ETV Bharat / bharat

First Indian Woman Rafale Pilot : বায়ুসেনার ট্যাবলোয় অংশ নিলেন রাফালের প্রথম মহিলা পাইলট

author img

By

Published : Jan 26, 2022, 1:50 PM IST

এবার সাধারণতন্ত্র দিবসে বায়ুসেনার বিবর্তন নিয়ে ট্যাবলো ছিল ৷ সেখানে রাফালের মডেল রাখা ছিল (Indian Air Force Tableau in Republic Day Parade) সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং (IAF Lieutenant Shivangi Singh) ৷ রাফালে যুদ্ধবিমানের প্রথম ভারতীয় মহিলা পাইলট ৷

first indian woman rafale pilot shivangi singh in republic day  air force tableau
First Indian Woman Rafale Pilot : বায়ুসেনার ট্যাবলোয় অংশ নিলেন রাফালের প্রথম মহিলা পাইলট

নয়াদিল্লি, 26 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করলেন লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং (IAF Lieutenant Shivangi Singh) ৷ বুধবার নয়াদিল্লির রাজপথে তিনি ভারতীয় বায়ুসেনার ট্যাবলোতে ছিলেন (Indian Air Force Tableau in Republic Day Parade) ৷ তিনি ভারতের তিনি যুদ্ধবিমানের পাইলট হিসেবে দ্বিতীয় ভারতীয় মহিলা ৷ আর প্রথম মহিলা পাইলট, যিনি রাফালে যুদ্ধবিমানের ককপিটে বসেছেন (India's 1st woman Rafale Pilot) ৷

ভারতীয় প্রথম যুদ্ধবিমান মহিলা পাইলট হলেন ভাবনা কান্থ ৷ তিনি গতবছর সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে (Republic Day Program) নয়াদিল্লির রাজপথে ভারতীয় বায়ুসেনার ট্যাবলোতে অংশ নিয়েছিলেন ৷ অন্যদিকে বারাণসীর মেয়ে লেফটেন্যান্ট শিবাঙ্গী 2017 সালে ভারতীয় বায়ুসেনায় পাইলট হিসেবে যোগদান করেন ৷ মহিলা যুদ্ধবিমান চালকদের দ্বিতীয় ব্যাচ থেকেই তাঁকে ভারতীয় বায়ুসেনায় সামিল করা হয়েছে ৷

শুরুতে তিনি মিগ-21 বাইসন যুদ্ধবিমানের পাইলট ছিলেন ৷ পরে তিনি রাফালের ককপিটে বসার সুযোগ পান ৷ বর্তমানে তিনি পঞ্জাবের আম্বালায় ভারতীয় বাসুসেনার গোল্ডেন অ্যারো স্কোয়াড্রানের সদস্য ৷

প্রসঙ্গত, এবার সাধারণতন্ত্র দিবসে বায়ুসেনার ট্যাবলোর থিম ছিল বায়ুসেনার বিবর্তন ৷ তাই বিভিন্ন সময় বায়ুসেনায় ব্যবহৃত যুদ্ধবিমান, হেলিকপ্টারের মডেল ব্যবহার করা হয় ট্যাবলোতে ৷ সেই তালিকায় 1971-এর যুদ্ধের মিগ-21 এর মডেল যেমন ছিল, তেমনই ছিল সাম্প্রতিক সংযোজন হওয়া রাফালেও ৷

আরও পড়ুন : ITBP Celebrates Republic Day : হাড় কাঁপানো শীতেও টগবগে জওয়ানরা, সাধারণতন্ত্র দিবস পালন আইটিবিপি-র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.