ETV Bharat / bharat

Chandrababu Naidu: তিনটি মামলায় চন্দ্রবাবু নাইডুর জামিনের আবেদন খারিজ অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 3:47 PM IST

Former CM Chandrababu Naidu Bail Pleas Dismissed: তিনটি মামলায় জামিনের আবেদন করেছিলেন চন্দ্রবাবু নাইডু ৷ সেই আবেদনগুলি সোমবার খারিজ করে দিয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ৷

Chandrababu Naidu
চন্দ্রবাবু নাইডু

অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), 9 অক্টোবর: তিনটি মামলায় অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর জামিনের আবেদন খারিজ করে দিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট । সোমবার আদালত ফাইবারনেট, অমরাবতী ইনার রিং রোড এবং অ্যাঙ্গালু হামলার মামলায় তাঁর দায়ের করা আগাম জামিনের আবেদনের উপর রায় দিয়েছে । হাইকোর্ট সম্প্রতি এই তিনটি মামলার শুনানি শেষে রায় সংরক্ষণ করে রেখেছে ।

গত বছরের 9 মে সিআইডি ওয়াইএসআরসিপি বিধায়ক আল্লা রামকৃষ্ণ রেড্ডির দায়ের করা অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছিল ৷ অভিযোগ ছিল, অমরাবতীতে ইনার রিং রোড এবং এর সংযোগকারী রাস্তাগুলির প্রান্তিককরণের জন্য পরিকল্পনার নকশায় অনিয়ম ছিল । এই মামলায় সিআইডি চন্দ্রবাবুকে প্রথম অভিযুক্ত করে । এরপরেই মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেন চন্দ্রবাবু । তাঁর পক্ষে যুক্তি পেশ করেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সিদ্ধার্থ লুথরা । সিআইডির পক্ষে সওয়াল করেন এজি শ্রীরাম । উভয়পক্ষের যুক্তি শোনার পর আদালত আজ চন্দ্রবাবুর আগাম জামিনের আবেদন খারিজ করে দেন ।

বিগত সরকারের আমলে ফাইবারনেটে অনিয়মের অভিযোগে চন্দ্রবাবুর বিরুদ্ধে মামলা করেছে সিআইডি । তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন । এই মামলায় চন্দ্রবাবুর পক্ষে আইনজীবী সিদ্ধার্থ লুথরা এবং সিদ্ধার্থ আগরওয়াল সওয়াল করেন । রাজ্য সরকারের পক্ষে যুক্তি পেশ করেন এজি শ্রীরাম । টিডিপি প্রধানের আইনজীবীরা যুক্তি দেখিয়েছেন যে সরকারের নীতিগত সিদ্ধান্তের জন্য চন্দ্রবাবুকে দায়ী করা ঠিক নয় । আদালতে ব্যাখ্যা করা হয়, মামলাটি রাজনৈতিক স্কোর মীমাংসার জন্য নথিভুক্ত করা হয়েছে । আদালতের নজরে আনা হয় যে দুই বছর আগে চন্দ্রবাবুকে মামলার নোটিশ না দিয়ে হঠাৎ করে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয় । এজি শ্রীরাম যুক্তি দেখিয়েছেন যে পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরে এই মামলায় চন্দ্রবাবুর যোগ পাওয়া গিয়েছে ।

অন্যদিকে, অ্যাঙ্গালু হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় চন্দ্রবাবুর করা আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট । চন্দ্রবাবু 'সেচ প্রকল্প ধ্বংসের বিরুদ্ধে যুদ্ধ' নামে 4 অগস্ট আন্নামাইয়া জেলা সফর করেন । জানা গিয়েছে, তিনি যখন আঙ্গালু গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন সেখানে উত্তেজনা ছিল, কারণ ওয়াইএসআরসিপি র‌্যাঙ্কগুলির বিরুদ্ধে উস্কানিমূলক কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছিল এবং টিডিপি কর্মীরা এর জন্য তাঁকে অবরুদ্ধ করেছিল । এই ঘটনায় কুরাবালাকোটা মণ্ডলের মুদিবেদু পুলিশ টিডিপি প্রধান-সহ সেই দলের 179 নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ।

আরও পড়ুন: চন্দ্রবাবু নাইডুর মামলা থেকে সরলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

অন্যদিকে, স্কিল ডেভেলপমেন্টের মামলায় রায় এখনও ঘোষণা হয়নি ৷ স্কিল ডেভেলপমেন্ট মামলায় চন্দ্রবাবুর দায়ের করা জামিনের আবেদনের শুনানির রায় দেওয়া হবে বিকেলে । বিজয়ওয়াড়ার এসিবি আদালত এই মামলায় আজ পর্যন্ত রায় স্থগিত করেছে । মধ্যাহ্নভোজনের বিরতির পর আদালত চন্দ্রবাবুর জামিন ও সিআইডি হেফাজতের বিষয়ে রায় দেবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.