ETV Bharat / bharat

India bans 54 Chinese apps : সুরক্ষায় ঝুঁকিপূর্ণ আরও 54 চিনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র

author img

By

Published : Feb 14, 2022, 1:33 PM IST

সুরক্ষায় ঝুঁকি (security threat) থাকায় আরও 54 চিনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার (India bans 54 more Chinese apps) ৷ বিবৃতি দিয়ে একথা জানিয়েছে ইলেকট্রনিকস ও তথ্য প্রযুক্তি মন্ত্রক ৷

india-bans-54-more-chinese-apps-citing-security-threat
থাম্বনেইল

নয়াদিল্লি, 14 ফেব্রুয়ারি: আরও 54টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার (India bans 54 more Chinese apps) ৷ জানা দিয়েছে, দেশের সুরক্ষার জন্য ঝুঁকিপূর্ণ (security threat) বলে মনে হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ ইলেকট্রনিকস ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের (electronics and information technology ministry statement) তরফে বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ৷

যে 54টি চিনা অ্যাপ নিষিদ্ধ (Chinese apps banned) করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, বিউটি ক্যামেরা: সুইট সেলফি এইচডি, বিউটি ক্যামেরা - সেলফি ক্যামেরা, ইকুইলাইজার অ্যান্ড ব্যাস বুস্টার, ক্যামকার্ড ফর সেলসফোর্স এন্টারটেইনমেন্ট, আইসোল্যান্ড 2: অ্যাশেস অফ টাইম লাইট, ভিভা ভিডিয়ো এডিটর, টেনসেন্ট স্রাইভার, অনমিয়োজি চেস, অ্যাপলক, ডুয়াল স্পেস লাইট ৷

আরও পড়ুন: India-China talks focused on disengagement: ভারত-চিনের 13 ঘণ্টার বৈঠকে হট স্প্রিংয়ে সেনা সরানোয় জোর

2020 সালে পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর দু‘দেশের সম্পর্কের আরও অবনতি ঘটে ৷ তার পরপরই জুন মাসে প্রথম দফায় চিনা অ্যাপ নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার ৷ দেশের সুরক্ষা ও সার্বভৌমত্বে আঘাত হানার অভিযোগে 59টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে সরকার ৷ সেই তালিকায় ছিল টিকটক, উইচ্যাট, হেলোর মতো জনপ্রিয় কিছু অ্যাপ ৷

আরও পড়ুন : Indo China conflict: চিনকে পাল্টা দিতে সীমান্তে সড়ক-সেতু নির্মাণে মনোযোগী বিআরও

এরপরে গত সেপ্টেম্বর মাসে কেন্দ্র আবারও ব্লক করে দেয় 118টি চিনা মোবাইল অ্যাপ ৷ এখনও পর্যন্ত 321টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র ৷ যদিও ভারতের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে চিন ৷ তাদের অভিযোগ, বিশ্ব বাণিজ্য সংস্থার বৈষম্যবিরোধী নীতি লঙ্ঘন করেছে দিল্লি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.