ETV Bharat / bharat

প্রথমবার, কেরল বিধানসভা নির্বাচনে লড়াই করছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী

author img

By

Published : Mar 21, 2021, 7:10 PM IST

কেরল বিধানসভা নির্বাচনে প্রথম কোনও তৃতীয় লিঙ্গের কেউ ভোটে লড়তে চলেছেন ৷ ডেমোক্র্যাটিক সোশ্যাল জাস্টিস পার্টির তরফে ভেঙ্গারা বিধানসভা থেকে ভোটে দাঁড়াচ্ছেন অনন্যা কুমারি অ্যালেক্স ৷ ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লিগের পি কে কুনহালিকুট্টি এবং বাম ডেমোক্র্যাটিক ফ্রন্টের পি জিজি-র বিরুদ্ধে অনন্যার নির্বাচনী লড়াই ৷

first-transgender-candidate-from-kerala-hopes-of-victory-in-polls
প্রথম কেরল বিধানসভা নির্বাচনে লড়াই করছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী

মাল্লাপুরাম (কেরল), 21 মার্চ: কেরল বিধানসভা নির্বাচনে প্রথম কোনও তৃতীয় লিঙ্গের কেউ ভোটে লড়তে চলেছেন ৷ এপ্রিল 2021 সালে কেরল বিধানসভা নির্বাচন রয়েছে ৷ মাল্লাপুরাম জেলার ভেঙ্গারার বাসিন্দা অনন্যা কুমারি অ্যালেক্স বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন ৷ ডেমোক্র্যাটিক সোশ্যাল জাস্টিস পার্টির তরফে ভেঙ্গারা বিধানসভা থেকে ভোটে দাঁড়াচ্ছেন তিনি ৷ ভেঙ্গারার রির্টানিং অফিসার স্ক্রুটিনির পর তাঁর মনোনয়ন গ্রহণ করেছেন ৷

ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লিগের পি কে কুনহালিকুট্টি এবং বাম ডেমোক্র্যাটিক ফ্রন্টের পি জিজি-র বিরুদ্ধে অনন্যার নির্বাচনী লড়াই ৷ ত্রিমুখী এই লড়াইয়ে জয়ের ব্যাপারে অনন্যা বেশ আশাবাদী বলেই জানিয়েছেন ৷ তবে, তিনি এও বলেছেন, এটা জয় বা পরাজয়ের বিষয় নয় ৷ তাঁর লক্ষ্য সমাজের সেই সব মানুষগুলোর প্রতিনিধি হয়ে নিজেকে তুলে ধরা ৷ যাঁরা সমাজে আজও ব্রাত্য হয়ে রয়েছেন ৷ তবে, অনন্যা কেবল কেরলের প্রথম ট্রান্সজ়েন্ডার প্রার্থীই নন, তিনি প্রথম ট্রান্স জ়েন্ডার রেডিও জকিও বটে ৷

তাঁর কথায় তিনি, বিশ্বের কোনও একটি কোনায় অন্য কারও সাহায্যে বেঁচে থাকতে চান না ৷ তিনি এই বিশ্বের কাছে একটি উদাহরণ হয়ে বাঁচতে চান ৷ তাঁর সব প্রচেষ্টার পিছনেই রয়েছে লড়াই এবং জয়ের সংকল্প ৷ পাশাপাশি ভোটে জিতলে সমাজ তথা মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চান বলেই জানিয়েছেন অনন্যা কুমারী অ্যালেক্স ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.