ETV Bharat / bharat

Bengaluru Hit and Drag Case: বাইক চালককে 100 মিটার টেনে নিয়ে গেল গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু যুবকের

বেঙ্গালুরুর আরআর নগর মেট্রো স্টেশনের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক চালকের ৷ অভিযোগ, রবিবার রাতের এই ঘটনায় প্রায় 100 মিটার রাস্তা বাইক চালককে টেনে হিঁচড়ে নিয়ে যায় ঘাতক গাড়িটি ৷

Hit and Drag Case in Bengaluru ETV BHARAT
Hit and Drag Case in Bengaluru
author img

By

Published : Jun 19, 2023, 12:31 PM IST

বেঙ্গালুরু, 19 জুন: বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু বাইকে সওয়ার ফুড ডেলিভারি বয়ের ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আরআর নগর মেট্রো স্টেশনের কাছে ৷ অভিযোগ, গাড়ির চালক বাইকে ধাক্কা মারার পর ওই ফুড ডেলিভারি বয়কে প্রায় 100 মিটার পথ টেনে নিয়ে যান ৷ তারপর সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ তবে, এক কিলোমিটার পরে অন্য গাড়ি তাকে ধাওয়া করে ধরে ফেলে ৷ পুলিশ ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে ৷ জানা গিয়েছে, বিনায়ক নামে ওই অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন ৷ ঘটনায় মৃত বাইক চালকের নাম প্রসন্ন কুমার ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার বন্ধুদের নিয়ে পার্টি করতে গিয়েছিলেন বেঙ্গালুরুর বিজয়ানগরের বাসিন্দা বিনায়ক ৷ রাজাজিনগরের একটি গাড়ির শোরুমে সেলস এক্সিকিউটিভের কাজ করেন তিনি ৷ সম্প্রতি মোটা অংকের ইন্সেনটিভ পেয়েছিলেন ৷ সেই কারণে বন্ধুদের একটি পার্টি দেন ৷ পার্টি শেষ করে রাতে লং ড্রাইভে বেরোন তাঁরা ৷ পুলিশ সূত্রে খবর, বিনায়ক এবং তাঁর বন্ধুরা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন ৷ আর সেই অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন বিনায়ক ৷

আরআর নগর মেট্রো স্টেশনের কাছে ফুড ডেলিভারি বয় প্রসন্ন তাঁর বাইকে করে যাচ্ছিলেন ৷ সেই সময় পিছন থেকে এসে প্রসন্নর বাইকে ধাক্কা মারে বিনায়কের গাড়ি ৷ বাইক-সহ প্রসন্ন গাড়ির নিচে আকটে যান ৷ আর ওই অবস্থায় তাঁকে প্রায় 100 মিটার পথ টেনে নিয়ে যান বিনায়ক ৷ এরপর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে নিয়েই পালানোর চেষ্টা করেন তিনি ৷ তবে, আশেপাশের অন্যান্য গাড়ি ধাওয়া করে বিনায়কের গাড়িটিকে থামায় ৷ ধরা পড়ে যাবেন বুঝতে পেরে বিনায়কের বন্ধুরা সেখান থেকে পালিয়ে যান ৷ তবে, স্থানীয়রা বিনায়ককে ধরে ফেলেন ৷

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা গাড়ির, অন্ধ্রে মৃত কমপক্ষে 7

পুলিশ জানিয়েছে, বিনায়কের গাড়িতে স্থানীয়রা ভাঙচুর চালিয়েছে ৷ পাশাপাশি, তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিনায়ককে গ্রেফতার করেছে ৷ ঘাতক গাড়িটিকে পুলিশ হেফাজতে নিয়েছে ৷ তাঁর বন্ধুদের খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা ৷ স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, বিনায়কের গাড়িতে এক যুবক এবং 3 যুবতী সওয়ার ছিলেন ৷ বাতারায়নপুর থানায় এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ ৷ প্রসন্ন কুমারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

বেঙ্গালুরু, 19 জুন: বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু বাইকে সওয়ার ফুড ডেলিভারি বয়ের ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আরআর নগর মেট্রো স্টেশনের কাছে ৷ অভিযোগ, গাড়ির চালক বাইকে ধাক্কা মারার পর ওই ফুড ডেলিভারি বয়কে প্রায় 100 মিটার পথ টেনে নিয়ে যান ৷ তারপর সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ তবে, এক কিলোমিটার পরে অন্য গাড়ি তাকে ধাওয়া করে ধরে ফেলে ৷ পুলিশ ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে ৷ জানা গিয়েছে, বিনায়ক নামে ওই অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন ৷ ঘটনায় মৃত বাইক চালকের নাম প্রসন্ন কুমার ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার বন্ধুদের নিয়ে পার্টি করতে গিয়েছিলেন বেঙ্গালুরুর বিজয়ানগরের বাসিন্দা বিনায়ক ৷ রাজাজিনগরের একটি গাড়ির শোরুমে সেলস এক্সিকিউটিভের কাজ করেন তিনি ৷ সম্প্রতি মোটা অংকের ইন্সেনটিভ পেয়েছিলেন ৷ সেই কারণে বন্ধুদের একটি পার্টি দেন ৷ পার্টি শেষ করে রাতে লং ড্রাইভে বেরোন তাঁরা ৷ পুলিশ সূত্রে খবর, বিনায়ক এবং তাঁর বন্ধুরা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন ৷ আর সেই অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন বিনায়ক ৷

আরআর নগর মেট্রো স্টেশনের কাছে ফুড ডেলিভারি বয় প্রসন্ন তাঁর বাইকে করে যাচ্ছিলেন ৷ সেই সময় পিছন থেকে এসে প্রসন্নর বাইকে ধাক্কা মারে বিনায়কের গাড়ি ৷ বাইক-সহ প্রসন্ন গাড়ির নিচে আকটে যান ৷ আর ওই অবস্থায় তাঁকে প্রায় 100 মিটার পথ টেনে নিয়ে যান বিনায়ক ৷ এরপর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে নিয়েই পালানোর চেষ্টা করেন তিনি ৷ তবে, আশেপাশের অন্যান্য গাড়ি ধাওয়া করে বিনায়কের গাড়িটিকে থামায় ৷ ধরা পড়ে যাবেন বুঝতে পেরে বিনায়কের বন্ধুরা সেখান থেকে পালিয়ে যান ৷ তবে, স্থানীয়রা বিনায়ককে ধরে ফেলেন ৷

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা গাড়ির, অন্ধ্রে মৃত কমপক্ষে 7

পুলিশ জানিয়েছে, বিনায়কের গাড়িতে স্থানীয়রা ভাঙচুর চালিয়েছে ৷ পাশাপাশি, তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিনায়ককে গ্রেফতার করেছে ৷ ঘাতক গাড়িটিকে পুলিশ হেফাজতে নিয়েছে ৷ তাঁর বন্ধুদের খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা ৷ স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, বিনায়কের গাড়িতে এক যুবক এবং 3 যুবতী সওয়ার ছিলেন ৷ বাতারায়নপুর থানায় এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ ৷ প্রসন্ন কুমারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.