ETV Bharat / bharat

Indian Army: সরকার নির্দেশ দিলেই সেনা তৈরি, পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়ে দাবি সেনা কর্তার

author img

By

Published : Nov 22, 2022, 11:03 PM IST

পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারে তৈরি সেনা, সরকারের নির্দেশের অপেক্ষা ৷ এমনটাই দাবি করেছেন নর্দান আর্মির কমান্ডার লেফটানেন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Lieutenant General Upendera Dwivedi)৷

ETV Bharat
Indian Army on PoJK

পুঞ্চ, 22 নভেম্বর: কয়েকদিন আগেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মুখে শোনা গিয়েছিল পাক অধিকৃত কাশ্মীর দখলের কথা ৷ পাকিস্তানের অধীনে থাকা জম্মু-কাশ্মীরের অংশ ফেরানো নিয়ে সংসদেও প্রস্তাব পাশ হয়েছে আগে ৷ এবার এই বিষয়টি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন এক সেনা কর্তা ৷ নর্দান আর্মির কমান্ডার লেফটানেন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দাবি করেছেন সেনা বাহিনী তৈরি আছে ৷ সরকার নির্দেশ দিলেই পাক অধিকৃত কাশ্মীর উদ্ধারে ঝাঁপাবেন জওয়ানরা (indian army is ready to taking back PoJK says Lieutenant General Upendera Dwivedi) ৷

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এই সেনা আধিকারিক আরও জানান, 300-এর উপরে জঙ্গি এই মুহূর্তে সক্রিয় রয়েছে জম্মু-কাশ্মীরে ৷ তাদের মধ্যে 82 জন বিদেশী, 53 জন স্থানীয় জঙ্গি ৷ বাকিদের পরিচয় জানা যায়নি (terrorists in Jammu and Kashmir)৷

  • #WATCH | As far as the Indian Army is concerned, it'll carry out any order given by the Government of India. Whenever such orders are given, we will always be ready for it: Lt Gen Upendra Dwivedi, Northern Army Commander on Defence Minister statement of taking back PoJK pic.twitter.com/iILZWiDVnF

    — ANI (@ANI) November 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বাহিনীকে বিয়েতে আমন্ত্রণ দম্পতির, ডেকে এনে সংবর্ধনা সেনার

এই সেনা আধিকারিকের দাবি, জঙ্গিরা 20 বছরের কম বয়সিদের তাদের সংগঠনের জন্য নিয়োগ করছে ৷ এই সংখ্যা প্রায় 25 শতাংশ ৷ বাকি 75 শতাংশ 20 থেকে 30 বছর বয়সি ৷ অভিভাবকদের তাঁদের সন্তানের প্রতি নজর রাখার পরামর্শ দিয়েছেন লেফটানেন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ৷

পুঞ্চ, 22 নভেম্বর: কয়েকদিন আগেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মুখে শোনা গিয়েছিল পাক অধিকৃত কাশ্মীর দখলের কথা ৷ পাকিস্তানের অধীনে থাকা জম্মু-কাশ্মীরের অংশ ফেরানো নিয়ে সংসদেও প্রস্তাব পাশ হয়েছে আগে ৷ এবার এই বিষয়টি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন এক সেনা কর্তা ৷ নর্দান আর্মির কমান্ডার লেফটানেন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দাবি করেছেন সেনা বাহিনী তৈরি আছে ৷ সরকার নির্দেশ দিলেই পাক অধিকৃত কাশ্মীর উদ্ধারে ঝাঁপাবেন জওয়ানরা (indian army is ready to taking back PoJK says Lieutenant General Upendera Dwivedi) ৷

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এই সেনা আধিকারিক আরও জানান, 300-এর উপরে জঙ্গি এই মুহূর্তে সক্রিয় রয়েছে জম্মু-কাশ্মীরে ৷ তাদের মধ্যে 82 জন বিদেশী, 53 জন স্থানীয় জঙ্গি ৷ বাকিদের পরিচয় জানা যায়নি (terrorists in Jammu and Kashmir)৷

  • #WATCH | As far as the Indian Army is concerned, it'll carry out any order given by the Government of India. Whenever such orders are given, we will always be ready for it: Lt Gen Upendra Dwivedi, Northern Army Commander on Defence Minister statement of taking back PoJK pic.twitter.com/iILZWiDVnF

    — ANI (@ANI) November 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বাহিনীকে বিয়েতে আমন্ত্রণ দম্পতির, ডেকে এনে সংবর্ধনা সেনার

এই সেনা আধিকারিকের দাবি, জঙ্গিরা 20 বছরের কম বয়সিদের তাদের সংগঠনের জন্য নিয়োগ করছে ৷ এই সংখ্যা প্রায় 25 শতাংশ ৷ বাকি 75 শতাংশ 20 থেকে 30 বছর বয়সি ৷ অভিভাবকদের তাঁদের সন্তানের প্রতি নজর রাখার পরামর্শ দিয়েছেন লেফটানেন্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.