ETV Bharat / bharat

Differently Abled Woman Raped: ইদুক্কিতে বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

author img

By

Published : Apr 14, 2023, 8:13 PM IST

বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ৷ তখন বাড়িতে শুধু নির্যাতিতার মা ছিলেন ৷ তাঁকে একটি ঘরে আটকে রেখে অভিযুক্ত ধর্ষণ করেন বলে অভিযোগ ৷ পুলিশ মনু নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

Differently Abled Woman Raped
Differently Abled Woman Raped

ইদুক্কি (কেরালা), 14 এপ্রিল: বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল কেরালার ইদুক্কিতে ৷ নির্যাতিতার বয়স 46 ৷ ঘটনার সময় শুধু তাঁর মা বাড়িতে ছিলেন ৷ কিন্তু অভিযুক্ত তাঁর মাকে একটি ঘরে তালাবন্ধ করে রেখে অত্যাচার চালায় বলে অভিযোগ উঠেছে ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম মনু ৷ তিনি স্থানীয় করিমকুন্নমের বাসিন্দা ৷ তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

পুলিশি তদন্তে উঠে এসেছে যে নির্যাতিতার বাড়িতে মেরামতির জন্য এসেছিলেন মনু ৷ তখন বাড়িতে ওই মহিলা ও তাঁর মা ছাড়া আর কেউ ছিলেন না ৷ সেই সুযোগ নেন মনু ৷ তাঁর মাকে একটি ঘরে তালা দিয়ে বন্ধ করে দেন তিনি ৷ তার পর বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ৷

তার পর মনু ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান ৷ তার পর কোনোভাবে ঘর থেকে বের হন নির্যাতিতার মা ৷ তিনিই মেয়েকে হাসপাতালে নিয়ে যান ৷ তাঁর দাবি, তাঁদের বাড়ির আশপাশে কোনও বাড়ি নেই ৷ ফলে তিনি ও তাঁর মেয়ে চিৎকার করলেও কেউ বিষয়টি টের পাননি ৷ তাই মনু ওই ‘কুকীর্তির’ পর এলাকা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হন ৷

হাসপাতাল থেকে পুলিশকে খবর দেওয়া হয় ৷ পরে পুলিশের কাছে ওই মহিলা অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগে তিনি জানিয়েছেন, তাঁর মেয়ে বিশেষভাবে সক্ষম হওয়ায় মনু এর আগেও অত্যাচারের চেষ্টা চালিয়েছিল ৷ সেই ঘটনা দু’টি ঘটে গত 29 মার্চ ও 4 এপ্রিল ৷ দু’বারই শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে ৷ কিন্তু তাঁর বাধায় পেরে ওঠেনি মনু ৷

তাই বৃহস্পতিবার আগেই ওই মহিলাকে একটি ঘরে তালাবন্ধ করে ধর্ষণ করে ওই বিশেষভাবে সক্ষম মেয়েটিকে ৷ পুলিশ ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ৷ মনুকে গ্রেফতার করে হেফাজতেও নেওয়া হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ৷ পুলিশ খতিয়ে দেখছে এই ধরনের কাণ্ড তিনি আগেও ঘটিয়েছেন কি না !

আরও পড়ুন: 7 বছরে অসমে মহিলা-সংক্রান্ত অপরাধের সংখ্যা 1 লক্ষেরও বেশি !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.