারসিপুর তালুকের এমএল হুন্দি গ্রামের বাসিন্দা এক ব্যক্তি চিতাবাঘের হামলায় প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ ৷ পরপর দু’টি ঘটনার পর, গ্রামবাসীরা চিতাবাঘটিকে ধরার দাবিতে বিক্ষোভ শুরু করেন ৷ গ্রামবাসীদের সমর্থনে ওই বিক্ষোভে সামিল হন স্থানীয় বিধায়কও ৷

আরও পড়ুন: অবাক কান্ড! ভাল্লুকের খাঁচায় চিতাবাঘ

এর পরেই মাইসরের জেলাশাসক-সহ অন্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান ৷ মাইসর বনদফতরের সার্কেল অফিসার মালতি প্রিয়া জানিয়েছেন, মেঘনা নামে যে যুবতী চিতাবাঘের হামলায় মারা গিয়েছে, তাঁর পরিবারকে 7.5 লক্ষ চাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে ৷ পাশাপাশি, ঘাতক ওই চিতাবাঘটিকে গুলি করে মারার নির্দেশ দেওয়া হয়েছে ৷ মৃত মেঘনার বাড়িতে গিয়ে তিনি 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেবেন ৷ ওই চিতাবাঘটিকে নিয়ন্ত্রণে আনতে 15 জনের বিশষেজ্ঞ দল গঠন করা হয়েছে ৷ ওই দলটি নারসিপুর তালুকে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে ৷ ওই দলকে নির্দেশ দেওয়া হয়েছে, গ্রামের আশেপাশে চিতাবাঘটিকে দেখতে পেলে যাতে গুলি করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.