ETV Bharat / bharat

Bus Fell Ditch in Nainital: নৈনিতালে খাদে বাস পড়ে মৃত 4, আহত অনেক

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 10:49 PM IST

রবিবার উত্তরাখণ্ডে খাদে যাত্রীবাহী বাস পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে ৷ অন্য আরও একদিকে, পিথোরাগড়ে একটি বোলেরো গাড়িতে পাহাড় থেকে পাথর পড়ে আট জনের চাপা পড়ে যাওয়ার খবর সামনে এসেছে ৷ এরপরই ফের নৈনিতাল জেলায় বাস খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটে ৷

Etv Bharat
Etv Bharat

নৈনিতাল, 8 অক্টোবর: নৈনিতালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গিয়েছে একটি যাত্রীবাহী বাস। রবিবার নৈনিতাল কালাধুঙ্গি রোডের নলনীতে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। জানা গিয়েছে, বাসে মোট 32 জন যাত্রী ছিলেন। শেষ পাওয়া খবর পর্যন্ত ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। ঘটনার পর জোর কদমে উদ্ধার কাজ চালানো হচ্ছে বলেও প্রসাসনের তরফে জানানো হয়েছে ৷

এদিন পিথোরাগড়ে একটি বোলেরো গাড়িতে পাহাড় থেকে পাথর পড়ে আট জনের চাপা পড়ে যাওয়ার খবর সামনে এসেছে ৷ সন্ধ্যায় নৈনিতাল জেলায় বাস খাদে পড়ে দুর্ঘটনা ঘটে ৷ নৈনিতাল পুলিশ জানিয়েছে, কালাধুঙ্গি রোডের নলনীতে একটি বেসরকারি বাস দুর্ঘটনার কবলে পড়ে। যেটিতে প্রায় 32 জন যাত্রী ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। যারা এখনও লাগাতার উদ্ধার কাজে নিয়োজিত আছে বলে খবর।

এদিকে নৈনিতালের পুলিশ সুপার প্রহ্লাদ নারায়ণ মীনা ইটিভি ভারতকে জানিয়েছেন, এই বাস দুর্ঘটনার পর এখনও পর্যন্ত 22 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু অন্ধকারের কারণে উদ্ধার অভিযানে অসুবিধা হচ্ছে। তবে সার্চ-লাইটের সাহায্যে উদ্ধার কাজ হচ্ছে বলেও পুলিশের তরফে জনা গিয়েছে। বাসের নীচে কয়েকজন আটকে পড়েছে রয়েছে বলেও পুলিশ জানিয়েছে। বাসে পর্যটক, স্কুলের বেশ কয়েকজন কর্মচারী এবং অন্য কয়েকজন স্থানীয় যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজন সামান্য আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: ওড়িশার রাস্তায় নগ্ন অবস্থায় উদ্ধার আদিবাসী মা ও মেয়ে !

পিথোরাগড়ে বোলেরো গাড়ির ওপর পাথর পড়ে আট জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ পিথোরাগড়ের ধারচুলায় এই দুর্ঘটনা ঘটেছে। যেখানে ধারচুলা গুঞ্জি সড়কের উপর গাড়িতে পাথর পড়ে অনেকে চাপা পড়ে যায়। তাদেরও উদ্ধার করা হয় ৷ এছাড়াও কেদারনাথ হাইওয়ের গৌরীকুন্ডের কাছে পাহাড় থেকে পাথর খসে পড়েছে। এতেও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.