ETV Bharat / bharat

Amitabh Bachchan জলসায় ফের করোনার হানা, দ্বিতীয়বার কোভিড আক্রান্ত অমিতাভ

author img

By

Published : Aug 24, 2022, 6:52 AM IST

Updated : Aug 24, 2022, 7:44 AM IST

দ্বিতীয়বার কোভিড আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan tested Covid Positive) ।

Etv Bharat
Amitabh Bachchan

মুম্বই, 24 অগস্ট: ফের জলসায় হানা দিল করোনা। দ্বিতীয়বার কোভিড আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan tested Covid Positive) । মঙ্গলবার মধ্যরাতে টুইট করে একথা জানিয়েছেন বিগ বি । অমিতাভের টুইটবার্তা, "আমি করোনায় সংক্রমিত হয়েছি । যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের অনুরোধ করছি অনুগ্রহ করে নিজেদের সোয়াবের নমুনা পরীক্ষা করান ।"

এর আগে 2020 সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা । সেসময় তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় । দু’সপ্তাহের বেশি চিকিৎসাধীন ছিলেন তিনি । করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিষেক বচ্চন । অতিমারীর কবলে পড়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং নাতনি আরাধ্যাও । যদিও বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তাঁরা ।

Etv Bharat
দ্বিতীয়বার কোভিড আক্রান্ত অমিতাভ

আরও পড়ুন : অধিনায়ক সৌরভের ম্যাচে ইডেনে থাকছেন বিগ বি, আসতে পারেন শাহরুখ

প্রসঙ্গত, স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে 16 সেপ্টেম্বর লেজেন্ডস লিগের একটি প্রদর্শনী টি-20 ম্যাচ (Special T20 Match of Legends League) খেলা হবে ৷ যে ম্যাচে অধিনায়কত্ব করবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেই ম্যাচে উপস্থিত থাকবেন লেজেন্ডস লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর অমিতাভ (Amitabh Bachchan) ৷ আয়োজকদের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ এমনকি বিগ বি এনিয়ে সবুজ সংকেত দিয়েছেন বলেও জানা গিয়েছে ৷

Last Updated : Aug 24, 2022, 7:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.