ETV Bharat / bharat

Vaccination Updates in India : 15-18 বয়সিদের জন্য শুরুতে কেবল কোভ্যাক্সিন

author img

By

Published : Dec 27, 2021, 11:55 AM IST

প্রাথমিকভাবে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনই কেবল বরাদ্দ থাকছে 15-18 বছর বয়সিদের জন্য ৷ সূত্রের খবর তেমনটাই (Covaxin likely to be the only Covid vaccine available for 15-18 years) ৷ পাশাপাশি করোনার নয়া প্রজাতি ওমিক্রন-আবহে দেশের ফ্রন্টলাইন ওয়ার্কার এবং ষাটোর্ধ্ব নাগরিকদের (কো-মর্বিডিটি রয়েছে এমন) যে 'প্রিকশন ডোজ' নেওয়ার কথা ঘোষণা হয়েছে সে বিষয়েও মিলেছে আপডেট ৷

Vaccination Updates in India
15-18 বয়সিদের জন্য শুরুতে কেবল বরাদ্দ কোভ্যাক্সিন : সূত্র

নয়াদিল্লি, 27 ডিসেম্বর : শনিবার বড়দিনে বড় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ 3 জানুয়ারি থেকে দেশে শুরু হচ্ছে 15-18 বছর বয়সিদের টিকাকরণ ৷ তবে প্রাথমিকভাবে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনই কেবল বরাদ্দ থাকছে 15-18 বছর বয়সিদের জন্য ৷ সূত্রের খবর তেমনটাই (Covaxin likely to be the only Covid vaccine available for 15-18 years) ৷

পাশাপাশি করোনার নয়া প্রজাতি ওমিক্রন-আবহে দেশের ফ্রন্টলাইন ওয়ার্কার এবং ষাটোর্ধ্ব নাগরিকদের (কো-মর্বিডিটি রয়েছে এমন) যে 'প্রিকশন ডোজ' নেওয়ার কথা ঘোষণা হয়েছে সে বিষয়েও মিলেছে আপডেট ৷ প্রিকশন ডোজের ক্ষেত্রে ফ্রন্টলাইন ওয়ার্কার এবং ষাটোর্ধ্ব নাগরিকদের একই টিকা গ্রহণ করতে হবে ৷ অর্থ্যা, প্রথম দু'টি ক্ষেত্রে তাঁরা যে টিকার ডোজ নিয়েছেন ৷ সেই ডোজই তাঁদের নিতে হবে ৷ আগামী 10 জানুয়ারি থেকে দেশে শুরু হবে প্রিকশন ডোজ প্রদান কর্মসূচি ৷

সূত্র বলছে, 3 জানুয়ারি থেকে 15-18 বছর বয়সিদের টিকাকরণের ক্ষেত্রে শুরুতে কেবল ভারত বায়োটেকের কোভাক্সিনই প্রয়োগ করা হবে ৷ আনুমানিক 7-8 লক্ষ মানুষ এর আওতায় আসবে ৷ কয়েকটি জরুরি ক্ষেত্র ব্যতীত বিশ্বের প্রথম ডিএনএ ভিত্তিক সূঁচবিহীন টিকা জাইকোভ-ডি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এখনও ছাড়পত্র পায়নি এদেশে ৷ তবে পরবর্তীতে 12-18 বয়সিদের টিকাকরণে জাইকোভ-ডি'র ব্যবহার হতে পারে বলেও জানিয়েছে সূত্রটি ৷

আরও পড়ুন : Covid vaccine for 15 to 18 Years : 3 জানুয়ারি থেকে দেশে 15-18 বছর বয়সিদের করোনা টিকা: প্রধানমন্ত্রী

সূত্রে প্রকাশিত খবর, টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের 9-12 মাস পর নিতে হবে প্রিকশন ডোজ ৷ শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী দাবি করেন, বিশ্বের মধ্যে সবথেকে বড় ও সুরক্ষিত করোনা টিকাকরণ অভিযান চলছে ভারতে ৷ ইতিমধ্যেই দেশের 90 শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ কোভিড টিকার 1টি ডোজ পেয়েছেন ৷ 2টি ডোজ পেয়েছেন 61 শতাংশ মানুষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.