ETV Bharat / bharat

দুবাই থেকে ফোন, উদ্ধব ঠাকরের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

author img

By

Published : Sep 6, 2020, 4:42 PM IST

Updated : Sep 6, 2020, 6:19 PM IST

দুবাই থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়িতে হুমকি ফোন । ফোনে তাঁর বাসভবন মাতোশ্রীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ।

উদ্ধব ঠাকরে
উদ্ধব ঠাকরে

মুম্বই, 6 সেপ্টেম্বর : দুবাই থেকে উদ্ধব ঠাকরের বাড়িতে হুমকি ফোন । ফোনে শিবসেনা সুপ্রিমো তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । তিন-চার বার ফোন করা হয় বলে জানা গেছে । তবে কে বা কারা ওই হুমকি ফোন করেছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ।

এই হুমকি ফোন আসার পর শিবসেনার তরফে বান্দ্রার খেরওয়াড়ি থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আঁটসাট করা হয়েছে মাতশ্রীর নিরাপত্তা । কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে এলাকা । সূত্রের খবর, দুবাই থেকে যে বেনামি হুমকি ফোন এসেছে তার পিছনে গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের হাত রয়েছে । দাউদের কোনও শাগরেদই এই হুমকি ফোন করেছে বলে সূত্রের খবর ।

উদ্ধব ঠাকরে
মাতোশ্রীর বাইরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী

আরও পড়ুন : করাচিতেই দাউদ, অবশেষে পাকিস্তান নিষিদ্ধ জঙ্গিদের নয়া তালিকাকে স্বীকার করল

এদিকে মাতোশ্রীকে উড়িয়ে দেওয়ার হুমকি ফোন আসার পর শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, "আমরা শুনেছি মাতোশ্রী উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে । যারা এই ধরনের কাজ করেছে, তাদের খুঁজে বের করবে পুলিশ ।" বিষয়টির তদন্ত শুরু করেছেন IPS বিশ্বাস নাঙ্গড়ে পাটিল । মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, "দাউদ ইব্রাহিমের হয়ে মাতোশ্রীতে বেনামি হুমকি ফোন আসে এবং তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চায় বলে জানায় । এরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাতোশ্রীতে নিরাপত্তা বাড়ানো হয়েছে ।"

প্রসঙ্গত গত মাসেই পাকিস্তান স্বীকার করেছিল দাউদ ইব্রাহিম করাচিতে আছে । ইমরান খানের প্রশাসন জানিয়েছিল, হাফিজ় সইদ, মাসুদ আজ়হার ও দাউদ ইব্রাহিমের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে । ইসলামাবাদের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে দাউদ ইব্রাহিমের ঠিকানাও উল্লেখ করা হয়েছিল । করাচির সৌদি মসজিদের কাছে ক্লিফটন এলাকায় হোয়াইট হাউজ় এবং আরও দু'টি ঠিকানা উল্লেখ করে কার্যত দাউদের উপস্থিতি স্বীকার করে নিয়েছিল পাকিস্তান ।

Last Updated : Sep 6, 2020, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.