ETV Bharat / bharat

Vande Bharat Express: উদ্বোধনেই বিপত্তি, ট্রায়াল রানে থমকে গেল পটনা থেকে রাঁচিগামী বন্দে ভারত

author img

By

Published : Jun 27, 2023, 7:16 PM IST

পাটনা রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রানের সময় বিপত্তি ৷ রেল লাইনে চলে এল গরু ৷ চালক ট্রেনটি থামিয়ে দেওয়ায় কোনও দুর্ঘটনা ঘটেনি ৷ গরুটিকে লাইন থেকে সরানোর পর আবার শুরু হয় ট্রায়াল রান ৷

Etv Bharat
উদ্বোধনে বিপত্তি

রেললাইনে গরু চলে আসায় থমকে গেল বন্দে ভারত

পটনা, 27 জুন: ট্রায়াল রানের সময়ে থমকে গেল বন্দে ভারত এক্সপ্রেস ৷ হঠাৎই রেললাইনে একটি গরু চলে আসায় উদ্বোধনেই বিপত্তি ঘটল পটনা থেকে রাঁচিগামী বন্দে ভারতে ৷ ট্র্য়াকে ট্রেন চলে আসার বিষয়টি চালকের নজরে আসতেই তিনি থামিয়ে দেন ট্রেনটি ৷ বলা যায় চালকের তৎপরতায় রক্ষা পেল একটি প্রাণ ৷ এদিন উদ্বোধনের পর সাংবাদিকদের নিয়ে পটনা থেকে রাঁচি রওনা দিয়েছিল ট্রেনটি ৷

মঙ্গলবার পটনা থেকে রাঁচি রুটের বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপরেই শুরু হয় ট্রায়াল রান ৷ ঝাড়খণ্ডের বারকাকনা স্টেশনে আসতেই চালকের চোখে পড়ে রেলের ট্রাকে একটি গরু দাঁড়িয়ে আছে ৷ সঙ্গে সঙ্গে জরুরি ব্রেক কষে তিনি থামিয়ে দেন ট্রেনটি ৷ সেইসঙ্গে স্টেশনের রেলকর্মীদের পুরো বিষয়টি জানান কর্তব্যরত বন্দে ভারতের চালক ৷ এরপরেই 4 জন রেল কর্মীরা এসে গরুটিকে লাইন থেকে সরিয়ে দেন ৷ ফের চলতে শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস ৷

যদিও গরুটিকে সরাতে বেশ সমস্যায় পড়তে হয় রেল কর্মীদের ৷ সোশাল মাধ্যমে সেই ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে ৷ তবে রেলকর্মীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন বন্দে ভারতের চালক ৷ চালকের আসন থেকেই চোস্ত রাখালের মতো নির্দেশ দিতে থাকেন কীভাবে সরাতে হবে গরুটিকে ৷ ট্রেনের মধ্যে থেকেই তিনি রেলকর্মীদের নির্দেশ দেন গরুটির গলার দড়ি ধরে সেটিকে এক দিকে নিয়ে যেতে ৷ চালকের নির্দেশ মতো কাজ করেন রেলকর্মীরা ৷ এদিকে হঠাৎ সামনে ট্রেন দেখে ঘাবড়ে গিয়ে ট্রাকের মধ্যেই ছোটাছুটি শুরু করে দেয় চারপেয়েটি ৷

আরও পডুন : দ্বিতীয় বন্দে ভারত রাজ্যে, কোন রুটে চলবে জেনে নিন

কোনওরকমে গরুটির গলার দড়ি ধরে ট্রাকের বাইরে নিরাপদে বের করে নিয়ে যান রেল কর্মীরা ৷ ট্রেনটি না-চলা পর্যন্ত প্রাণীটির গলার দড়ি ধরে দাঁড়িয়ে ছিলেন কর্মীরা ৷ এদিকে গরু সরানোর নির্দেশনার সময় চালকের কথায় হাসাহাসি শুরু করেন অন্যান্যরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.