ETV Bharat / bharat

US UNGA : পাক-অধিকৃত কাশ্মীর থেকে সরে যাক পাকিস্তান, রাষ্ট্রসংঘে দাবি ভারতের

author img

By

Published : Sep 25, 2021, 9:25 AM IST

Updated : Sep 25, 2021, 3:30 PM IST

ভারতের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে
ভারতের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে

ভারতের সঙ্গে সম্পর্ক ভাল করার জন্য সচেতন হতে হবে ইমরান খানের সরকারকে ৷ তারা দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের বেশ কিছু অংশ দখল করে রেখেছে ৷ ইউএনজিএ-র সভায় পাকিস্তান তথা ইমরান খানকে একহাত নিলেন স্নেহা দুবে ৷ এদিকে আজই প্রধানমন্ত্রীর বক্তৃতা দেওয়ার কথা ৷

নিউ ইয়র্ক, 25 সেপ্টেম্বর : বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরির জন্য ভারত নয়, পাকিস্তানকে সচেতন ভাবে কাজ করতে হবে ৷ ইউএনজিএ-তে (United Nations General Assembly, UNGA) বললেন ভারতের ফার্স্ট সেক্রেটারি (First Secretary) স্নেহা দুবে (Sneha Dubey) ৷ গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী (Pakistan Prime Minister) ইমরান খান (Imran Khan) ইউএনজিএ-তে ভার্চুয়ালি বক্তৃতা দেন ৷ সেখানে তিনি জানান, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক অনুকূল করার দায় ভারতের ৷ আর তিনি উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ায় (South Asia) দীর্ঘস্থায়ী শান্তি তখনই সম্ভব, যখন জম্মু-কাশ্মীর বিতর্কের অবসান হবে ৷ পাকিস্তান ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে উৎসাহী ৷

এর উত্তরে "রাইট টু রিপ্লাই"-তে (Right to Reply) পাকিস্তান আর সন্ত্রাস নিয়ে ভারতের দুশ্চিন্তার কথা তুলে ধরলেন ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে ৷ পাশাপাশি প্রকাশ্যে প্রধানমন্ত্রী ইমরান খানকে একপ্রকার তুলোধনা করলেন তিনি ৷ আজ রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার আগে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হল ইউএনজিএ-র সভায় ৷

আরও পড়ুন : US Quad Summit : ওয়াশিংটনে প্রথম কোয়াড সম্মেলনকে ‘দলবাজি’ বলে সমালোচনা চিনের

স্নেহা জানান, এটা খুব দুঃখের যে, পাকিস্তান রাষ্ট্রসংঘে ভারতের সম্পর্কে ভুল তথ্য বলে এর অপব্যবহার করছে ৷ পাকিস্তান যে জঙ্গিদের আশ্রয়স্থল, তারা সব দিক দিয়ে জঙ্গিদের সাহায্য করে, এর দীর্ঘ ইতিহাস রয়েছে ৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) নিষিদ্ধ তালিকাভুক্ত সবচেয়ে বেশি সংখ্যক জঙ্গি সংগঠনকে অতিথি হিসেবে দেশে রাখার রেকর্ড রয়েছে পাকিস্তানের ৷ দুবে 9/11-র হামলার কথা উল্লেখ করে জানান, ক'দিন আগে সারা বিশ্বে 9/11-র 20 বছর পালিত হয়েছে ৷ দুনিয়া ভুলে যায়নি এই হামলার প্রধান ওসামা বিন লাদেন পাকিস্তানে আশ্রয় পেয়েছিল ৷ এমনকি এখনও সেই দেশে লাদেনকে শহিদ হিসেবে গৌরবান্বিত করা হয় ৷

জম্মু-কাশ্মীর প্রসঙ্গে দুবে জোর দিয়ে বলেন, "জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল ৷ ভারতের অবিচ্ছেদ্য অংশ ৷ এখনও রয়েছে, ভবিষ্যতেও থাকবে ৷ বরং পাকিস্তান এর বেশ কিছু অংশ দখল করে রেখেছে ৷" তিনি বলেন, "আমরা এখুনি এই অধিকৃত অংশ থেকে পাকিস্তানকে সরে যাওয়ার কথা জানাচ্ছি ৷" পাকিস্তানে বসবাসকারী শিখ, হিন্দু, খ্রিস্টানদের মতো সংখ্যালঘু সম্প্রদায় সব সময় আতঙ্কে থাকে ৷ পাকিস্তান সরকার তাদের অবদমিত করে রাখে বলেও সভায় খোলাখুলি জানান তিনি ৷

Last Updated :Sep 25, 2021, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.