নয়াদিল্লি, 19 মে: ভারতের আধুনিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান চার গুজরাতবাসীর ৷ তাঁরা হলেন, জাতির জনক মহাত্মা গান্ধি, লৌহপরুষ সর্দার বল্লভভাই প্যাটেল, প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এভাবেই জাতির জনক ও বর্তমান প্রধানমন্ত্রীকে এক সারিতে বসালেন অমিত শাহ ৷ বৃহস্পতিবার শ্রী দিল্লি গুজরাতি সমাজের 125 বছর পূর্তি অনুষ্ঠানে এ কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণেই আজ ভারতের খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ৷
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন গান্ধিজির সংগ্রামের ফলে দেশ স্বাধীন হয়েছে ৷ সর্দার প্যাটেলের কারণে দেশ ঐক্যবদ্ধ হয়েছে ৷ মোরারজি দেশাইয়ের কারণে দেশের গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছিল এবং নরেন্দ্র মোদির কারণে বিশ্বজুড়ে ভারতের উদযাপন চলছে ৷ এই চার গুজরাতি জাতির গর্ব ৷ উল্লেখ্য, এই বক্তৃতাটি শাহ গুজরাতি ভাষায় বলেন ৷
দুনিয়ায় গুজরাতের বাসিন্দারা কী ভাবে ছড়িয়ে আছে, তাও উঠে আসে শাহের বক্তৃতায় ৷ তিনি জানান, গুজরাতি সম্প্রদায় দেশ এবং বিশ্বজুড়ে রয়েছে ৷ তারা যে কোনও সমাজে খুব ভালোভাবে মিশে যেতে পারে ৷ পাশাপাশি তারা দেশ-দুনিয়ার সেবা করে চলেছে ৷ দিল্লিতে বসবাসকারী গুজরাতিরা তাদের সংস্কৃতি ও সভ্যতা টিকিয়ে রেখেছে বলে মনে করেন বিজেপির এই প্রাক্তন সভাপতি ৷
125 বছর পূর্তির জন্য এই সংস্থার সঙ্গে জড়িত সবাইকে অভিনন্দন জানান অমিত শাহ ৷ তিনি জানান, গুজরাতি সম্প্রদায় নিজগুণে গ্রহণযোগ্যতা অর্জন করেছে ৷ দিল্লিতে বসবাস করেও তারা গুজরাতের ভাবধারা বজায় রেখেছে, প্রচার করেছে এবং তার সংস্কৃতিকে সংরক্ষণ করে এগিয়ে নিয়ে গিয়েছে ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকালের ন'ছরের মেয়াদের কথা উল্লেখ করেন শাহ ৷ তিনি জানান, মোদির নেতৃত্বে দেশ অনেক কিছু অর্জন করেছে ৷ 2014 সালে নরেন্দ্র মোদি যখন প্রধানমন্ত্রী হন, তখন ভারতের অর্থনীতি বিশ্বে 11তম স্থানে ছিল ৷ 2023 সালে ন'বছর পরে ভারতীয় অর্থনীতি বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তম । স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এখন আইএমএফ-সহ বহু সংস্থা ভারতের অর্থনীতিকে একটি উজ্জ্বল স্থান হিসেবে দেখছে ৷
আরও পড়ুন: চব্বিশের লোকসভা ভোটে বাংলা থেকে 35 আসন মোদিকে উপহার দেওয়াই লক্ষ্য সুকান্তর