ETV Bharat / bharat

Himanta on AFSPA: অসম থেকে আফস্পা প্রত্যাহারে অমিত শাহের সঙ্গে বৈঠকে হিমন্ত বিশ্বশর্মা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 7:01 PM IST

Himanta Biswa Sarma Meets Amit Shah: অসমের আটটি জেলায় এখনও বলবৎ রয়েছে আফস্পা ৷ সেখান থেকে এই আইন সরাতে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷

Himanta on AFSPA
Himanta on AFSPA

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: অসম থেকে আফস্পা বা আমর্ড ফোর্সেস (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট পুরোপুরি তুলে নেওয়ার রূপরেখা নির্ধারণ করতে গুরুত্বপূর্ণ বৈঠক হল নয়াদিল্লিতে ৷ সোমবার ওই বৈঠক হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মধ্যে ৷ পরে অসমের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শ মতো পরবর্তী পদক্ষেপ করবে তাঁর সরকার ৷

এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন হিমন্ত ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘অসম থেকে আমর্ড ফোর্সেস (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট সম্পূর্ণ প্রত্যাহারের জন্য রোডম্যাপ নিয়ে আলোচনা করতে আমি আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেছি ৷ অসম সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করবে ৷’’

1958 সালের এই আমর্ড ফোর্সেস (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট বা আফস্পা সাধারণত অশান্ত এলাকায় বলবৎ করা হয় ৷ এই আইনের বলে সশস্ত্র বাহিনীর হাতে জনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় মনে করলে অনুসন্ধান, গ্রেফতারি ও গুলি চালানোর বিশেষ ক্ষমতা থাকে ৷ সেই কারণে এই আইন নিয়ে বিতর্ক রয়েছে অনেক ৷ অপব্যবহারের অভিযোগ উঠেছে অনেক ৷ এই আইন তুলে দেওয়ার জন্য আন্দোলন হয়েছে বহুবার ৷ বিশেষ করে উত্তর পূর্ব ভারত এই আইন নিয়ে আন্দোলনের সাক্ষী থেকেছে ৷

অসমেও এই আইন দীর্ঘ সময় ধরে বলবৎ ছিল ৷ 2022 সালের 1 এপ্রিল অসমের 9টি জেলা ও একটি জেলার একটি মহকুমা ছাড়া বাকি অংশ থেকে তুলে নেওয়া হয় ৷ এখন উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের আটটি জেলায় সীমাবদ্ধ রয়েছে ৷ সেই জেলাগুলি হল তিনসুকিয়া, ডিব্রুগড়, চরাইদেও, শিবসাগর, জোড়হাট, গোলাঘাট, কার্বি আংলং ও দিমা হাসাও ।

এবার সেই এলাকাগুলি থেকে আফস্পা তুলতে উদ্যোগী হল অসম সরকার ৷ যদিও 77তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই আফস্পা তোলার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ চলতি বছরের শেষের মধ্যেই এই আইন সরানোর কথা বলেছিলেন তিনি ৷

আরও পড়ুন: বছর শেষে আফস্পা-মুক্ত হবে অসম, কথা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত

অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রায় তিন দশক ধরে অসমে আফস্পা বলবৎ রয়েছে ৷ 62 বার এই আইনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ৷ তিনি বলেন, "উত্তর পূর্ব ভারতের এখন সন্ত্রাসবাদ থেকে মুক্ত । গত তিন মাস ধরে অসমে বিদ্রোীদের সঙ্গে চারটি শান্তি আলোচনা করা হয়েছে ৷ প্রায় 8 হাজার বিদ্রোহী মূলস্রোতে ফিরে এসেছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.