ETV Bharat / bharat

তপশিলি জাতিকে অপমান করেছে তৃণমূল, এই অভিযোগে কমিশনে বিজেপি

author img

By

Published : Apr 11, 2021, 6:45 PM IST

তপশিলি সম্প্রদায়ের মানুষদের অপমান করেছে তৃণমূল কংগ্রেস ৷ এই অভিযোগে আজ দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগপত্র জমা দিলেন বিজেপি নেতারা ৷

BJP
মুক্তার আব্বাস নকভি (ফাইল ফোটো)

নয়াদিল্লি, 11 এপ্রিল : তপশিলি সম্প্রদায়ের মানুষদের অপমান করছে তৃণমূল কংগ্রেস ৷ এই অভিযোগে নির্বাচন কমিশনের কাছে একটি অভিযোগপত্র জমা করলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা ৷ তাঁদের নেতৃত্ব দেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি ৷ তিনি ছাড়াও ছিলেন দুষ্মন্ত গৌতম, সুনিতা দুগ্গল, ভোলা সিং, ওম পাঠক প্রমুখ ৷

ওই অভিযোগপত্রে জানানো হয়েছে, নির্বাচনী বিধিভঙ্গ করছে তৃণমূল কংগ্রেস ৷ তারা তপশিলি জাতির মানুষদের অপমান করছে ৷ তৃণমূল কংগ্রেসের যে নেতা-নেত্রীরা এই কাজ করছেন তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানান বিজেপির নেতারা ৷

আরও পড়ুন- আইন হাতে নিতে এলে শীতলকুচি সারা বাংলায় হবে : দিলীপ

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে নকভি বলেন, "সমাজের পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অপমান করছে তৃণমূল কংগ্রেস ৷ গোটা দেশ জানে তৃণমূল কংগ্রেস কী ধরনের ব্য়বহার করছে ৷ কয়েকদিন আগে তৃণমূলের এক নেত্রী বক্তব্য় রাখার সময় তপশিলি জাতির মানুষদের তীব্র অপমান করেছেন ৷ তাঁদের ভিক্ষুক বলেছেন ৷ যাতে নির্বাচনী বিধি লঙ্ঘিত হয়েছে ৷ "

গতকালও একই ইস্য়ুতে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছিলেন নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "দিদি ও তৃণমূল নেতা-নেত্রীরা সাধারণ মানুষকে নিয়ে কেমন ভাবনাচিন্তা করেন তা প্রকাশ হতে শুরু করেছে ৷ তপশিলি জাতির মানুষদের কোন ভাষায় অপমান করা হচ্ছে তা দেখতে পাচ্ছেন সবাই ৷ দিদির উদ্ধত্য় প্রকাশ পাচ্ছে ৷’’

রাজনৈতিক বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন, এবারের নির্বাচন বিগত নির্বাচন থেকে অনেকটাই আদালা ৷ অনান্য় ইস্য়ু যেমন আছে তেমন ধর্মীয় মেরুকরণের ভিত্তিতেও এবার ভোট হচ্ছে ৷ গতকাল মোদির ওই বক্তব্য় এবং আজ তপশিলিদের নিয়ে তৃণমূলের বক্তব্য়র পরিপ্রেক্ষিতে কমিশনে যে অভিযোগ জানাল বিজেপি, তাতে অনেকটাই স্পষ্ট তপশিলিদের ভোট নিজেদের ঝুলিতে ভরার লক্ষ্য়ে দৌঁড়াচ্ছে বিজেপি ৷ এখন দেখার সেই ভোটের কত শতাংশ নিজেদের দখলে আনতে পারে গেরুয়া বাহিনী৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.