ETV Bharat / bharat

First Hydrogen Train of India: পাহাড়ি পথে সফর শুরু করবে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন

author img

By

Published : Feb 3, 2023, 10:12 PM IST

চলতি বছরের ডিসেম্বর মাসেই চালু হয়ে যাবে দেশে তৈরি সর্বপ্রথম হাইড্রোজেনচালিত ট্রেন (First Hydrogen Train of India) ! কোথায়, কোন রুটে মিলবে প্রথম পরিষেবা ? জেনে নিন ।

First Hydrogen Train of India will run on Kalka Shimla route from next December onwards
প্রতীকী ছবি

সিমলা, 3 ফেব্রুয়ারি: শীঘ্রই ভারতের নিজের তৈরি সর্বপ্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের (First Hydrogen Train of India) সফর শুরু হবে ৷ একথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) ৷ তিনি জানান, এই ট্রেনের নকশা ভারতেই তৈরি হয়েছে ৷ ট্রেনটি তৈরিও করা হচ্ছে ভারতে ৷ প্রাথমিকভাবে কালকা-সিমলা রুটে এই ট্রেন চলাচল করবে ৷ সেই সফর শুরু হবে চলতি বছরের ডিসেম্বর মাসে ৷ উল্লেখ্য, কেন্দ্রীয় বাজেটে সবুজ বৃদ্ধি (Green Growth) বা পরিবেশবান্ধব উন্নয়নের পক্ষে সওয়াল করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেই পরিকল্পনার আওতাতেই হাইড্রোজেন চালিত ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী ৷

গত 1 ফেব্রুয়ারি অশ্বিনী এই প্রসঙ্গে বলেছিলেন, "দীর্ঘদিন ধরে যে হাইড্রোজেনচালিত ট্রেনের অপেক্ষা করা হচ্ছিল, 2023 সালেই তা তৈরি হয়ে যাবে ৷ প্রাথমিকভাবে কালকা-সিমলা হেরিটেজ রুটে এই ট্রেন চালানো হবে ৷ পরবর্তীতে দেশের অন্য়ান্য প্রান্তেও এই ট্রেনের পরিষেবা শুরু হবে ৷"

রেলের পক্ষ থেকে বলা হচ্ছে, পরিবেশবান্ধব উন্নয়নের ভাবনাকে বাস্তবায়িত করতে যত দূর সম্ভব সহযোগিতা করবে তারা ৷ উল্লেখ্য, হাইড্রোজেনচালিত ট্রেন কার্বন-ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড বা অন্য কোনও দূষিত বাষ্প বাতাসে পরিত্যাগ করে না ৷ কিন্তু, ডিজেলচালিত ট্রেনের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায় না ৷ ফলে ওই ট্রেন থেকে দূষণ ছড়ায় ৷ সেই কারণেই আগামিদিনে হাইড্রোজেনচালিত ট্রেন বেশি করে চালানো যায় কি না, তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছে ৷

আরও পড়ুন: দু’টো বন্দে ভারত এক্সপ্রেস চলবে উত্তরবঙ্গ থেকে, রেলমন্ত্রীকে ধন্যবাদ বিজেপি সাংসদের

প্রসঙ্গত, রেলপথে কালকা-সিমলা রুটটি প্রায় 120 বছরের পুরনো ৷ এই রেলপথ ইউনেস্কোর হেরিটেজ তালিকাতেও জায়গা করে নিয়েছে ৷ তথ্য বলছে, 1903 সালের 9 নভেম্বর এই রেলপথের সূচনা হয়েছিল ৷ এটি উত্তর রেলের আম্বালা শাখার অধীনে পড়ে ৷ 96 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ তৈরির কাজ শুরু হয়েছিল 1896 সালে ৷ এই রুটে মোট 18টি রেল স্টেশন রয়েছে ৷ রেলমন্ত্রী জানিয়েছেন, এই রুটে যে হাইড্রোজেনচালিত ট্রেন চালানো হবে, সেটি অন্য়ান্য ট্রেনের তুলনায় আকারে ছোট হবে ৷ সব মিলিয়ে একটি ট্রেনে থাকবে ছয় থেকে আটটি কামরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.