ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধ্যা 7 টা

author img

By

Published : Jun 5, 2020, 7:15 PM IST

আজ সারাদিন কোথায় কী হচ্ছে ? দিনের সেরা দশটি খবর একনজরে ।

Top News
দিনের সেরা খবর

1. মিনাখাঁয় বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল

মিনাখাঁয় বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা । প্ল্যাকার্ড নিয়ে তাঁদের কনভয় আটকান স্থানীয় বাসিন্দারা ।

2. 15 দিনে পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে ফেরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের

লকডাউনের জেরে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের নিজের রাজ্যে ফেরাতে 15 দিনের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট । প্রতিটি পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশন করার নির্দেশও দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে।

3. কোরোনায় আক্রান্ত দাউদ ইব্রাহিম

কোরোনায় আক্রান্ত দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহজ়াবিন । সংবাদ সংস্থা সূত্রে এই খবর পাওয়া গেছে । বর্তমানে করাচির এক সেনা হাসপাতালে ভরতি রয়েছে সে । ইতিমধ্যেই তার পরিচারক ও পরিচারিকা সহ নিরাপত্তারক্ষীদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

4. এক বছরের জন্য কোনও নতুন প্রকল্প নয় : কেন্দ্রীয় অর্থমন্ত্রী

আগামী এক বছরের জন্য নতুন কোনও সরকারি প্রকল্প নয় ৷ জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ ব্যয়ের ক্ষেত্রে আরও জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয় অর্থমন্ত্রকের তরফে ৷

5. দাঁত-নখ বের করা শুরু লকডাউনে জব্দ বায়ুদূষণের

লকডাউনে কলকাতার রাস্তায় চলেনি কোনও যানবাহন ৷ বন্ধ ছিল বিভিন্ন কল-কারখানাও ৷ ফলে অনেকটাই কমে গিয়েছিল বায়ুদূষণ ৷ কিন্তু, লকডাউন শেষে আনলক-এক পর্ব থেকে ফের তা বাড়তে শুরু করেছে ।

6. কলকাতাকে প্লাস্টিকমুক্ত করতে লাঠি হাতে "প্লাস্টিকম্যান"

একসময়ে ছিল জুটমিলের ব্যবসা ৷ আর আজ তিনি কলকাতার প্লাস্টিকম্যান ৷ কারণ প্লাস্টিক কুড়িয়ে জায়গা পরিষ্কার করেন তিনি ৷ উদ্দেশ্য শহরকে প্লাস্টিকমুক্ত করা ৷

7. সুইচে হাত না দিয়েই জ্বলবে আলো, ঘুরবে পাখা

মাইক্রো কন্ট্রোলার ব্যবহৃত সুইচ বোর্ড । আর এই মাইক্রো কন্ট্রোলারের মধ্যে রয়েছে একটি সেন্সর । এর মাধ্যমে সুইচে হাত না দিয়েই ফ্যান চালানো, লাইট জ্বালানো সম্ভব হবে ।

8. সাফ হয়ে যাচ্ছে বনাঞ্চল, বাড়ছে অবৈধ খনন ; গতিপথ পালটাচ্ছে নদী

রয়েছে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশিকা । তবুও অবাধে চলছে বালি ও পাথর তোলার কাজ । যার ফলে গতি পরিবর্তন করছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি নদী । সমস্যায় পড়ছেন মানুষজন । ভেসে যাচ্ছে একাধিক গ্রাম ।

9. ক্লাব বিক্রি করে ISL-এ নয়, বললেন ইস্টবেঙ্গল সচিব

ISL খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করতেই লাল হলুদ সচিব বলেছেন, "অন্য ক্লাব খেলছে বলেই আমাদের তার পিছন ধরতে হবে এমন কোনও মানে নেই। মোহনবাগান ISL খেলছে বলেই আমাদের সদস্য সমর্থকরা বিষয়টি নিয়ে এত শব্দ খরচ করছেন‘।"

10. কোরোনা মুক্ত বনি কাপুরের তিন কর্মচারী

কয়েক সপ্তাহ আগে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন বনি কাপুরের বাড়ির তিন কর্মচারী । এই খবর বনি নিজেই জানান একটি বিবৃতির মাধ্যমে । তবে সুখবর এল আজ, তাঁদের তিন কর্মচারীই কোরোনা মুক্ত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.