ETV Bharat / bharat

Woman Tortured: দ্বিতীয় বিয়ের জন্য স্ত্রীকে ইলেকট্রিক শক দিয়ে খুনের চেষ্টা, মেরঠে গ্রেফতার স্বামী

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 8:32 AM IST

Updated : Oct 24, 2023, 9:14 AM IST

Husband gives Electric Shock to Wife: স্ত্রীকে ইলেকট্রিক শক দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ উত্তরপ্রদেশের মেরঠের লিসাড়িগেট থানায় এলাকায় এই ঘটনাটি ঘটে ৷ মহিলার অভিযোগ, দ্বিতীয়বার বিয়ে করার জন্য তাঁর স্বামীকে তাঁকে খুনের চেষ্টা করেছে ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত করছে ৷

Woman Tortured
Woman Tortured

মেরঠ, 24 অক্টোবর: দ্বিতীয় বিয়ে করার জন্য স্ত্রীকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্য়ার চেষ্টা করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ উত্তরপ্রদেশের মেরঠের লিসাড়িগেট থানায় এলাকার 60 ফুট রোডে এই ঘটনাটি ঘটেছে ৷ সোমবার মহিলার অভিযোগের ভিত্তিতে স্বামী ফারদিনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

মহিলার অভিযোগ, তাঁর স্বামী পরকীয়ায় জড়িত ৷ সেই কারণে দ্বিতীয়বার বিয়ে করতে চান তাঁর স্বামী ৷ কিন্তু তিনি এই বিষয়ে রাজি নন ৷ সেই কারণে তাঁর উপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালাচ্ছেন তাঁর স্বামী ৷ শুধু স্বামী নন, শ্বশুরবাড়ির অন্য সদস্যরাও তাঁর উপর নির্যাতন করছেন ৷ প্রায়ই তাঁকে এই নিয়ে মারধর করা হয় ৷ স্বামীর পাশাপাশি শাশুড়ি ও দেওর-ও তাঁকে মারধর করেন ৷

ওই মহিলার দাবি, দিনকয়েক আগে এই নিয়ে অশান্তি চরমে ওঠে ৷ তাঁকে মারধর করেন শ্বশুরবাড়ির সদস্যরা ৷ তার পর তাঁর স্বামী ফারদিন তাঁকে ইলেকট্রিক শক দিতে শুরু করেন ৷ উদ্দেশ্য় ছিল বিদ্যুৎস্পৃষ্ট করে তাঁকে মেরে ফেলা ৷ তাতেও কাজ না হওয়ায় তাঁর শরীরে পেট্রল ঢেলে দেওয়া হয় ৷ তার পর তাঁকে আগুনে পুড়ে মারার চেষ্টা করেন তাঁর দেওর ৷

এই পরিস্থিতিতে কোনোমতে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসেন ওই মহিলা ৷ তার পর চিৎকার-চেঁচামেচি শুরু করেন ৷ সেই চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে যান ৷ তাঁরা ওই মহিলাকে উদ্ধার করেন ৷ তাঁরাই ওই মহিলাকে বাপেরবাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন ৷

বাপেরবাড়িতে গিয়ে তিনি সব জানান ৷ এর পর সোমবার ওই মহিলা মেরেঠের লিসাড়িগেট থানায় অভিযোগ দায়ের করেন ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ৷ গ্রেফতার করা হয় স্বামী ফারদিনকে গ্রেফতার করেন তদন্তকারীরা ৷ পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে ৷

মহিলার দাবি, তাঁর স্বামীর বিরুদ্ধে একাধিকবার ফৌজদারি অভিযোগ হয়েছে ৷ এর জেরে এর আগে একাধিকবার তাঁর স্বামী গ্রেফতারও হয়েছেন ৷ সেই বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে ৷

আরও পড়ুন: পণের দাবিতে অত্যাচার ! স্ত্রীকে তিন তলা থেকে 'ধাক্কা' স্বামীর

Last Updated : Oct 24, 2023, 9:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.