ETV Bharat / bharat

Mallikarjun Kharge: নির্বাচনমুখী পাঁচ রাজ্যেই ক্ষমতায় আসবে কংগ্রেস, আত্মবিশ্বাসী খাড়গে

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2023, 6:04 PM IST

আগামী মাসে বিধানসভা নির্বাচন রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামে ৷ এই পাঁচ রাজ্যেই কংগ্রেস সরকার গড়বে বলে দাবি মল্লিকার্জুন খাড়গের ৷

Etv Bharat
মল্লিকার্জুন খাড়গে

কালবুর্গী (কর্নাটক), 25 অক্টোবর: দেশের পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে এই সবকটি রাজ্যেই কংগ্রেস সরকার গড়বে বলে দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ খাড়গের দাবি, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে এই পাঁচ রাজ্যের বাসিন্দাদের মধ্যেও ৷ তাই বিজেপিকে হারিয়ে এই রাজ্যগুলিতে জয় পাবে কংগ্রেসই ৷ সংবাদসংস্থা এএনআই'কে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার এই কথা জানিয়েছেন খাড়গে ৷ তাঁর আরও দাবি, ছত্তিশগড় ও রাজস্থানের বর্তমান কংগ্রেস সরকার ভালো কাজ করেছে, ফলে কংগ্রেসই এই দুই রাজ্যে ফের ক্ষমতায় ফিরবে ৷ কংগ্রেসের শাসনে রাজস্থান ও ছত্তিশগড়ের মানুষ খুশি বলেও দাবি কংগ্রেস সভাপতির ৷

উল্লেখ্য, আগামী মাসেই বিধানসভা নির্বাচন রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামে ৷ 7 নভেম্বর ভোট মিজোরামে ৷ 7 ও 17 নভেম্বর 2 দফায় ভোট ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে ভোটগ্রহণ হবে 17 নভেম্বর, রাজস্থানে ভোট 25 নভেম্বর ও তেলেঙ্গানায় ভোট হবে 30 নভেম্বর ৷ 3 ডিসেম্বর এই সবকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হওয়ার কথা ৷

  • #WATCH | Delhi | Congress national president Mallikarjun Kharge arrives at the party headquarters for the Central Election Committee meeting for the assembly polls in Telangana. pic.twitter.com/ZLWMuBgO6P

    — ANI (@ANI) October 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

খাড়গের দাবি, এই সবকটি রাজ্যে কংগ্রেসের ভোট প্রচারের প্রস্তুতি ভালোভাবেই চলছে ৷ কংগ্রেস সভাপতি বর্তমানে বেকারত্ব ও মূল্যবৃদ্ধি এই দু’টো মূল ইস্যু সাধারণ মানুষের কাছে ৷ ফলে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ রয়েছে ভোটারদের মধ্য়ে ৷ মধ্যপ্রদেশবাসী বিজেপির শিবরাজ সিং চৌহানের উপর তিতিবিরক্ত বলেও দাবি খাড়গের ৷ কংগ্রেস সভাপতির দাবি, বিজেপি তাদের কোনও নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেনি ৷ বেকারত্ব, কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েও বিজেপি তা রাখতে পারেনি বলে অভিযোগ খাড়গের ৷ কর্নাটকে বর্তমানে কংগ্রেস সরকার থাকায়, কেন্দ্র সরকার রাজ্যকে নানা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করছে বলেও অভিযোগ করেছেন মল্লিকার্জুন খাড়গে ৷

  • #WATCH | Kalaburagi, Karnataka | Congress national president Mallikarjun Kharge says, "The five state elections' work is going on well...We are confident that we will win all five states...There is anti-incumbency for BJP. People are annoyed due to inflation & unemployment. BJP… pic.twitter.com/ykRcYKPzaz

    — ANI (@ANI) October 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ‘খাড়গে সফল’, অ-গান্ধি সভাপতির বর্ষপূর্তিতে বলছে কংগ্রেস

রাজস্থান ও ছত্তিশগড়ে বর্তমানে কংগ্রেস সরকার রয়েছে ৷ মধ্যপ্রদেশে রয়েছে বিজেপি সরকার ৷ এই তিন রাজ্যেই মূল লড়াই বিজেপি ও কংগ্রেসের মধ্যে ৷ তেলেঙ্গানায় ক্ষমতায় রয়েছে কেসিআর-এর নেতৃত্বাধীন বিআরএস ৷ এখানে ত্রিমুখী লড়াই বিআরএস, কংগ্রেস ও বিজেপির মধ্যে ৷ মিজোরামে রয়েছে এনডিএ সরকার, এখানেও লড়াইয়ে রয়েছে কংগ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.