ETV Bharat / bharat

Corona in India : গত 24 ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ সামান্য কমলেও বেড়েছে মৃত্যু

author img

By

Published : Nov 7, 2021, 10:26 AM IST

Updated : Nov 7, 2021, 2:20 PM IST

গত চব্বিশ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 10 হাজার 853 জন ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 10 হাজার 929 জন ৷ গত 24 ঘণ্টায় 526 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছেন ৷ দেশে করোনা থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে 98.23 শতাংশ৷ যা এবছরের মার্চ মাসের পর সর্বোচ্চ ৷ পাশাপাশি কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও ৷ বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 1 লক্ষ 44 হাজার 845 জন৷ যা গত 260 দিনের মধ্যে সর্বনিম্ন ৷

Corona in India
দেশে আরও কমল দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল মৃত্যু

নয়াদিল্লি, 7 নভেম্বর : দেশে আরও কমল করোনার দৈনিক সংক্রমণ ৷ রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 10 হাজার 853 জন ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 10 হাজার 929 জন ৷ সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা ৷

গত চব্বিশ ঘণ্টায় দেশে বেড়েছে মৃতের সংখ্যা ৷ স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় 526 জন মারা গিয়েছেন ৷ আগের দিন 392 জন রোগী মারা গিয়েছিলেন ৷ এপর্যন্ত দেশে মোট 4 লক্ষ 60 হাজার 791 জন করোনা সংক্রামিত রোগী মারা গেলেন ৷

আরও পড়ুন : Maharashtra Hopital Fire : হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের

দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 1 লক্ষ 44 হাজার 845 জন, যা গত 260 দিনের মধ্যে সর্বনিম্ন ৷ গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 12 হাজার 432 জন ৷ দেশে এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট 3 কোটি 37 লক্ষ 49 হাজার 900 জন ৷ সুস্থতার হার বেড়ে হয়েছে 98.23 শতাংশ, যা চলতি বছরের মার্চ মাসের পর সর্বোচ্চ ৷

দেশে এখনও পর্যন্ত 108 কোটি 21 লক্ষ 66 হাজার 365টি ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Last Updated : Nov 7, 2021, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.