ETV Bharat / bharat

Bhupendra Patel : গুজরাতের মানুষকে ‘বিভ্রান্ত’ করতেই মুখ্যমন্ত্রী বদল, দাবি কংগ্রেসের

author img

By

Published : Sep 13, 2021, 2:57 PM IST

গুজরাতের মুখ্যমন্ত্রী বদল নিয়ে বিজেপিকে তোপ কংগ্রেসের ৷ তাদের বক্তব্য, রাজ্যের মানুষকে ‘বিভ্রান্ত’ করতেই গুজরাতের মুখ্যমন্ত্রী পদে নতুন মুখ খাড়া করেছে গেরুয়া শিবির ৷ যাতে নিজেদের ঘাড় থেকে যাবতীয় অপরাধের দায় ঝেড়ে ফেলা যায় ৷ তার জন্যই বিজেপি নেতৃত্বের এই পদক্ষেপ বলে মত কংগ্রেস নেতা রশিদ আলভির ৷

Cong slams BJP, says Gujarat CM replaced to 'mislead' people
Bhupendra Patel : গুজরাতের মানুষকে ‘‘বিভ্রান্ত’’ করতেই মুখ্যমন্ত্রী বদল, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর : রাজ্যের মানুষকে ‘বিভ্রান্ত’ করতেই গুজরাতের মসনদে নেতা বদল করেছে বিজেপি ৷ অভিযোগ কংগ্রেসের ৷ রবিবারই বিজয় রূপানিকে (Vijay Rupani) সরিয়ে গুজরাতের মুখ্যমন্ত্রী করা হয় প্রথমবারের বিধায়ক ভূপেন্দ্র প্যাটেলকে (Bhupendra Patel) ৷ আর সোমবারই এ নিয়ে মুখ খুলে বিজপি নেতৃত্বকে তোপ দাগলেন কংগ্রেস নেতা রশিদ আলভি (Raashid Alvi) ৷ তাঁর বক্তব্য, নিজেদের যাবতীয় অপরাধ পাশ কাটাতেই এবং রাজ্যের মানুষকে বিভ্রান্ত করতেই গুজরাতের মুখ্যমন্ত্রী পদে নতুন মুখ খাড়া করেছে গেরুয়া শিবির ৷

আরও পড়ুন : Gujrat CM: গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ বলেন, ‘‘এটাই বিজেপির চরিত্র ৷ যেখানে যেখানে বিজেপির সরকার রয়েছে, সেখানে শুধুমাত্র রাস্তার নাম বদল করা ছাড়া আর কোনও উন্নয়ন হয়নি ৷ ওরা এটাকেই উন্নয়ন বলে বিশ্বাস করে ৷ আর আইন-শৃঙ্খলার নামে এই রাজ্যগুলিতে শুধু জঙ্গলরাজ কায়েম করা হয় ৷ ওরা প্রথমে ওদের অপরাধের যাবতীয় দায় মুখ্যমন্ত্রীর কাঁধ চাপিয়ে দেয় ৷ আর তারপরই তাঁকে সেখান থেকে সরিয়ে দেয় ৷ রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্যই তারা নতুন কাউকে মুখ্যমন্ত্রী পদে নিয়ে আসে ৷’’

ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (Narendra Modi) খোঁচা দিতে ছাড়েননি কংগ্রেস নেতা ৷ তিনি বলেন, ‘‘এটাই যদি (মুখ্যমন্ত্রী বদলের) একমাত্র কারণ হয়, তাহলে আমি মনে করি, সবার আগে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত ৷ সাত বছর তিনি গোটা দেশকে ধ্বংস করে দিয়েছেন ৷ বিদেশনীতি বলতে শূন্য ৷ বেকারত্ব যেভাবে বাড়ছে, তা আগে কখনও হয়নি ৷ দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে ৷ তাই ওঁর (নরেন্দ্র মোদির) ইস্তফা দেওয়া উচিত ৷ নতুন কাউকে প্রধানমন্ত্রী করা উচিত ৷ আমার মতে, (নীতিন) গড়কড়ি (Nitin Gadkari) একজন খুব ভাল বিকল্প ৷’’

প্রসঙ্গত, চলতি বছর ইতিমধ্যেই বিজেপিশাসিত রাজ্যগুলিতে মোট চারজন মুখ্যমন্ত্রী তাঁদের পদে ইস্তফা দিয়েছেন ৷ বিজয় রূপানি সেই তালিকায় নবতম সংযোজন ৷ তাঁর আগে কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা (BS Yediyurappa) এবং উত্তরাখণ্ডের দুই মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat) এবং ত্রিবেন্দ্র রাওয়াতকেও (Trivendra Rawat) পদত্যাগ করতে হয়েছে ৷ গোটা ঘটনায় কংগ্রেস নেতা তারিক আনওয়ারের (Tariq Anwar) কটাক্ষ, একের পর এক পদত্যাগ থেকেই স্পষ্ট, অতীতে দলে (বিজপিতে) সবকিছু ঠিক ছিল না ৷

প্রসঙ্গত, সব মিলিয়ে এখনও পর্যন্ত বিজেপি-র পাঁচজন মুখ্যমন্ত্রী ইদানীংকালে ইস্তফা দিয়েছেন ৷ এই প্রসঙ্গে তারিক বলেন, ‘‘পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও তিনি (বিজয় রূপানি) হলেন পঞ্চম মুখ্যমন্ত্রী, যাঁকে ইস্তফা দিতে হল ৷ শুরুটা হয়েছিল অসমকে দিয়ে ৷ তারপর কর্নাটক, তারপর উত্তরাখণ্ড ৷ উত্তরাখণ্ডে দু’জন মুখ্যমন্ত্রীকে বদলে দেওয়া হয়েছে ৷ আর এবার গুজরাতেও মুখ্যমন্ত্রী বদলানো হল ৷ যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) অবশ্য এখনও টিকে রয়েছেন ৷ তবে কতদিন তিনি তাঁর কুর্সি বাঁচাতে পারবেন, সেটা বলা সম্ভব নয় ৷ এর থেকেই বোঝা যাচ্ছে, বিজেপিতে সবকিছু ঠিকঠাক নেই ৷ বিরোধী শক্তিকে দমিয়ে রাখতেই মোদি ও তাঁর সহযোগীরা এইসব করছেন ৷’’

আরও পড়ুন : Bhupendra Patel : গুজরাতের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল

প্রসঙ্গত, সোমবারই গুজরাতের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন ঘাটলোডিয়ার (Ghatlodia) বিধায়ক ভূপেন্দ্র প্যাটেল ৷ এদিকে, আগামী বছরই বিধানসভা নির্বাচন রয়েছে গুজরাতে ৷ তার আগে একজন পতিদার (Patidar) নেতাকে রাজ্য প্রশাসনের শীর্ষে বসানো আদতে রাজ্যের প্রভাবশালী অংশকে হাতে রাখা বলে মত ওয়াকিবহাল মহলের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.