ETV Bharat / bharat

Kashmir killings: 400 জনের বেশি আটক, 40 শিক্ষককে সমন এনআইএ-র

author img

By

Published : Oct 11, 2021, 6:57 AM IST

সূত্রের খবর, ঘটনার গুরুত্ব বুঝে কেন্দ্রের তরফে তদন্তের জন্য এনআইএ-র শীর্ষ আধিকারিকদের পাঠানো হয়েছে কাশ্মীর উপত্যকায় ৷ তাছাড়া জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে ৷

kashmir-killings-over-400-people-detained-40-teachers-also-summoned
Kashmir killings: 400 জনের বেশি আটক, 40 শিক্ষককে সমন এনআইএ-র

শ্রীনগর, 11 অক্টোবর : কাশ্মীরে গত কয়েকদিনে পর পর বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে ৷ এই ঘটনার তদন্তে নেমে 40 জন শিক্ষককে সমন পাঠাল পুলিশ ও এনআইএ (NIA) ৷ সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্রের দাবি, খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্তভার তুলে দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে ৷ যে 40 জন শিক্ষককে সমন পাঠানো হয়েছে, তাঁরা শ্রীনগরের (Srinagar) বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন বলে খবর ৷

আরও পড়ুন : Shot Dead : শ্রীনগরে স্কুলে ঢুকে দুই শিক্ষককে গুলি করে খুন

এদিকে জানা গিয়েছে যে গত সপ্তাহের ওই একাধিক নাগরিক খুনের ঘটনায় কাশ্মীর উপত্যকায় (Kashmir Valley) শতাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে ৷ অন্তত 400 জনকে আটকও করা হয়েছে ৷ প্রত্যেকের বিরুদ্ধেই জামাত-ই-ইসলামি (Jamaat-e-Islami) ও তেহরিক-ই-হুরিয়তের (Tehreek-e-Hurriyat) যোগসাজশ রয়েছে বলে খবর ৷ তাঁরা প্রত্য়েকেই জঙ্গিদের বিভিন্নভাবে সাহায্য করেন বলে জানা গিয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে জঙ্গিরা গত সপ্তাহে সাতজনকে হত্যা করেছে, তাদের পরিচয় এখনও পুলিশের কাছে অধরা ৷ তবে যাঁরা নিহত হলেন, তাঁদের পরিচয় পুলিশ জানতে পেরেছে ৷ পুলিশ সূত্রে খবর, সাতজনের মধ্যে চারজন হিন্দু ও একজন শিখ ছিলেন ৷ তালিকায় দীপক চাঁদ ও সতিন্দর কৌর নামে দুই সরকারি শিক্ষক রয়েছেন ৷ এছাড়া মাখন লাল বিন্দ্রো নামে একজন ওষুধ ব্যবসায়ীকেও খুন করা হয় ৷ এছাড়া খুন করা হয়েছে মহম্মদ সফি লোন নামে বান্দিপোরার এক বাসিন্দাকে ৷ শ্রীনগরে রাস্তায় বিহারের বাসিন্দা বীরেন্দর পাসোয়ান নামে একজনকে খুন করা হয়েছে ৷

আরও পড়ুন : Pushpak Express Gangrape : চলন্ত ট্রেনে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আট অভিযুক্ত

সূত্রের খবর, ঘটনার গুরুত্ব বুঝে কেন্দ্রীয় সরকারের তরফে তদন্তের জন্য এনআইএ-র শীর্ষ আধিকারিকদের পাঠানো হয়েছে ভূস্বর্গে ৷ মূলত তাঁরাই আপাতত তদন্তের দিকনির্দেশ ঠিক করছেন ৷ কীভাবে হত্যার ঘটনা ভবিষ্যতে আটকানো যায়, তারও পরিকল্পনা করছেন তাঁরা ৷ কেন্দ্রের তরফে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.