ETV Bharat / bharat

Lawyer kept wife in Captive for 11 Years: অন্ধকার ঘরে 11 বছর ধরে বন্দি স্ত্রী ! আইনজীবীর কীর্তিতে তাজ্জব পুলিশও

author img

By

Published : Mar 3, 2023, 2:27 PM IST

a Lawyer in Vizianagaram of Andhra Pradesh kept wife in Captive for 11 Years
প্রতীকী ছবি

এক আইনজীবীর বিরুদ্ধে তাঁর স্ত্রীকে 11 বছর ধরে অন্ধকার ঘরে বন্দি (Lawyer kept wife in Captive for 11 Years) করে রাখার অভিযোগ উঠল ৷ অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিজয়নগরের (Vizianagaram) ঘটনা ৷

বিজয়নগর (অন্ধ্রপ্রদেশ), 3 মার্চ: টানা 11 বছর অন্ধকার ঘরে 'বন্দি' (Locked in a Room for 11 Years) থাকার পর আলোয় ফেরা ! ভয়াবহ এই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিজয়নগরে (Vizianagaram) ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় আইনজীবী এক ব্যক্তি তাঁর স্ত্রীকে টানা 11 বছর ধরে একটি অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিলেন (Lawyer kept wife in Captive for 11 Years) ! সম্প্রতি সেই মহিলার মা-বাবা পুলিশের দ্বারস্থ হন ৷ অভিযোগ ছিল, বহু বছর ধরে তাঁদের মেয়ে নিরুদ্দেশ ! সেই অভিযোগের তদন্ত শুরু হতেই সামনে আসে পৈশাচিক ঘটনা ৷ জানা যায়, 'নিরুদ্দেশ' মহিলার স্বামীই তাঁকে 11 বছর ধরে একটি ঘরে আটকে রেখেছেন ! পুলিশ ইতিমধ্যেই ওই মহিলাকে উদ্ধার করেছে ৷ ঘটনাটি ঘটেছে গত বুধবার ৷

পুলিশের প্রাথমিক তদন্তে সামনে আসে, আক্রান্ত মহিলা নিজেও একজন আইনজীবী ৷ যাঁর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল, তিনিও একই পেশায় রয়েছেন ৷ শুধু তাই নয় ৷ আইনজীবী হিসাবে তাঁর বিপুল জনপ্রিয়তা ও পসারও ছিল ৷ আক্রান্ত মহিলার দাবি, তাঁর বিরুদ্ধে স্বামীকে উস্কানি দিয়েছিলেন তাঁরই শাশুড়ি ও দেওর ৷ সেই কারণেই ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে ঘরে আটকে রাখার সিদ্ধান্ত নেন ৷ গত 11 বছর ওই মহিলার সঙ্গে বাইরের পৃথিবীর কোনও সম্পর্ক ছিল না ! এমনকী, তাঁকে তাঁর বাবা-মায়ের সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি !

এই আইনজীবী দম্পতির বিয়ে হয়েছিল 2008 সালে ৷ বিয়ের পর তাঁদের দুই সন্তানও হয় ৷ কিন্তু, এরপরই শুরু হয় দুঃসময় ৷ নির্যাতিতার বিরুদ্ধে তাঁর স্বামীর কাছে নানা কথা বলতে শুরু করেন তাঁর শাশুড়ি ও দেওর ৷ স্ত্রীকে নিয়ে সন্দেহ দানা বাঁধে ওই আইনজীবীর মনে ৷ কিন্তু, তা বলে কাউকে কি এভাবে বছরের পর বছর গৃহবন্দি করে রাখা যায় ? দাম্পত্যে অশান্তি নতুন কোনও ঘটনা নয় ৷ কিন্তু, তার জন্য এমন পদক্ষেপ মানসিকভাবে সুস্থ কোনও মানুষের পক্ষে করা সম্ভব নয় বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

আরও পড়ুন: দিল্লিতে 7 বছরের ভাইকে সিগারেটের ছ্যাঁকা দিল তুতো দিদি

এই 11 বছর মহিলার মা-বাবাও চরম অশান্তিতে দিন কাটিয়েছেন ৷ তাঁরা জানতেন, তাঁদের মেয়ে বেঁচে আছেন ৷ কিন্তু, তিনি কোথায়, কী অবস্থায় রয়েছেন, তা জানা ছিল না ৷ এই বিষয়ে জামাই ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলারও চেষ্টা করেন নিগৃহীতার বাবা-মা ৷ কিন্তু, তাঁদের উলটে ভয় দেখানো হত বলে অভিযোগ ৷ শেষমেশ অবশ্য ধৈর্য্যের বাঁধ ভাঙে তাঁদের ৷ পুলিশের দ্বারস্থ হন তাঁরা ৷ আর তাতেই মুক্তি পান ওই মহিলা ৷

বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই আদালতে মামলা রুজু করা হয়েছে ৷ আক্রান্ত মহিলা জানিয়েছেন, তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি ফিরে যেতে চান ৷ আদালত সেই অনুমতি তাঁকে দিয়েছে ৷ অন্যদিকে, মহিলার স্বামী-সহ শ্বশুরবাড়ির অন্য সদস্যদের বিরুদ্ধে কর্তব্যরত সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে ৷ আদালতে পুলিশ জানিয়েছে, 'নিখোঁজ' মহিলার খোঁজে তাঁরা যখন তাঁর শ্বশুরবাড়ি যান, সেই সময় তাঁদের সঙ্গেও দুর্ব্য়বহার করা হয় ৷ এমনকী পুলিশকর্মীদের হুমকিও দেন নির্যাতিতার শ্বশুরবাড়ির সদস্যরা ৷ শেষমেশ ওই বাড়িরই একটি অন্ধকার ঘর থেকে নির্যাতিতাকে উদ্ধার করা হয় ৷ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনত কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.