ETV Bharat / bharat

First Left-Hand Driving Track: উপসাগরীয় দেশে চালকের চাকরি! বারাণসীতেই বিশেষ প্রশিক্ষণের সুযোগ

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 7:58 AM IST

Updated : Nov 14, 2023, 9:14 AM IST

ETV Bharat
ভারতের প্রথম বাঁ-দিকে স্টিয়ারিংয়ে গাড়ি চালানোর ট্র্যাক

বিদেশে গাড়ির স্টিয়ারিং থাকে বাঁ-দিকে ৷ তাই অন্য দেশে গিয়ে গাড়ি চালাতে গেলে বিশেষ প্রশিক্ষণ দরকার ৷ তরুণদের এই প্রশিক্ষণ দিতে বারাণসীতে তৈরি হচ্ছে গাড়ি চালানোর বিশেষ ট্র্যাক ৷

বারাণসী, 14 নভেম্বর: দেশে গাড়ির স্টিয়ারিং ডান দিকে থাকলেও, উপসাগরীয় দেশগুলিতে এবং ইউরোপের বহু জায়গায় তা থাকে বাঁদিকে ৷ আর এই সমস্ত দেশে ভারত থেকে বহু তরুণ গাড়ি চালাতে যান ৷ সেখানে গাড়ি চালানোকে পেশা হিসেবে গ্রহণ করেন ৷ তবে উপযুক্ত প্রশিক্ষণ না থাকায় তাঁদের প্রথমদিকে সমস্যায় পড়তে হয়। এবার দেশেই সেই প্রশিক্ষণ মিলবে ৷ বারাণসীতে তৈরি হচ্ছে বিশেষ ট্র্যাক। সেখানে তরুণরা বাঁদিকে স্টিয়ারিংয়ে বসে গাড়ি চালানো শিখতে পারবেন ৷ তার জেরে বিদেশে চালকের চাকরি পেতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

এই প্রশিক্ষণের পর তাঁরা উপসাগরীয় দেশগুলিতে গিয়ে গাড়ি চালানোর কাজ করতে পারবেন ৷ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এই ট্র্যাক তৈরি করছে করাউন্দির আইটিআইতে ৷ প্রজেক্টের ম্যানেজার অমিত কুমার বলেন, "এই ট্র্যাক নির্মাণে প্রায় 1 কোটি টাকা খরচ হবে ৷ নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের প্রথমে এর কাজ শুরু হয়ে যাবে ৷ আশা করা যায়, এক-দেড় মাসের মধ্যে ট্র্যাক নির্মাণের কাজটি শেষ হবে ৷

তিনি আরও জানান, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ট্র্যাক তৈরির কাজ শেষ হতে পারে ৷ তারপর ওই মাসের শেষ দিকে বা ফেব্রুয়ারির প্রথমে প্রথম দফায় 15 জন করে দু'টি দলকে বাঁ-দিকে স্টিয়ারিংয়ে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে ৷ অমিত বলেন, "আমরা চেষ্টা করব যাতে 30 জন প্রশিক্ষিত যুবক বিদেশে গিয়ে চাকরি পান ৷ বিদেশের মাটিতে গিয়ে অনেক বেশি আয় করতে পারবেন তরুণরা ৷ আর এইভাবে দেশে বিদেশি মুদ্রা দেশে এলে, দেশেরও উপকার হবে ৷"

আইটিআই কারাউন্দির এই ট্র্য়াকের দু'পাশে থাকবে সবুজ গাছগাছালি ৷ এই ট্র্যাকে 3-4টি টার্ন বা মোড় থাকবে ৷ গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে আসা যুবকদের প্রথমে থিওরির পড়ানো হবে ৷ 15 দিন ধরে এই থিওরি পড়ানোর পর হাতে-কলমে বাঁ-দিকে স্টিয়ারিংয়ের গাড়ি চালানোর প্রশিক্ষণ শুরু হবে ৷ প্রশিক্ষণের এই অংশটিও চলবে 15 দিন ধরে ৷ নতুুন এই উদ্যোগ তরুণদের আগামিদিনে কতটা সাহায্য করে সেটাই এখন দেখার।


আরও পড়ুন:

1. এইসব দেশে আপনি ভারতীয় ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালাতে পারেন

2. ঘন কুয়াশাতেও নিরাপদে গাড়ি চালানো সম্ভব, মনে রাখুন এই সমস্ত টিপস

3. ঘুম পাচ্ছে ? কর্ণাটকের এক ছাত্রী তৈরি করেছে ঘুম তাড়ানার যন্ত্র

Last Updated :Nov 14, 2023, 9:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.