ETV Bharat / bharat

Canada-India Diplomatic Row: খালিস্তানি নেতার মৃত্যু নিয়ে দু'দেশের সম্পর্কে অবনতি, ট্রুডো বললেন, 'ভারতকে চটাতে চাই না '

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 10:27 PM IST

Updated : Sep 19, 2023, 11:00 PM IST

Justin Trudeau's Allegation: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একজন খালিস্তানি সন্ত্রাসীর মৃত্যুতে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ৷ পাশাপাশি উত্তেজনা না বাড়িয়ে বিষয়টিকে 'গুরুত্ব সহকারে' দেখার আর্জি জানিয়েছেন তিনি ৷

Etv Bharat
ফাইল ছবি

টরেন্টো, 19 সেপ্টেম্বর: শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার মৃত্যুতে ভারত-কানাডা সম্পর্কে চিড় ৷ এই পরিস্থিতিতে মঙ্গলবার ভারত সরকারের কাছে বিশেষ আর্জি জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ কোনওরকম উত্তেজনা বাড়াতে বা ভারতকে তিনি চটাতে চান না বলে জানিয়েছেন সেদেশের রাষ্ট্রপ্রধান ৷ তবে অনুরোধ করেছেন, একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার হত্যাকাণ্ডকে যেন 'সর্বাধিক গুরুত্ব সহকারে' দেখে দিল্লির সরকার ৷

জুন মাসে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারত সরকারের এজেন্টদের জড়িত থাকার অভিযোগ তোলে কানাডা সরকার ৷ এরপরেই কানাডার ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করে দিল্লিকে কড়া বার্তা দিতে চেয়েছে ট্রুডো সরকার ৷ ভারতও পালটা কানাডার কূটনীতিককে বহিষ্কার করেছে ৷ এই ঘটনার কিছু পরেই প্রধানমন্ত্রী ট্রুডোর তরফ থেকে ভারতের প্রতি এই বার্তা এসেছে ৷

তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, "ভারত সরকারের এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত। আমরাও বিষয়টাকে গুরুত্ব দিয়েই দেখছি ৷ আমরা কোনও রকম উসকানি দিতে বা উত্তেজনা বাড়াতে চাই না ৷ আমরা ভারত সরকারের সঙ্গে কাজ করতে চাই ৷ সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই ৷ তবে ভারত সরকারকেও এই বিষয়ে নিশ্চিত করতে হবে ৷"

সোমবার হাউস অফ কমন্স-এ দেওয়া এক ভাষণে ট্রুডো জানান, কানাডার নিরাপত্তা সংস্থা, হরদীপ সিং নিজ্জার হত্যার সঙ্গে ভারত সরকারের কূটনীতিকের জড়িত থাকার সম্ভাব্য যোগসূত্র আছে বলে বিশ্বাস করে ৷ গুরুতর এই অভিযোগ কানাডা সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে ৷ পার্লামেন্টে ট্রুডোর বক্তব্যের পর, কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলি নিশ্চিত করেছেন যে. তিনি একজন সিনিয়র ভারতীয় কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন।

কানাডার সরকারের এমন অভিযোগ এবং জোলির মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার ৷ মঙ্গলবার, নয়াদিল্লি ট্রুডোর এই দাবি প্রত্যাখ্যান করেছে ৷ তাদের এই অভিযোগকে 'অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত' বলে অভিহিত করা হয়েছে। এরপরেই বিদেশমন্ত্রক (এমইএ) কানাডিয়ান কূটনীতিককে আগামী পাঁচ দিনের মধ্যে ভারত ত্যাগ করতে বলেছে। এদিন মন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে বলা হয়, "একই ধরনের অভিযোগ কানাডার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীর কাছেও করেছিলেন এবং তিনি তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছিলেন ৷"

আরও পড়ুন: ভারতের কি উচিত জাস্টিন ট্রুডোকে গুরুত্বহীন করে দেওয়া ?

নিহত নিজ্জার ছিলেন, নিষিদ্ধ খালিস্তান টাইগার ফোর্স (কেটিএফ)-এর প্রধান ৷ ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকায় ছিল তাঁর নাম ৷ সন্ত্রাসবাদী নিজ্জারের মাথার দাম ভারত সরকার ধার্য করেছিল 10 লক্ষ টাকা ৷ 18 জুন পশ্চিম কানাডিয়ান প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে গুরুদ্বারার বাইরে দুই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তাঁকে গুলি করে হত্যা করার পরই তপ্ত হয়ে উঠেছে ভারত-কানাডা সম্পর্ক ৷

Last Updated :Sep 19, 2023, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.