ETV Bharat / bharat

Watching Porn in Private Time: ব্যক্তিগত পরিসরে পর্ন দেখা অপরাধ নয়, জানাল কেরালা হাইকোর্ট

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 1:12 PM IST

Updated : Sep 13, 2023, 3:54 PM IST

Kerala High Court on Watching Porn in Private Time: রাস্তার পাশে বসে পর্নোগ্রাফিক ভিডিয়ো দেখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে কেরালা পুলিশ ৷ তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন অভিযুক্ত ৷ কেরালা হাইকোর্ট পুলিশের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে ৷ আদালতের বক্তব্য, কাউকে না-দেখিয়ে পর্নোগ্রাফিক ছবি ও ভিডিয়ো দেখা অপরাধ নয় ৷

Kerala HC
Kerala HC

কোচি, 13 সেপ্টেম্বর: অন্যকে না দেখিয়ে নিজের ব্যক্তিগত সময়ে পর্নোগ্রাফিক ছবি বা ভিডিও দেখা আইনত কোনও অপরাধ নয় ৷ কারণ, এটা কারও ব্যক্তিগত পছন্দের বিষয় হিসেবে ধরতে হবে ৷ একটি মামলার শুনানিতে কেরালা হাইকোর্ট এই কথা জানিয়েছে ৷ আদালত আরও জানিয়েছে, এই ধরনের কাজকে অপরাধ হিসাবে ঘোষণা করা মানে একজন ব্যক্তির গোপনীয়তা ও তাঁর ব্যক্তিগত পছন্দে হস্তক্ষেপের সমান ।

2016 সালে কেরালার আলুভা প্যালেস এলাকা থেকে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে ৷ অভিযোগ, বছর 33 এর ওই ব্যক্তি রাস্তার পাশে বসে মোবাইল ফোনে পর্ন ভিডিয়ো দেখছিলেন ৷ অভিযুক্ত ব্যক্তি আদালতের দ্বারস্থ হন ৷ তিনি তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর ও মামলা বাতিলের আবেদন জানান ৷ সেই মামলাতেই কেরালা হাইকোর্টের বিচারপতি পি ভি কুনহিকৃষ্ণান এই নির্দেশ দেন ৷ একই সঙ্গে তিনি ভারতীয় দণ্ডবিধির 292 ধারার অধীনে অশ্লীলতার ওই মামলাও বাতিল করেছেন ৷

আদালত জানিয়েছে, পর্নোগ্রাফি বহু শতাব্দী ধরে প্রচলিত ৷ নতুন ডিজিটাল যুগে এটাকে আরও সহজলভ্য করেছে, এমনকি শিশুদের কাছেও । তাই আদালতের বক্তব্য, এই ক্ষেত্রে প্রশ্ন হল যে একজন ব্যক্তি তাঁর ব্যক্তিগত সময়ে একটি পর্ন ভিডিয়ো অন্যকে না দেখিয়ে যদি দেখেন, তাহলে কি তা অপরাধ ? এটাকে অপরাধ হিসেবে ঘোষণা করলে, তা ওই ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে ৷ কারণ, ওই ব্যক্তি প্রকাশ্যে পর্ন ভিডিয়ো দেখছিলেন, এমন কোনও প্রমাণ নেই ৷

আদালত জানিয়েছে যে সেই কারণে ভারতীয় দণ্ডবিধির 292 ধারায় অশ্লীলতার অপরাধে ওই ব্যক্তিকে অভিযুক্ত করা যাবে না ৷ যদি তিনি পর্ন দেখার পাশাপাশি তা ছড়িয়ে দিতেন, তাহলে সেটা আইনের ওই ধারায় অশ্লীলতার অপরাধ হিসেবে বিবেচিত হত ৷

আরও পড়ুন: লিভ-ইন সম্পর্কে থাকা মহিলাও করতে পারেন গার্হস্থ্য হিংসার মামলা: কেরালা হাইকোর্ট

একই সঙ্গে বিচারপতি ভি কুনহিকৃষ্ণান শিশুদের হাতে মোবাইল না দেওয়ার জন্য অভিভাবকদের সতর্ক করেছেন ৷ শুনানিতে তিনি উল্লেখ করেন, এর পিছনের বিপদ সম্পর্কে অভিভাবকদের সচেতন হতে হবে । মা-বাবার সামনেই শিশুর সংবাদ বা অন্য তথ্যসমৃদ্ধ ভিডিয়ো মোবাইলে দেখতে পারে ৷ কিন্তু মা-বাবার অনুপস্থিতিতে মোবাইল ব্যবহারের অনুমতি দেওয়া উচিত নয় ৷ কারণ, এভাবেই শিশুদের হাতে পর্নোগ্রাফিক ভিডিয়ো পৌঁছে যাচ্ছে, যা মোবাইলে খুব সহজলভ্য ৷ একই সঙ্গে আদালতের পরামর্শ, ফুড ডেলিভারি অ্যাপ থেকে খাবার অর্ডার না করে মা-বাবার উচিত শিশুদের নিজের হাতে রান্না করা খাবার খাওয়ানো ৷ মাঠে খেলতে পাঠানো ৷

সংবাদসংস্থা - পিটিআই

Last Updated : Sep 13, 2023, 3:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.