ETV Bharat / bharat

Encounter in Anantnag: অনন্তনাগের জঙ্গলে টানা পঞ্চম দিনেও অব্যাহত সেনা-জঙ্গি গুলির লড়াই

Encounter in Anantnag continues for the fifth day: অনন্তনাগের গাদোল কোকেরনাগ জঙ্গলে রবিবার টানা পঞ্চম দিনেও অব্যাহত সেনা ও জঙ্গি গুলির লড়াই ৷ মুহুর্মুহু গুলি-বোমার শব্দে আতঙ্কে পার্শ্ববর্তী এলাকার মানুষ ৷

অনন্তনাগে এনকাউন্টার
Baramulla Encounter
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 12:29 PM IST

Updated : Sep 17, 2023, 8:05 PM IST

অনন্তনাগের জঙ্গলে সেনা-জঙ্গি গুলির লড়াই

অনন্তনাগ, 17 সেপ্টেম্বর: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে টানা পঞ্চম দিনেও অব্যাহত সেনা-জঙ্গি গুলির লড়াই ৷ রবিবারও দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার গাদোল কোকেরনাগের জঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে এনকাউন্টার চলছে ৷ এ দিকে, পীর পাঞ্জাল পাহাড়ের এনকাউন্টার স্পটটির কাছেও উভয় পক্ষের থেকে ভারী গুলিবর্ষণ এবং বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ।

বেসামরিক ক্ষেত্রে হতাহতের ঘটনা এড়াতে ইতিমধ্যে ওই এলাকার সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্থানীয় লোকজনকেও নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে । এই ঘটনায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায় । এই অভিযানটি কীভাবে শেষ করা যায় তা খতিয়ে দেখতে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অভিযানটির উপর গভীর ভাবে পর্যবেক্ষণ করছেন ।

বুধবার নিরাপত্তা বাহিনী কোকেরনাগের গাদোল এলাকায় জঙ্গিদের আস্তানা সম্পর্কে একটি গোপন তথ্য পায় । সেনাবাহিনীর 19 রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে গাদোলের কোকেরনাগের জঙ্গল এলাকায় অনুসন্ধান অভিযান শুরু করে ৷ এরপর ওই এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিরা অনুসন্ধান দলকে অতর্কিতে আক্রমণ চালালে, 9 রাষ্ট্রীয় রাইফেলসের সিও কর্নেল মনপ্রীত সিং-এর মৃত্যু হয় । তিনি ছাড়ও মেজর আশিস ডনচাক ও জম্মু ও কাশ্মীর পুলিশের উপ-পুলিশ সুপার হুমায়ুন বাটও নিহত হয়েছেন । জখম অন্য একজন নিরাপত্তা কর্মীর প্রাণ যায় শুক্রবার ৷ এনকাউন্টারে শহিদ হওয়া সৈনিকের সংখ্যা 4 ৷

আরও পড়ুন: পাক সেনার গুলিবর্ষণের আড়ালে 3 জঙ্গিকে বারামুলায় অনুপ্রবেশের চেষ্টা রুখে দিলেন ভারতীয় জওয়ানরা

গত মঙ্গলবার অর্থাৎ 12 সেপ্টেম্বর অনন্তনাগে শুরু হয় এনকাউন্টার ৷ জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ যৌথ অভিযান চালাচ্ছে ওই এলাকায় ৷

অনন্তনাগের জঙ্গলে সেনা-জঙ্গি গুলির লড়াই

অনন্তনাগ, 17 সেপ্টেম্বর: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে টানা পঞ্চম দিনেও অব্যাহত সেনা-জঙ্গি গুলির লড়াই ৷ রবিবারও দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার গাদোল কোকেরনাগের জঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে এনকাউন্টার চলছে ৷ এ দিকে, পীর পাঞ্জাল পাহাড়ের এনকাউন্টার স্পটটির কাছেও উভয় পক্ষের থেকে ভারী গুলিবর্ষণ এবং বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ।

বেসামরিক ক্ষেত্রে হতাহতের ঘটনা এড়াতে ইতিমধ্যে ওই এলাকার সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্থানীয় লোকজনকেও নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে । এই ঘটনায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায় । এই অভিযানটি কীভাবে শেষ করা যায় তা খতিয়ে দেখতে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অভিযানটির উপর গভীর ভাবে পর্যবেক্ষণ করছেন ।

বুধবার নিরাপত্তা বাহিনী কোকেরনাগের গাদোল এলাকায় জঙ্গিদের আস্তানা সম্পর্কে একটি গোপন তথ্য পায় । সেনাবাহিনীর 19 রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে গাদোলের কোকেরনাগের জঙ্গল এলাকায় অনুসন্ধান অভিযান শুরু করে ৷ এরপর ওই এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিরা অনুসন্ধান দলকে অতর্কিতে আক্রমণ চালালে, 9 রাষ্ট্রীয় রাইফেলসের সিও কর্নেল মনপ্রীত সিং-এর মৃত্যু হয় । তিনি ছাড়ও মেজর আশিস ডনচাক ও জম্মু ও কাশ্মীর পুলিশের উপ-পুলিশ সুপার হুমায়ুন বাটও নিহত হয়েছেন । জখম অন্য একজন নিরাপত্তা কর্মীর প্রাণ যায় শুক্রবার ৷ এনকাউন্টারে শহিদ হওয়া সৈনিকের সংখ্যা 4 ৷

আরও পড়ুন: পাক সেনার গুলিবর্ষণের আড়ালে 3 জঙ্গিকে বারামুলায় অনুপ্রবেশের চেষ্টা রুখে দিলেন ভারতীয় জওয়ানরা

গত মঙ্গলবার অর্থাৎ 12 সেপ্টেম্বর অনন্তনাগে শুরু হয় এনকাউন্টার ৷ জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ যৌথ অভিযান চালাচ্ছে ওই এলাকায় ৷

Last Updated : Sep 17, 2023, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.