ETV Bharat / bharat

India's Biggest Drone Show: গোরক্ষপুরে অনুষ্ঠিত হতে চলেছে দেশের সবচেয়ে বড় ড্রোন শো

author img

By

Published : Dec 19, 2022, 1:23 PM IST

কাকোরি ট্রেন অ্যাকশনের (Kakori Train Action) আত্মত্যাগের স্মরণে, গোরক্ষপুরে অনুষ্ঠিত হতে চলেছে দেশের সবচেয়ে বড় ড্রোন শো (India's Biggest Drone Show in Gorakhpur) । 750টি ড্রোনের রঙিন আভায় ফুটিয়ে তোলা হবে স্বাধীনতা সংগ্রামের কথা ৷

India's Biggest Drone Show
দেশের সবচেয়ে বড় ড্রোন শো গোরক্ষপুরে

গোরক্ষপুর, 19 ডিসেম্বর: কাকোরি ট্রেন অ্যাকশনের (Kakori Train Action) আত্মত্যাগকে স্মরণ রেখে গোরক্ষপুরে অনুষ্ঠিত হতে চলেছে দেশের সবচেয়ে বড় ড্রোন শো । 750টি ড্রোনের রঙিন আভায় জীবন্ত হয়ে উঠবে স্বাধীনতা সংগ্রামের কথা ৷ আজ বিকেল 5টায় রামগড়তলের কাছে মহন্ত দিগ্বিজয়নাথ স্মৃতি পার্কে এই অনুষ্ঠান হবে (India's Biggest Drone Show in Gorakhpur) । এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (CM Yogi in Gorakhpur) পাশাপাশি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি এবং রাজ্য সরকারের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং ।

গোরক্ষপুরে মুখ্যমন্ত্রী যোগীর উপস্থিতিতে রাজ্য সরকার কাকোরি ট্রেন অ্যাকশনের নায়কদের স্মরণ করে 15 থেকে 19 ডিসেম্বর কাকোরি বলিদান দিবস উদযাপন করছে । অমর যোদ্ধা পণ্ডিত রামপ্রসাদ বিসমিলের (Ram Prasad Bismil) আত্মত্যাগ দিবস এই 19 ডিসেম্বর ।

আরও পড়ুন: গার্লিককে নিধনের পর পটাশিয়াম সায়ানাইড সেবন, স্বাধীনতার গৌরবগাথায় অমলিন কানাইলালের সংগ্রাম

1927 সালের এই তারিখে আজকের দিনে তিনি গোরক্ষপুর জেলে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছিলেন । 750টি ড্রোন থেকে তাঁর সাহসিকতার কথা স্মরণ করে তাঁকে শ্রদ্ধা জানানো হবে । ড্রোন শোতে, 1857 সালের গুরু গোরক্ষনাথের তপোভূমি থেকে শুরু করে 1947 সালের 15 অগাস্ট স্বাধীনতার তারিখ পর্যন্ত বিভিন্ন ঘটনা এবং এর সঙ্গে জড়িত বিপ্লবীদের আত্মত্যাগের বিষয়গুলি নিয়ে বর্ণনা করা হবে । 750টি ড্রোনের মাধ্যমে মিউজিক, লেজার লাইট এবং রঙিন অ্যাক্রোব্যাটিকস উপস্থাপন করা হবে জানা গিয়েছে ।

অমর শহিদ বন্ধু সিং, পণ্ডিত রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান, ঠাকুর রওশন সিং-সহ চৌরিচৌরা প্রতিশোধের শতবর্ষে সারা আকাশ আলোকিত হবে ভারত মাতার সন্তানদের নিয়ে, যাঁরা দেশকে স্বাধীন করতে জীবন উৎসর্গ করেছিলেন । এর আগে 2021 সালের 20 ডিসেম্বর লখনউয়ের রেসিডেন্সিতে 500টি ড্রোনের একটি শো করা হয়েছিল ৷ যা অমর বলিদানের বীরত্বপূর্ণ কাহিনী প্রদর্শন করে ।

আরও পড়ুন: শ্রমিকদের পাশে দাঁড়াতে চাবুক নিয়ে যেতেন ইংরেজদের 'যম' বিমল প্রতিভাদেবী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.