ETV Bharat / bharat

Natwar Singh : পঞ্জাবে ভুল হয়েছে, গান্ধি পরিবারকে কটাক্ষ নটবর সিংয়ের

নটবরের মতে, শতাব্দী প্রাচীন এই দলকে পরামর্শ দেওয়ার মতো কেউ নেই ৷

Natwar Singh :
পঞ্জাবে ভুল হয়েছে, গান্ধি পরিবারকে কটাক্ষ নটবর সিংয়ের
author img

By

Published : Oct 1, 2021, 3:20 PM IST

নয়াদিল্লি, 1 অক্টোবর : এবার গান্ধি পরিবারকে নিশানা করলেন, বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা মনমোহন সিং জমানার প্রাক্তন বিদেশমন্ত্রী মন্ত্রী নটবর সিং ৷ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগামী নির্বাচনগুলিতে কংগ্রেস বিজেপিকে হারাতে পারবে বলে তিনি মনে করেন না ৷

নির্বাচনে কংগ্রেস কি পারবে বিজেপি'কে হারাতে? এই প্রশ্নের উত্তরে নটবর সিং বলেছেন, "আমার সেটা মনে হয় না ৷ ভুল সিদ্ধান্ত নিচ্ছে কংগ্রেস ৷ কংগ্রেসকে পরামর্শ দেওয়ার কেউ নেই, অথবা তারা ভাবছে কেল্লা ফতে করে দেবে ৷ " পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে অমরিন্দর সিংকে সরানোর যে সিদ্ধান্ত কংগ্রেস শীর্ষ নেতৃত্ব নিয়েছে তারও সমালোচনা করেছেন তিনি ৷ পঞ্জাবে দলের এই অগোছোলো অবস্থার জন্য গান্ধি পরিবারকেই দায়ি করেছেন তিনি ৷

আরও পড়ুন : Captain Amrinder Singh : পঞ্জাবে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা হারাবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য অমরিন্দরের

নটবরের মতে, শতাব্দী প্রাচীন এই দলকে পরামর্শ দেওয়ার মতো কেউ নেই ৷ তাঁর কথায়, ‘‘পঞ্জাবে নভজ্যোত সিং সিধুকে নিয়ে অমরিন্দর সিং-এর সতর্কবার্তা কানে তোলেনি কংগ্রেস নেতৃত্ব ৷ উল্টে সিধুকে পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দিয়ে দেওয়া হয় ৷ এটা ভুল হয়েছে ৷’’ উল্লেখ্য, সম্প্রতি পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন নভজ্যোত সিং সিধু ৷ অন্যদিকে, মুখ্যমন্ত্রী পদ চলে যাওয়ার পর অমরিন্দর সিংও জানিয়ে দিয়েছেন তিনি আর কংগ্রেসে থাকবেন না ৷ এরপরেই একে একে বেসুরে গাইতে শুরু করেছেন পঞ্জাবের বেশকিছু কংগ্রেস বিধায়ক ৷ সব মিলিয়ে পঞ্জাব কংগ্রেসের অন্দরে এমন টালমাটাল পরিস্থিতি যে সেখানে আসন্ন বিধানসভা ভোটের আগে কংগ্রেস সরকার কতদিন টিকবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে ৷

নয়াদিল্লি, 1 অক্টোবর : এবার গান্ধি পরিবারকে নিশানা করলেন, বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা মনমোহন সিং জমানার প্রাক্তন বিদেশমন্ত্রী মন্ত্রী নটবর সিং ৷ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগামী নির্বাচনগুলিতে কংগ্রেস বিজেপিকে হারাতে পারবে বলে তিনি মনে করেন না ৷

নির্বাচনে কংগ্রেস কি পারবে বিজেপি'কে হারাতে? এই প্রশ্নের উত্তরে নটবর সিং বলেছেন, "আমার সেটা মনে হয় না ৷ ভুল সিদ্ধান্ত নিচ্ছে কংগ্রেস ৷ কংগ্রেসকে পরামর্শ দেওয়ার কেউ নেই, অথবা তারা ভাবছে কেল্লা ফতে করে দেবে ৷ " পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে অমরিন্দর সিংকে সরানোর যে সিদ্ধান্ত কংগ্রেস শীর্ষ নেতৃত্ব নিয়েছে তারও সমালোচনা করেছেন তিনি ৷ পঞ্জাবে দলের এই অগোছোলো অবস্থার জন্য গান্ধি পরিবারকেই দায়ি করেছেন তিনি ৷

আরও পড়ুন : Captain Amrinder Singh : পঞ্জাবে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা হারাবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য অমরিন্দরের

নটবরের মতে, শতাব্দী প্রাচীন এই দলকে পরামর্শ দেওয়ার মতো কেউ নেই ৷ তাঁর কথায়, ‘‘পঞ্জাবে নভজ্যোত সিং সিধুকে নিয়ে অমরিন্দর সিং-এর সতর্কবার্তা কানে তোলেনি কংগ্রেস নেতৃত্ব ৷ উল্টে সিধুকে পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দিয়ে দেওয়া হয় ৷ এটা ভুল হয়েছে ৷’’ উল্লেখ্য, সম্প্রতি পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন নভজ্যোত সিং সিধু ৷ অন্যদিকে, মুখ্যমন্ত্রী পদ চলে যাওয়ার পর অমরিন্দর সিংও জানিয়ে দিয়েছেন তিনি আর কংগ্রেসে থাকবেন না ৷ এরপরেই একে একে বেসুরে গাইতে শুরু করেছেন পঞ্জাবের বেশকিছু কংগ্রেস বিধায়ক ৷ সব মিলিয়ে পঞ্জাব কংগ্রেসের অন্দরে এমন টালমাটাল পরিস্থিতি যে সেখানে আসন্ন বিধানসভা ভোটের আগে কংগ্রেস সরকার কতদিন টিকবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.