ETV Bharat / bharat

Alert against Amritpal Singh: এখনও অধরা অমৃতপাল সিং, উত্তরাখণ্ডে জারি বিশেষ সতর্কতা

author img

By

Published : Mar 24, 2023, 12:21 PM IST

পঞ্জাবের জলন্ধর থেকে অমৃতপাল সিংকে গত 18 মার্চ গ্রেফতার করেছিল পুলিশ ৷ সেদিন রাতেই তিনি পালিয়ে যান ৷ তাঁর সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ৷ কিন্তু এখনও ওয়ারিস পঞ্জাব দে-র প্রধানকে ধরা যায়নি (Waris Punjab De chief Amritpal Singh) ৷

Amritpal Singh
অমৃতপাল সিং

দেরাদুন, 24 মার্চ: অমৃত পাল সিংয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছেন খালিস্তানপন্থী নেতা অমৃত পাল সিং ৷ ওয়ারিস পঞ্জাব দে (Waris Punjab De) সংগঠনের এই নেতাকে ধরতে এবার সতর্কতা জারি করা হল উত্তরাখণ্ডে ৷ সেখানে দেরাদুন, হরিদ্বার ও উধমসিংনগর জেলায় পুলিশকে সজাগ থাকার কথা জানানো হয়েছে ৷ উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমারের অনুমান, অমৃতপাল সিং এ রাজ্যে ঢুকতে পারেন (Alert issued in Uttarakhand against AmritPal Singh) ৷

একটি সংবাদসংস্থাকে ডিজিপি বলেন, "খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং রাজ্যে প্রবেশ করতে পারেন ৷ দেরাদুন, হরিদ্বার ও উধমসিংনগর জেলায় সতর্কতা জারি করা হয়েছে ৷" অন্য এলাকাগুলিতে আন্তঃরাজ্য সীমানায় পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে ৷ বৃহস্পতিবার পঞ্জাবের আইজিপি সুখচেন সিং গিল জানান, রাজ্যে শান্তি ও সম্প্রীতি ভঙ্গের দায়ে মোট 207 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃত ব্যক্তিদের ভালো করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ পরে তাঁদের পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হবে ৷ আইজিপি জানান, মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নির্দেশে এই অভিযান চালানো হয় ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই পুলিশি অভিযান চলাকালীন কোনও সাধারণ নিরীহ নাগরিককে হেনস্তা করা যাবে না ৷ পুলিশ অমৃতপাল সিংয়ের পরিবারের সদস্যদেরও কোনও ভাবে হয়রান করেনি ৷"

গিল আরও জানান, হরিয়ানা পুলিশের সঙ্গে যুগ্ম অভিযান চালিয়ে বলজিৎ কৌর নামের একজন মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ 19 মার্চ হরিয়ানার কুরুক্ষেত্রে তিনি তাঁর বাড়িতে অমৃতপাল সিং ও তাঁর সহযোগী পাপালপ্রীত সিংকে আশ্রয় দিয়েছিলেন বলে অভিযোগ ৷ বলজিৎ কৌর স্বীকার করেছেন, পাপালপ্রীত গত আড়াই বছর ধরে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছিলেন ৷ এ প্রসঙ্গে আইজিপি বলেন, "হরিয়ানা পুলিশের সাহায্যে আমরা বলজিৎ কৌরকে গ্রেফতার করতে পেরেছি ৷ পুলিশি জেরার মুখে তিনি জানান, 19 মার্চ রাতে পাপালপ্রীত সিং এবং অমৃতপাল দু'জনে তাঁর বাড়িতে আসেন ৷ পাপালপ্রীতকে তিনি আড়াই বছর ধরে চেনেন ৷ অনেক সময়ই পাপালপ্রীত তাঁর বাড়িতে থেকেছেন ৷ তাঁরা পরের দিনই চলে যান ৷ আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি ৷ আশা করছি, খুব শিগগিরি অমৃতপাল ধরা পড়বে ৷"

আরও পড়ুন: অমৃতপাল সিং ও তাঁর সহযোগীদের গ্রেফতার করল পুলিশ, পঞ্জাবে বন্ধ ইন্টারনেট পরিষেবা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.