ETV Bharat / bharat

Mission Gaganyaan: মিটল ইঞ্জিনের সমস্যা, গগনযানের সফল উৎক্ষেপণ করল ইসরো

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 9:15 AM IST

Updated : Oct 21, 2023, 11:24 AM IST

গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ হল ৷ প্রথমে সকাল 8টায় উৎক্ষেপণ হবে এমনটাই জানিয়েছিল ইসরো ৷ পরে তা 8.30 মিনিট, এবং তারও পরে 8.45 মিনিট করা হয় ৷ এরপর শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায় গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ ৷ কিন্তু সকাল 10টায় শ্রীহরিকোটা থেকে গগনযান উৎক্ষেপণ হয় ৷

ETV Bharat
গগনযানের উৎক্ষেপণ

শ্রীহরিকোটা, 21 অক্টোবর: সব বাধা কাটিয়ে শেষে গগনযানের সফল উৎক্ষেপণ করল ইসরো ৷ শনিবার সকালে 10টা নাগাদ শ্রীহরিকোটা থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিল গগনযান ৷ ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ বলেন, "আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, গগনযান টিভি-ডি1 মিশনের সফল উৎক্ষেপণ করা সম্ভব হয়েছে ৷"

শনিবার সকাল 8টায় গগনযানের উৎক্ষেপণের থাকলেও প্রথমে তা হয়নি ৷ ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ জানান, যান্ত্রিক ত্রুটির কারণে গগনযানের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না ৷ ইঞ্জিন যে পদ্ধতিতে উত্তপ্ত হয়, তেমনটা হয়নি বলেই আপাতত গগনযানের এই উৎক্ষেপণ স্থগিত করা হল ৷ এদিন তিনি বলেন, "ভেহিকলের কোনও ক্ষতি হয়নি ৷ কোথায় গোলমাল হয়েছে, আমাদের তা খুঁজে বের করতে হবে ৷"

প্রথমে, শনিবার সকাল 8টা নাগাদ গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে, এমনটাই জানিয়েছিল মহাকাশ গবেষণা সংস্থা ৷ সকালে উৎক্ষেপণের কিছু আগে ইসরো সোশাল মিডিয়ায় জানায়, সকাল 8.30 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে যাত্রা করবে গগনযান ৷ পরে আবহাওয়ার সমস্যার জন্য 8.45 মিনিটে উৎপেক্ষপণের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দেখা যায় ইঞ্জিনের কিছু সমস্যা হয়েছে। সেই কারণে উৎক্ষেপণ স্থগিত হয়ে যায় ৷ পরে জানানো হয়, সকাল 10টায় ফের উৎক্ষেপণ করা হবে ৷

  • The countdown is held at -30 minutes.
    Will update once it is released.

    — ISRO (@isro) October 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সকালের দিকে ইসরো তাদের এক্স (টুইটার) হ্যান্ডেলে আরও জানায়, টেস্ট ভেহিকল ডি1 মিশন প্রথম লঞ্চ প্যাড থেকে সকাল 8টায় উৎক্ষেপণের কথা থাকলেও তা পিছিয়ে সকাল 8.30 টা করা হয়েছে ৷ তবে কেন এই সময় বদলানো হল, সেই কারণ জানা যায়নি ৷ তবে সূত্রের খবর, হয়তো মেঘলা আবহাওয়া, বৃষ্টির জন্য সময়ে পরিবর্তন করা হয়েছে ৷ এই পোস্টে প্রকাশ্যে আসার কিছুক্ষণ পর জানা যায়, 8.45 মিনিটে উৎক্ষেপণ হবে গগনযানের ৷ কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় গগনযান উৎক্ষেপণ ৷

  • #WATCH | Gaganyaan’s First Flight Test Vehicle Abort Mission-1 (TV-D1) launch on hold

    ISRO chief S Somnath says, The lift-off attempt could not happen today...engine ignition has not happened in the nominal course, we need to find out what went wrong. The vehicle is safe, we… pic.twitter.com/wIosu113oT

    — ANI (@ANI) October 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল সন্ধ্যা 7.30 মিনিটে গগনযানের কাউন্টডাউন শুরু হয় ৷ মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা নিয়েছে ভারত ৷ সেই মিশনে ঝুঁকি কতটা, মহাকাশচারীর নিরাপত্তা- এরকম আরও নানাবিধ বিষয়ে নিশ্চিত হতেই এই পরীক্ষামূলক উৎক্ষেপণ ৷ এই পরীক্ষায় একটি সিঙ্গল-স্টেজ লিকুইড প্রপালশন রকেট উৎক্ষেপণ করার কথা ছিল ৷ এর মধ্যে রয়েছে ক্রিউ মডিউল এবং ক্রিউ এসকেপ সিস্টেম ৷ এদিকে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ দেখতে বহু স্কুল থেকে পড়ুয়ারা ভিড় জমিয়েছিল সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারে ৷ তবে আপাতত তা স্থগিত হয়ে গেল।

আরও পড়ুন: চাঁদের মাটিতে জাগবে না বিক্রম-প্রজ্ঞান, মত ইসরোর প্রাক্তন প্রধানের

Last Updated : Oct 21, 2023, 11:24 AM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.