ETV Bharat / bharat

I-T Raids Mankind Pharma: কর ফাঁকির অভিযোগে আয়কর হানা ম্যানকাইন্ড ফার্মার অফিসে

author img

By

Published : May 11, 2023, 10:55 PM IST

কর ফাঁকির অভিযোগে আজ আয়কর দফতরের তল্লাশি অভিযান ম্যানকাইন্ড ফার্মার অফিসে ৷ কোম্পানির তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে ৷

Mankind Pharma Income Tax raid
ম্যানকাইন্ড ফার্মা

নয়াদিল্লি, 11 মে: কর ফাঁকির অভিযোগে বৃহস্পতিবার ম্যানকাইন্ড ফার্মার অফিসে অভিযান চালাল আয়কর দফতর ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে শুরু হয় সেই তল্লাশি অভিযান ৷ তল্লাশির সময় ওই কোম্পানির আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয় ৷ পাশাপাশি দিল্লি এবং আশেপাশের জায়গাগুলিতে ওই কোম্পানির অফিসে ও প্ল্যান্টগুলিতেও তল্লাশি চলছে এবং সমস্ত নথি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে খবর ।

মঙ্গলবার ম্যানকাইন্ড ফার্মার স্টক মার্কেট আত্মপ্রকাশ করেছে ৷ তার দু'দিন পরেই আজ তাদের অফিসে হানা দিল আইটি । ম্যানকাইন্ড ফার্মার তরফে জানানো হয়েছে, তারা আয়কর দফতরকে পূর্ণ সহযোগিতা করছে ৷ আয়কর দফতরের আধিকারিকরা যেসব প্রশ্ন করছে তার সমস্ত উত্তর তাদের দেওযা হচ্ছে ৷ আয়কর হানার ফলে তাদের অপারেশনাল পারফরম্যান্সের উপর কোনও প্রভাব পড়েনি বলে ওই কোম্পানি জানিয়েছে ৷

ম্যানকাইন্ড ফার্মা বলেছে,"এটিই একমাত্র তথ্য যা আমরা এই পর্যায়ে দিতে পারছি । একবার আয়কর বিভাগের তল্লাশি অভিযান শেষ হলে কোম্পানি কোনও বস্তুগত তথ্য/ইভেন্টের ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জ আপডেট করবে ৷" কোম্পানি আরও বলে, "ম্যানকাইন্ড ফার্মা লিমিটেড একটি নৈতিক এবং আইন মেনে চলা কোম্পানি ৷ সেরা কর্পোরেট গভর্নেন্স অনুশীলনগুলি অনুসরণ করে । আমরা এই বিষয়ে আয়কর দফতরের আধিকারিকদের আমাদের সম্পূর্ণ সহযোগিতা করছি ৷"

ম্যানকাইন্ড ফার্মাও এ বছর তাদের আইপিও চালু করেছে । ম্যানকাইন্ড ফার্মার 4 হাজার 326 কোটি টাকার প্রাথমিক শেয়ার বিক্রিতে গত মাসে 15.32 বার সাবস্ক্রিপশন পেয়েছে । 1991 সালে অন্তর্ভুক্ত ম্যানকাইন্ড ফার্মা বিভিন্ন তীব্র এবং দীর্ঘস্থায়ী থেরাপিউটিক এলাকায়, সেইসঙ্গে বেশ কিছু স্বাস্থ্যসেবা পণ্যের বিভিন্ন ধরণের ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশনের বিকাশ, উৎপাদন এবং বিপণনে নিযুক্ত রয়েছে । এর পণ্যের পোর্টফোলিওতে রয়েছে ম্যানফোর্স কনডম, প্রেগা নিউজ প্রেগন্যান্সি টেস্ট কিট এবং গ্যাস-ও-ফাস্ট স্যাচেট ।

আরও পড়ুন: ভোটমুখী কর্ণাটকে আয়কর তল্লাশি, উদ্ধার বিপুল নগদ ও গয়না

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.