ETV Bharat / bharat

Road Accident in Rajasthan: রাজস্থানে গাড়ি উলটে মৃত হরিয়ানার 5 বাসিন্দা

author img

By

Published : May 1, 2023, 4:03 PM IST

রাজস্থানের হনুমানগড়ে দুটি দ্রুতগামী গাড়ি উলটে মাঠে পড়ে যায় । দুর্ঘটনায় গাড়িতে থাকা 5 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 5 জন । তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷

Road Accident
গাড়ি দুর্ঘটনা

হনুমানগড়(রাজস্থান), 1 মে: ফের গতির বলি পাঁচটি তাজা প্রাণ ৷ রাজস্থানে দুর্ঘটনার পর মাঠের মধ্যে উলটে গেল দ্রুত গতিতে থাকা দু'টি গাড়ি । দুর্ঘটনায় উভয় গাড়িতে থাকা পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে ৷ এরা সকলেই পুণ্যার্থী ৷ আহত আরও পাঁচ। ঘটনাটি ঘটেছে সোমবার রাজস্থানের হনুমানগড় জেলার ছানিবাড়ি গ্রামের কাছে ৷ খবর পেয়ে ভিরানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। হরিয়ানায় আহতদের চিকিৎসা চলছে ।

এএসআই কালুরাম জানিয়েছেন, মৃত পাঁচজনই হরিয়ানার কুরুক্ষেত্রের বাসিন্দা । সোমবার রাস্তা দিয়ে একটি গাড়ি প্রবল গতিতে আসছিল । ঠিক পেছনে আরেকটি গাড়ি ছিল । গতি বেশি থাকায় চালক রাস্তার সামনের বাঁক দেখতে পাননি ৷ ফলে গাড়িটি উলটে মাঠের মধ্যে পড়ে যায় । পিছন থেকে আসা গাড়িটিও বাঁক নিলে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সেটিও মাঠের মধ্যে উলটে যায় । দুটু গাড়ির গতিবেগ বেশি ছিল ৷ ফলে দুর্ঘটনায় গাড়ি দুটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে । পুলিশ গাড়িগুলিকে উদ্ধার করার চেষ্টা করছে ৷

জানা গিয়েছে, দুই গাড়ির আরোহীই কুরুক্ষেত্র থেকে গোগামেডি মন্দিরে প্রণাম করতে আসছিলেন । দুর্ঘটনায় আহত পাঁচজনকে হরিয়ানার হিসার ও আগরোহা মেডিক্যাল কলেজে ভরতি করা হয়েছে ৷ সেখানে তাঁদের চিকিৎসা চলছে । ভিরানী থানার পুলিশ দুর্ঘটনার তদন্তে শুরু করেছে । পুলিশ জানিয়েছে, নিহতেদের পরিবারে খবর দেওয়া হয়েছে । তাদের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হবে দেহগুলির। পুলিশ সূত্রে খবর, মৃত সুলেখচাঁদ সাইনি, হরিয়ানার গান্দাপুরের বাসিন্দা, গুরমেল সিং জাট জিভরেডি হরিয়ানার বাসিন্দা ৷ রামেশ্বর দাস ঘাঙ্গাউরির বাসিন্দা । শ্যামসিংহ ঘানগৌরি এবং নরেন্দ্র পুত্র জগৎ সিং লাডওয়ার বাসিন্দা । আহতদের নাম সাহিল, রাহুল, আকাশ, অরবিন্দ ও বিমল । ঘটনায় পরিবারগুলিতে শোকের ছায়া নেমে এসেছে ৷

আরও পডুন: সহ্য হল না পুত্র শোক, কয়েক ঘণ্টার ব্যবধানে প্রয়াত বাবাও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.