ETV Bharat / bharat

Bhai Phonta : তির, ধনুক ছেড়ে ভাইফোঁটার দিন অন্য রূপে দোলা-রাহুল

author img

By

Published : Nov 6, 2021, 6:34 PM IST

ভাইফোঁটার আনন্দে মাতলেন বাংলার দুই অর্জুন পুরস্কারপ্রাপ্ত তিরন্দাজ । সকাল থেকে তির-ধনুক নিয়ে এরিনাতে গিয়ে লক্ষ্যভেদ নয় ,বদলে পাঞ্জাবি-পাজামা পড়ে রাহুল ফোঁটা নিলেন দিদি দোলার কাছে ।

Bhai Phonta
ভাইফোঁটার দিন অচেনা রূপে দোলা-রাহুল

কলকাতা, 6 নভেম্বর : ভাইফোঁটার দিন অচেনা রূপে দোলা এবং রাহুল বন্দ্য়োপাধ্যায় । বাংলার দুই অর্জুন পুরস্কারপ্রাপ্ত তিরন্দাজ । সকাল থেকে তির-ধনুক নিয়ে এরিনাতে গিয়ে লক্ষ্যভেদ নয় ,বদলে পাঞ্জাবি-পাজামা পড়ে রাহুল ফোঁটা নিলেন দিদি দোলার কাছে । ফোঁটার উপচার পালন করে মিষ্টির প্লেট এবং খাবার তুলে দেওয়া হয় ।

আরও পড়ুন : কোম্যানের জুতোয় পা গলিয়ে বার্সায় প্রত্যাবর্তন জাভির

রাহুল বলেন, ‘‘এই দিনটা আমার কাছে বরাবরই স্পেশাল । এদিনের অনুষ্ঠানে এক দাদা এবং আরও এক ভাই ছিল । তাই জমজমাট পারিবারিক উৎসব বলতে পার । খেলার জন্য দেশের বাইরে অনেকবারই থাকতে হয়েছে । আবার ক্যাম্পে থাকলেও দিদির কাছে ফোঁটা নেওয়া হয়নি । তবে যেবছর সুযোগ পেয়েছি সেবারই জমিয়ে ভাইফোঁটা হয়েছে । এবারেও আয়োজনের ত্রুটি রাখা হয়নি । ব্যস্ততার মধ্যে থাকলেও ভাইফোঁটায় পারিবারের সবার এক হওয়ার এটা সুযোগ । তাই এটা হাতছাড়া করতে চাই না ৷’’

আরও পড়ুন : নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে নিউজিল্যান্ড

ট্র্যাকসুট, টুপি, চোখে চশমা এবং হাতে তির-ধনুক নিয়ে লক্ষ্যভেদ করার চেনা ছবির বদলে দোলাও ভাইফোঁটার দিনে অন্য রূপে । শাড়ি পরে বাঙালি মহিলার ঘরোয়া চেহারায় ভাইদের মঙ্গল কামনায় ব্যস্ত থাকলেন তিনি । দোলা বলেন, "রাহুলের সঙ্গে রোজই দেখা হয় । বাকি দুই দাদা-ভাইয়ের সঙ্গেও নিয়মিত যোগাযোগ থাকে । কিন্তু ভাইফোঁটার দিনটা আলাদা । ওরাও যেমন এই দিনটার অপেক্ষা করে, আমিও অপেক্ষায় থাকি । মিষ্টি মুখ হয়েছে । দুপুরের ভুড়িভোজের আয়োজন হয়েছে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.