ETV Bharat / bharat

এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা ব্যাহত করার হুঁশিয়ারি শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠনের, সতর্কতা দিল্লিতে

author img

By

Published : Nov 1, 2020, 7:50 PM IST

Updated : Nov 1, 2020, 8:00 PM IST

SFJ-এর তরফে সাধারণ যাত্রীদের অনুরোধ করা হয়েছে, 5 নভেম্বরের এয়ার ইন্ডিয়ার দুটি ফ্লাইট, যথাক্রমে AI-111 ও AI-531-এ কেউ চাপবেন না ৷ কার্যত ওই দুটি বিমান পরিষেবা ব্যাহত করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি ৷

delhi-on-alert-on-sjfs
delhi-on-alert-on-sjfs

দিল্লি, 1 নভেম্বর : 5 নভেম্বরে দিল্লির বিমান পরিষেবা ব্যাহত করা হুঁশিয়ারি দিল শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠন SFJ বা শিখস ফর জাস্টিসের ৷ ওইদিন নির্দিষ্ট দুটি বিমানের ক্ষেত্রেই এই হুঁশিয়ারি দিল SFJ ৷ এই হুমকির পরেই বিশেষ সতর্কতা জারি হল দিল্লিতে ৷

আগামী 5 নভেম্বরে দিল্লিতে শিখদের উপর হিংসার ঘটনায় 36তম বছর পূর্ণ হবে ৷ উল্লেখ্য, ওই ঘটনায় 30 হাজার শিখ হত্যা হয় ৷ এরপরেই ইন্ধিরা গান্ধির হত্যার ঘটনা ঘটে ৷

SFJ-এর তরফে সাধারণ যাত্রীদের অনুরোধ করা হয়েছে, 5 নভেম্বরের এয়ার ইন্ডিয়ার দুটি ফ্লাইট, যথাক্রমে AI-111 ও AI-531-এ কেউ চাপবেন না ৷ কার্যত ওই দুটি বিমান পরিষেবা ব্যাহত করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি ৷ একটি ভিডিয়ো বার্তায় SFJ জেলারেল কাউন্সিল গুরপতওয়ান্ত সিং পান্নুন জানিয়েছেন, "মানবিক কারণে মুখোশ খুলে দিন গান্ধি থেকে মোদির ৷ যাঁরা দিল্লির শিখ হত্যার ঘটনাকে ঢাকতে চেয়েছে ও চাইছে ৷"

SFJ-র জেলারেল কাউন্সিল গুরপতওয়ান্ত সিং পান্নুন বিমানযাত্রীদের, "দিল্লির হিংসার ঘটনায় যাঁদের প্রাণ গিয়েছে তাঁদের কথা ভেবে লন্ডনগামী AI-111 ও AI-531 এই দুটি বিমানকে বয়কট করুন ৷" ভিডিয়ো বার্তায় পান্নুন বলেন, কংগ্রেস আর BJP আসলে একই মূদ্রার এপিঠ-ওপিঠ ৷

এই ভিডিয়ো বার্তাটি প্রকাশ্যে আসতেই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দিল্লিতে ৷ কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়ান্দারা দিল্লি পুলিশ, CISF ও IGI-কে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছে ৷

Last Updated : Nov 1, 2020, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.