ETV Bharat / bharat

শত্রুপক্ষকে নিমেষে ধ্বংস করতে পারে তেজস

author img

By

Published : Jun 29, 2020, 4:21 PM IST

সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান ৷ এই যুদ্ধবিমানটি ভারতের বায়ুসেনা ও নৌসেনা উভয়ই ব্যবহার করে ৷ দেখে নেওয়া যাক, তেজস সম্পর্কে কিছু তথ্য ৷

তেজস
তেজস

হ্যাল তেজস বহু ক্ষমতাসম্পন্ন যুদ্ধ বিমান ৷ সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি ৷ এই যুদ্ধবিমানের ডিজ়াইনও সম্পূর্ণভাবে ভারতীয় ৷ মিগ-21 ফাইটারগুলিকে বাতিল করে তার জায়গায় আরও শক্তিশালী ও আধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান বায়ুসেনার অন্তর্ভুক্ত করতে তেজস প্রকল্প শুরু করেছিল ভারত ৷ পরে নৌসেনাতেও এই যুদ্ধ বিমানের ব্যবহার শুরু করে ভারত ৷

এবছরের শুরুতেই এয়ারক্রাফ্ট ক্যারিয়ার INS বিক্রমাদিত্য থেকে সফলভাবে উড়ান নেয় তেজস ৷ হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (HAL) সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে এই যুদ্ধ বিমান তৈরি করে ৷ 1980 সালে লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট প্রোগ্রামের অধীনে এই কাজ শুরু হয় ৷ 2003 সালে সরকারিভাবে এই লাইট কমব্যাট এয়ারক্রাফ্টের নাম দেওয়া হয় তেজস ৷

নৌসেনাতে রয়েছে তেজস যুদ্ধবিমান
নৌসেনাতে রয়েছে তেজস যুদ্ধবিমান

বায়ুসেনায় তেজস যুদ্ধবিমানের সংখ্যা-

বর্তমানে বায়ুসেনায় তেজস রয়েছে 17টি ৷ আরও 83টি তেজস কিনতে চলেছে ভারত ৷

তেজসে কী কী অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে ?

এই যুদ্ধ বিমানে রয়েছে সমস্ত রকমের অত্যাধুনিক প্রযুক্তি ৷ রয়েছে রিল্যাক্সড স্ট্যাটিক স্টেবিলিটি, ফ্লাই বাই ওয়্যার ফ্লাইট কনট্রোল সিস্টেম, মাল্টি-মোড ব়্যাডার, ইন্টিগ্রেটেড ডিজিটাল অ্যাভিওনিক্স সিস্টেম এবং কম্পোজ়িট মেটিরিয়াল স্ট্রাকচার্স, ফ্ল্যাট রেটেড ইঞ্জিন ৷ এছাড়া রয়েছে নাইট ভিসন কমপ্যাটিবল গ্লাস ককপিট ৷

এছাড়াও তেজসে রয়েছে ব়্যাডার ওয়ার্নার রিসিভার, জ্যামার, লেজার ওয়ার্নার, মিশাইল অ্যাপ্রোচ ওয়ার্নার ৷

তেজস যুদ্ধবিমানটি রয়েছে বায়ুসেনাতেও
তেজস যুদ্ধবিমানটি রয়েছে বায়ুসেনাতেও

কী কী সুবিধা রয়েছে তেজস যুদ্ধবিমানে ?

তেজস একটানা 2300 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে ৷ তেজস 2500 কিলোগ্রাম জ্বালানি নিয়ে উড়তে পারে ৷ আকাশেই জ্বালানি ভরা যায় তেজসে ৷ টেক অফের পর মাত্র 460 মিটার গিয়েই গতিবেগ তীব্র করতে পারে এই যুদ্ধবিমান ৷

তেজসের সাধারণ বৈশিষ্ট্যগুলি-

  • ক্রু- একজন
  • দৈর্ঘ্য- 13.2 মিটার
  • উচ্চতা- 4.4 মিটার
  • উইং স্প্যান- 8.2 মিটার
  • উইং এরিয়া- 38.4 বর্গ মিটার
  • খালি থাকা অবস্থায় ওজন- 6,560 কেজি
  • লোডেড ওয়েট- 9,800 কেজি
  • টেকঅফ ওয়েট- 13,500 কেজি
  • ফুয়েল ক্যাপাসিটি- 2,458 কেজি
  • পে-লোড- 5,300 কেজি
  • ড্রপ ট্যাঙ্ক- 2টি 1,200 লিটার, একটি 750 লিটার
  • দাম- 250-275 কোটি/ইউনিট

তেজসের কর্মক্ষমতা

  • সর্বোচ্চ গতিবেগ- ম্যাক 1.8
  • রেঞ্জ- 1,850 কিলোমিটার
  • কমব্যাট রেঞ্জ- 500 কিলোমিটার
  • ফেরি রেঞ্জ- 3,200 কিলোমিটার
  • সার্ভিস সিলিং- 16,500 মিটার
  • উইং লোড- 255.2 কেজি/বর্গমিটার

রণসজ্জা

  • বন্দুক- একটি 23 মিলিমিটার টুইন ব্যারেল GSh-23 ক্যানন
  • হার্ডপয়েন্ট- 5,700 কেজি ক্ষমতাসম্পন্ন আটটি হার্ডপয়েন্ট
  • রকেট- S-8 রকেট পড
  • মিজ়াইল-

1.এয়ার-টু-এয়ার মিজ়াইল

2.এয়ার-টু-সার্ফেস মিজ়াইল

3.অ্যান্টি-রেডিয়েশন মিজ়াইল

4.অ্যান্টি-শিপ মিজ়াইল

  • বোমা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.