নয়াদিল্লি, 1 অক্টোবর: রাজধানীর সুরাপ্রেমীদের জন্য উৎসবের মরশুমের শুরুতেই দুঃসংবাদ ৷ অক্টোবর থেকে ডিসেম্বর- এই তিনমাসের মধ্যে দিল্লিতে মোট 6 দিন বন্ধ থাকবে মদের দোকান ৷ উৎসবের দিন ও মনীষীদের জন্মদিনে রাজধানীতে মদের দোকান বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। কোনওভাবেই মদ বিক্রি করা যাবে না ৷ রাজ্যে প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে ৷
শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে দিল্লি সরকারের আবগারি বিভাগ জানিয়েছে, চারটি সরকারি সংস্থা দ্বারা পরিচালিত 637টি মদের দোকান এই বিশেষ দিনগুলিতে সম্পূর্ণ বন্ধ থাকবে ৷ যে সমস্ত দিনগুলিতে বন্ধ থাকবে তা হল 2 অক্টোবর গান্ধি জয়ন্তী , 24 অক্টোবর দশেরা , 28 অক্টোবর বাল্মিকী জয়ন্তী , 12 নভেম্বর দীপাবলি, 27 নভেম্বর গুরুনানকের জন্মদিন ও 25 ডিসেম্বর বড়দিন ৷
শুধু মদের দোকানই নয়, অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান-সহ ক্লাব, বার ও যে সমস্ত জায়গায় মদ পরিবেশন করা হয় সেই সব বন্ধ থাকবে 2 অক্টোবর গান্ধি জয়ন্তীতে ৷ তবে এই দিনগুলি দোকান বন্ধের জন্য আবগারি লাইসেন্সপ্রাপ্তদের কোনওরকম ক্ষতিপূরণ দেওয়া হয় না ৷ তবে শুধু এই সময় নয়, চলতি বছরের শুরুতেও এভাবে মদের দোকান বন্ধের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ৷
সেই সময়েও দিল্লি সরকারের নির্দেশ অনুসারে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বার ও রেস্তোরাঁয় মদ বিক্রি নিষিদ্ধ ছিল ৷ দিল্লির আবগারি কমিশনার ধর্মীয় উৎসব ও মনীষীদের জন্মবার্ষিকী উপলক্ষে মদের দোকান বন্ধ রাখার এই বিজ্ঞপ্তি দিয়েছে ৷ তবে উৎসবের দিনগুলিতে মদের দোকান বন্ধের বিজ্ঞপ্তিতে স্বাভাবিকভাবেই মনখারাপ রাজধানীর সুরাপ্রেমীদের ৷ শুধু দিল্লি নয়,দেশের প্রায় সব প্রান্তেই উৎসবের মরশুমে এই ধরনের নিয়ন্ত্রণ থাকে। কলকাতাতেও দুর্গাপুজোর মতো উৎসবে মদের দোকান বাছাই করা দিন এবং সময়ে খোলা থাকে।
আরও পড়ুন : স্ত্রীর কাছে মদ খাওয়ার টাকা চেয়ে না-পাওয়ায় আত্মহত্যা ব্যক্তির