ETV Bharat / bharat

Anantnag Encounter: অনন্তনাগে জঙ্গিদের গুলিতে শহিদ সেনার কর্নেল-মেজর, প্রাণ গেল পুলিশ আধিকারিকেরও; শোকপ্রকাশ মমতার

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 4:33 PM IST

Updated : Sep 13, 2023, 11:01 PM IST

Encounter breaks out in Anantnag: বুধবার সকাল থেকে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে ৷ ওই ঘটনায় পুলিশ ও সেনার বেশ তিনজন আহত হন ৷ পরে কর্নেল ও মেজরের মৃত্যু হয় ৷ অন্যদিকে মঙ্গল ও বুধবার রাজৌরিতেও এনকাউন্টার হয় ৷ সেখানে দুই জঙ্গির মৃত্যু হয় ৷

Anantnag Encounter
Anantnag Encounter

শ্রীনগর, 13 সেপ্টেম্বর: কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে অনন্তনাগে একটি এনকাউন্টারে এক মেজর-সহ রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নেতৃত্বে থাকা ভারতীয় সেনার এক কর্নেল শহিদ হয়েছেন বুধবার । ওই অফিসার 19 রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ড করছিলেন বলে ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে ৷ কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধোনাকের পাশাপাশি শহিদ হয়েছে জম্মু-কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট হুমায়ুন ভাট ৷

জানা গিয়েছে, মঙ্গলবার জঙ্গিদের সন্ধানে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছিল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের গাদোলে এলাকায় ৷ বেশি রাতে অভিযান স্থগিত করা হয় ৷ বুধবার সকালে আবার অভিযান শুরু হয় ৷ সেই অভিযানের সময়ই জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হন ওই কর্নেল ৷

  • I am deeply saddened by the loss of our courageous heroes in the Anantnag, Jammu and Kashmir encounter.

    My heart goes out to their families and loved ones. May the souls of our bravehearts rest in peace.

    Their dedication to protecting our nation will never be forgotten.

    — Mamata Banerjee (@MamataOfficial) September 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এক সেনা আধিকারিক বলেন, "পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ-এর একটি যৌথ দল এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অনুসন্ধান অভিযান শুরু করে ৷ বাহিনীর যৌথ দলটি সন্দেহভাজন স্থানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে জঙ্গিরা তাদের উপর গুলি চালায় ৷ পালটা গুলি চালানো হয় নিরাপত্তা বাহিনীর তরফে ৷ সেই থেকেই এই এনকাউন্টারের শুরু ৷’’

  • J&K | An Indian Army Colonel commanding a Rashtriya Rifles Unit along with a Major have lost their lives in an encounter in Anantnag with terrorists in Kashmir. The officer was commanding 19 RR: Indian Army officials pic.twitter.com/DDTjv89huT

    — ANI (@ANI) September 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতেও এনকাউন্টার হয় মঙ্গলবার ৷ সেই এনকাউন্টারে দু’জন জঙ্গির মৃত্যু হয় ৷ মঙ্গলবারই সন্দেহভাজন এক পাকিস্তানি জঙ্গির মৃত্যু হয় ৷ বুধবারও এনকাউন্টার চলতে থাকে ৷ সেই এনকাউন্টারে আরও একজনের মৃত্যু হয়েছে ৷ এই এনকাউন্টারে শহিদ হয়েছেন এক সেনা আধিকারিক ও সেনার কুকুর কেন্ট ৷ এছাড়া নিরাপত্তা বাহিনীর তিনজন গুলিবিদ্ধ হয়ে জখম হন ৷

জম্মু ও কাশ্মীর পুলিশের জম্মু জোনের অতিরিক্ত ডিজিপি মুকেশ সিং জানান, রাজৌরির আবহাওয়া এখন ভালো নয় ৷ তার পরও প্রায় 75 কিলোমিটার এলাকা কর্ডন করে রাতভর তল্লাশি চালানো হয় ৷ সকালের পরও চলে তল্লাশি অভিযান ৷ সোমবারও ওই এলাকায় অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী ৷ কিন্তু রাতের অন্ধকারে দু’জন সন্দেহভাজন জঙ্গি পালিয়ে যায় ৷ এই পরিস্থিতি স্থানীয় মানুষ আতঙ্কিত ৷ তাঁরা ওই এলাকায় স্থায়ী নিরাপত্তা শিবির তৈরির দাবি জানিয়েছেন ৷

আরও পড়ুন: 'বাবা তুমি ফিরে এসো, আর কিছু চাই না', কফিনের সামনে শহিদ কন্যার বুকফাটা কান্না

Last Updated : Sep 13, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.