ETV Bharat / bharat

Dual Life Sentences: আপত্তিকর ভিডিয়ো বানিয়ে ব্ল্যাকমেইল ! নাবালিকা আত্মহত্যার ঘটনায় অভিযুক্তকে নজিরবিহীন সাজা

author img

By

Published : Apr 19, 2023, 2:05 PM IST

কিশোরীর আপত্তিকর ভিডিয়ো বানিয়ে ব্ল্যাকমেইল ৷ অভিযুক্তকে জোড়া যাবজ্জীবনের পাশাপাশি আজীবন কারাবাসের নির্দেশ চেন্নাইয়ের আদালতের ৷

Etv Bharat
নাবালিকা আত্মহত্যার ঘটনায় অভিযুক্তকে নজিরবিহীন সাজা

চেন্নাই, 19 এপ্রিল: শপিং মল-সিনেমা হলে ঘোরানোর অছিলায় প্রথমে আপত্তিকর ভিডিয়ো তৈরি ৷ এরপর সেই ভিডিয়ো দেখিয়ে মালিকের মেয়েকে ব্ল্যাকমেইলের চেষ্টা ৷ যার ভয়ঙ্কর পরিণাম হাতেনাতে পেলেন যুবক ৷ ওই যুবক গুনাসিলানকে জোড়া যাবজ্জীবনের সঙ্গে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিল চেন্নাইয়ের বিশেষ পকসো আদালত ৷ যা কার্যত নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

একটি বেসরকারি সংস্থায় কর্মরত গুনাসিলান 2020 সালে তার মালিকের কিশোরী মেয়ের আপত্তিকর একটি ভিডিয়ো বানায় ৷ বাবা-মায়ের অজান্তে 13 বছরের মেয়েকে প্রথমে বাড়ি থেকে বের করে অভিযুক্ত ৷ এরপর শপিং মল, সিনেমা হলে ঘোরানোর নাম করে কিশোরীর মোবাইলেই একটি আপত্তিকর ভিডিয়ো তৈরি করে ৷ ঘটনা পরম্পরায় কিশোরীকে লাগাতার হুমকি দিতে থাকে সে ৷ স্বাভাবিক কারণেই গোটা বিষয়টিতে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে কিশোরী ৷ শেষমেশ তা সহ্য করতে না-পেরে আত্মহত্যার পথ বেছে নেয় সে ৷ এবার এই ঘটনায় নজিরবিহীন সাজা ঘোষণা হল ।

কিশোরী আত্মঘাতী হওয়ার পর তারামনি পুলিশ স্টেশনে পকসো এবং তথ্য-প্রযুক্তি আইনে মামলা রুজু করা হয় পরিবারের তরফে ৷ সেই মামলার ভিত্তিতেই পরবর্তীতে গ্রেফতার করা হয় গুনাসিলানকে ৷ মাদ্রাজ হাইকোর্টে বিচারপতি এম রাজালক্ষ্মীর এজলাসে মামলার শুনানি চলে দীর্ঘদিন ৷ পুলিশের হয়ে শুনানিতে অংশগ্রহণ করেন কৌসুলি ডিজি কবিতা ৷

আরও পড়ুন: মদ্যপ অবস্থায় বৃদ্ধা মা'কে ধর্ষণের অভিযোগ ছেলের বিরুদ্ধে

দু'পক্ষের বক্তব্য, দীর্ঘ সওয়াল-জবাবের শেষে নজিরবিহীন রায় দিলেন বিচারপতি রাজালক্ষ্মী ৷ কিশোরীর আত্মহত্যার কারণ হিসেবে গুনাসিলানকেই দোষী সাব্যস্ত করে জোড়া যাবজ্জীবনের সাজা শোনাবলেন তিনি ৷ একইসঙ্গে তিনি অভিযুক্তকে আজীবন কারাদণ্ডেরও নির্দেশ দিয়েছেন ৷ এখানেই শেষ নয়, গুনাসিলানকে তিন লক্ষ টাকা জরিমানাও করেছে আদালত ৷ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সেই অর্থ তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ অন্যথায় অভিযুক্তের স্থাবর-অস্থাবর সম্পত্তি খুঁজে বার করে জরিমানার অঙ্ক মেটানোর কথাও জানিয়েছে আদালত ৷

চেন্নাই, 19 এপ্রিল: শপিং মল-সিনেমা হলে ঘোরানোর অছিলায় প্রথমে আপত্তিকর ভিডিয়ো তৈরি ৷ এরপর সেই ভিডিয়ো দেখিয়ে মালিকের মেয়েকে ব্ল্যাকমেইলের চেষ্টা ৷ যার ভয়ঙ্কর পরিণাম হাতেনাতে পেলেন যুবক ৷ ওই যুবক গুনাসিলানকে জোড়া যাবজ্জীবনের সঙ্গে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিল চেন্নাইয়ের বিশেষ পকসো আদালত ৷ যা কার্যত নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

একটি বেসরকারি সংস্থায় কর্মরত গুনাসিলান 2020 সালে তার মালিকের কিশোরী মেয়ের আপত্তিকর একটি ভিডিয়ো বানায় ৷ বাবা-মায়ের অজান্তে 13 বছরের মেয়েকে প্রথমে বাড়ি থেকে বের করে অভিযুক্ত ৷ এরপর শপিং মল, সিনেমা হলে ঘোরানোর নাম করে কিশোরীর মোবাইলেই একটি আপত্তিকর ভিডিয়ো তৈরি করে ৷ ঘটনা পরম্পরায় কিশোরীকে লাগাতার হুমকি দিতে থাকে সে ৷ স্বাভাবিক কারণেই গোটা বিষয়টিতে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে কিশোরী ৷ শেষমেশ তা সহ্য করতে না-পেরে আত্মহত্যার পথ বেছে নেয় সে ৷ এবার এই ঘটনায় নজিরবিহীন সাজা ঘোষণা হল ।

কিশোরী আত্মঘাতী হওয়ার পর তারামনি পুলিশ স্টেশনে পকসো এবং তথ্য-প্রযুক্তি আইনে মামলা রুজু করা হয় পরিবারের তরফে ৷ সেই মামলার ভিত্তিতেই পরবর্তীতে গ্রেফতার করা হয় গুনাসিলানকে ৷ মাদ্রাজ হাইকোর্টে বিচারপতি এম রাজালক্ষ্মীর এজলাসে মামলার শুনানি চলে দীর্ঘদিন ৷ পুলিশের হয়ে শুনানিতে অংশগ্রহণ করেন কৌসুলি ডিজি কবিতা ৷

আরও পড়ুন: মদ্যপ অবস্থায় বৃদ্ধা মা'কে ধর্ষণের অভিযোগ ছেলের বিরুদ্ধে

দু'পক্ষের বক্তব্য, দীর্ঘ সওয়াল-জবাবের শেষে নজিরবিহীন রায় দিলেন বিচারপতি রাজালক্ষ্মী ৷ কিশোরীর আত্মহত্যার কারণ হিসেবে গুনাসিলানকেই দোষী সাব্যস্ত করে জোড়া যাবজ্জীবনের সাজা শোনাবলেন তিনি ৷ একইসঙ্গে তিনি অভিযুক্তকে আজীবন কারাদণ্ডেরও নির্দেশ দিয়েছেন ৷ এখানেই শেষ নয়, গুনাসিলানকে তিন লক্ষ টাকা জরিমানাও করেছে আদালত ৷ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সেই অর্থ তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ অন্যথায় অভিযুক্তের স্থাবর-অস্থাবর সম্পত্তি খুঁজে বার করে জরিমানার অঙ্ক মেটানোর কথাও জানিয়েছে আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.