ETV Bharat / bharat

Anita Bose Pfaff on Netaji Statue at India Gate : ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি স্থাপন দৃষ্টান্তমূলক, প্রতিক্রিয়া কন্যা অনিতার

author img

By

Published : Jan 21, 2022, 10:51 PM IST

Anita Bose Pfaff Reaction on Netaji statue at India Gate
অনিতা বসু পাফের প্রতিক্রিয়া

ইন্ডিয়া গেটে তাঁর মূর্তি স্থাপন করে নেতাজিকে সম্মান জানানো হচ্ছে । সেই খবরে খুশি কন্যা অনিতা বসু পাফ । জানালেন, এই সিদ্ধান্ত দৃষ্টান্তমূলক (Anita Bose Pfaff on Netaji Statue at India Gate) ।

স্টাডবার্গেন (জার্মানি), 21 জানুয়ারি : 23 জানুয়ারি তাঁর 125তম জন্মজয়ন্তীতে ইন্ডিয়া গেটে উন্মোচিত হবে নেতাজির মূর্তি । তা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi to unveil Netaji Statue at India Gate) । এই খবরে খুশি নেতাজি কন্যা অনিতা বসু পাফ । জানালেন, এমন সিদ্ধান্ত দৃষ্টান্তমূলক ।

অনিতা বলেন, “মূর্তি স্থাপন করে তাঁকে সম্মান জানানো দৃষ্টান্তমূলক । তবে যা আরও বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় তা হল, আজকের জীবনযাত্রায় এবং রাজনীতিতে নেতাজির মূল্যবোধ এবং ধারণাগুলিকে পুনরুজ্জীবিত করা এবং শক্তিশালী করা । তা শুধু রাজনীতিবিদদের জন্যই নয়, প্রতিটি পুরুষ ও মহিলার জন্য প্রযোজ্য হওয়া উচিত ।”

তিনি আরও বলেন, “দিল্লিতে এমন গুরুত্বপূর্ণ জায়গায় তাঁর মূর্তি স্থাপিত হবে জেনে আমি খুশি । এখনকার তরুণ প্রজন্ম নেতাজিকে জানে এবং সম্মান করে তা জেনে ভাল লাগছে । একজন মানুষ যিনি তাঁর দেশের মঙ্গলের জন্য এত কষ্ট পেয়েছেন তাঁর জন্য এটা বড় সম্মান ।”

শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতাজির মূর্তি স্থাপনের কথা ঘোষণা করেন । জানান, ইন্ডিয়া গেটে 23 জানুয়ারি তাঁর গ্রানাইটের মূর্তি স্থাপন করা হবে । এই দেশ তাঁর কাছে চিরন্তন ঋণী । তার প্রতীক হিসাবেই এই মূর্তি বসবে ।

আরও পড়ুন : Modi to unveil Netaji Statue at India Gate : ইন্ডিয়া গেটে বসছে নেতাজির মূর্তি, 23 জানুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.