ETV Bharat / bharat

Complicated Surgery: 10 ঘণ্টার অস্ত্রোপচারে জোড়া লাগল ব্যক্তির কাটা যাওয়া হাত, সাফল্য ইএসআই হাসপাতালের

author img

By

Published : Apr 26, 2023, 11:04 PM IST

এক সপ্তাহ আগে ফরিদাবাদের এক ব্যক্তির হাত কাটা পড়েছিল ৷ সাফল্যের সঙ্গে দীর্ঘ 10 ঘণ্টার অপারেশনের পর সেই কাটা যাওয়া হাত ফের তাঁর শরীরে জোড়া লাগান ফরিদাবাদ ইএসআই হাসপাতালের চিকিৎসকরা ৷

ETV Bharat
প্রতীকী ছবি

ফরিদাবাদ, 26 এপ্রিল: দীর্ঘ 10 ঘণ্টার অস্ত্রোপচারের পর মিলল সাফল্য, এক ব্যক্তির কাটা হাত জোড়া লাগালেন চিকিৎসকরা ৷ হরিয়ানার একটি এএসআই হাসপাতালের চিকিৎসকরা এই সাফল্য পেয়েছেন ৷ তবে এক সপ্তাহ আগে, এই অস্ত্রোপচার হলেও এতদিন ধরে অভয় ভূষণ নামে ওই ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ দেখা গিয়েছে এই সময়ের মধ্যে ওই ব্যক্তি তাঁর ওই প্রতিস্থাপিত হাতটি ধীরে ধীরে নাড়াচাড়া করতে শুরু করেছেন ৷ তাই বুধবার ওই ইএসআই হাসপাতালের চিকিৎসকদের তরফে বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হয় ৷

জানা গিয়েছে, 41 বছর বয়সি অভয় ভূষণ ফরিদাবাদের সঞ্জয় কলোনি এলাকার বাসিন্দা ৷ তিনি একটি বেসরকারি সংস্থায় মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন ৷ ইএসআই হাসপাতালের মেডিক্যাল সুপার চিকিৎসক অনিল পাণ্ডে জানিয়েছেন, এক সপ্তাহ আগে অভয় ভূষণকে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ৷ তাঁর একটি হাত কেটে বাদ চলে যায় মেশিন চালানোর সময় ৷ তাঁকে, তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে আসেন তাঁর সহকর্মীরা ৷ একটি পলিথিন ব্যাগে করে তাঁর কাটা যাওয়া হাতটিও নিয়ে আসা হয় ৷

এরপর ওইদিন দীর্ঘ প্রায় 10 বছরের অস্ত্রোপচারের পর ওই কাটা যাওয়া হাতটি অভয় ভূষণের শরীরে জোড়া লাগানো হয় ৷ এরপর তাঁকে পর্যবেক্ষণে রাখা হয় বেশ কিছুদিন ৷ দেখা যায় ধীরে ধীরে কাজ করা শুরু করেছে ওই ব্যক্তির হাতটি ৷ চিকিৎসকরা জানিয়েছেন এরপর ওই ব্যক্তি আগের মতোই সব কাজ করতে পারবেন ওই হাত দিয়ে ৷ ফরিদাবাদের এই এএসআই হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, এই ধরণের অস্ত্রোপচার এই প্রথম হল তাঁদের হাসপাতালে এবং সাফল্য মিলল ৷

চিকিৎসকরা জানিয়েছেন এই অস্ত্রোপচার তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল ৷ তাঁরা এই কাজে সাফল্য পেয়ে খুশি ৷ আরও খুশি অভয়কে তাঁর সুস্থ জীবনে ফিরিয়ে দিতে পেরে ৷ অভয়ের স্ত্রী জানিয়েছেন, তাঁরা প্রথমে সব আশা ছেড়ে দিয়েছিলেন ৷ কিন্তু চিকিৎসকরা চমৎকার করে দেখিয়েছেন ৷

আরও পড়ুন: 29 বছর পর গ্রেফতার হায়দরাবাদের 2 বিচারাধীন পলাতক বন্দি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.