ETV Bharat / bharat

Russian Citizen Found Dead: ওড়িশায় আরও এক রুশ নাগরিকের দেহ উদ্ধার

author img

By

Published : Jan 3, 2023, 2:48 PM IST

ওড়িশায় আরও এক রুশ নাগরিকের দেহ উদ্ধার হল (Russian Citizen Found Dead) ৷ এবার ঘটনাস্থল পারাদ্বীপ বন্দর ৷ এর আগে ওই রাজ্যের রায়গড়ায় দু’জন রুশ নাগরিকের দেহ উদ্ধার হয় ৷

Russian Citizen Found Dead
ওড়িশায় আরও এক রুশ নাগরিকের দেহ উদ্ধার

পারাদ্বীপ (ওড়িশা), 3 জানুয়ারি: আরও একজন রাশিয়ানের (Russian) অস্বাভাবিক মৃত্যু হল ওড়িশায় ৷ মঙ্গলবার এই রাশিয়ানের দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে ৷ গত 15 দিনের মধ্যে এই নিয়ে রাশিয়ার (Russia) তিন নাগরিকের মৃতদেহ পাওয়া গেল ওড়িশায় ৷

ওড়িশা পুলিশের তরফে জানা গিয়েছে, ওই রাজ্যের জগৎসিংপুর জেলার পারাদ্বীপ বন্দরে (Paradip Port) নোঙর করা একটি জাহাজে মিলিয়াকভ সের্গেই (Milyakov Sergey) নামে ওই রাশিয়ানকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে । মৃতের বয়স 51 বছর৷ তিনি ওই জাহাজের প্রধান ইঞ্জিনিয়র ৷ যে জাহাজে ওই দেহ উদ্ধার হয়েছে, সেটির নাম এম বি আলডনাহ ৷ ওই জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ৷ গন্তব্য ছিল মুম্বই ৷ সেই যাত্রাপথের মাঝে পারাদ্বীপ বন্দরে নোঙর করেছিল ওই জাহাজ ৷

পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে চারটে নাগাদ মৃতদেহ উদ্ধার হয় ৷ এখনই মৃত্যুর কারণ জানা যায়নি ৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ সবদিক খতিয়ে দেখা হচ্ছে তদন্তে ৷ এখনই এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ওড়িশা পুলিশের আধিকারিকরা ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 22 ডিসেম্বর রায়গাড়ার একটি হোটেলে মৃত অবস্থায় পাওয়া যায় ভ্লাদিমির বিদানভ (Vladimir Bidanov) নামে রাশিয়ার এক পর্যটককে । তিনি সহ-নাগরিক তথা রাশিয়ার আইনপ্রণেতা পাভেল আন্তভের (Pavel Antov) সঙ্গে ভারতে এসেছিলেন৷ তাঁদের সঙ্গে এক দম্পতিও ছিল ৷ ওড়িশায় ভ্রমণই তাঁদের প্রাথমিক পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে ৷ স্থানীয় এক পর্যটক গাইডের সহায়তায় ওড়িশায় বেড়াতে এসেছিলেন তাঁরা । গত 21 ডিসেম্বর তাঁরা কন্ধমাল জেলার দারিংবাড়ি থেকে রায়গড়ায় গিয়েছিল ।

সেখানে গিয়ে প্রথমে বিদানভের রহস্য়মৃত্যু হয়৷ ঘটনার দুই দিন পর আন্তভকে একই হোটেলের বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । এই নিয়ে তদন্ত করছে ওড়িশার ক্রাইম বাঞ্চ ৷ তবে এই মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে ৷ বিশেষ করে আন্তভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সমালোচক হিসেবে পরিচিত ৷ ইতিমধ্যে রাশিয়ার দুই নাগরিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) ৷

তারই মধ্যে ওড়িশায় আরও এক রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার হল ৷ রাশিয়ার নাগরিকদের ওড়িশায় কেন রহস্য়মৃত্যু হচ্ছে পরপর ? এই প্রশ্ন ক্রমশ জোরালো হতে শুরু করেছে ৷ এখনও উত্তর অধরা ৷ তদন্তে শেষ পর্যন্ত কী তথ্য উঠে আসে, সেটাই দেখার ৷

আরও পড়ুন: ভিজিল্যান্স অফিসারদের জিন্স-টি শার্ট পরায় নিষেধাজ্ঞা পঞ্জাব সরকারের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.